সাত কলেজ সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান
Published: 19th, February 2025 GMT
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ সনদপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনের কাছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের জন্য নাম আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ইউজিসি এ সংক্রান্ত একটি অফিস নোট অনুমোদন করেছে। নোটে উল্লেখ করা হয়েছে, একটি পূর্ণাঙ্গ সনদপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে সর্বসাধারণের নিকট প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান করা হচ্ছে। পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে [email protected] (ই-মেইল আইডিতে) নাম প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে।
প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত সাতটি সরকারি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।
এই সাত কলেজ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। তবে দীর্ঘদিন ধরে এসব কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছিলেন। ইউজিসির এই উদ্যোগ সেই আন্দোলনের ধারাবাহিকতা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এখন দেখার বিষয়, প্রস্তাবিত নামগুলোর মধ্যে কোনটি চূড়ান্ত অনুমোদন পায় এবং নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামো কেমন হয়।
ঢাকা/হাসান/এনএইচ
.