উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান
Published: 19th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
প্রায় ৮ বছরের অপেক্ষার দীর্ঘ প্রহর শেষে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
ওয়ানডেতে দু’দলের এর আগের ১১৮ সাক্ষাতে পাকিস্তানের ৬১ জয়ের বিপরীতে ৫৩ ম্যাচ জিতেছে ব্ল্যাকক্যাপসরা। নিউজিল্যান্ডের জয় আছে সবশেষ দুই ম্যাচেও। তবে পাকিস্তান যে আনপ্রেডিক্টটেবল।
পাকিস্তান একাদশ
ফখর জামান, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আবরার আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ
উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, নাথান স্মিথ ও উইলিয়াম ও’রর্কে।
বিএইচ
.উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
গাইবান্ধায় ট্রাক্টর-পিকআপ সংঘর্ষে নিহত ১
গাইবান্ধার সাদুল্যাপুরে ট্রাক্টর ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। শনিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মুসা মিয়া (২০)। তার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি পিকআপের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই পিকআপের যাত্রী মুসা মিয়া নিহত হন। আহত হন আরো চারজন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’
আরো পড়ুন:
খোলা ট্রাক-পিকআপে ছুটছে ঘরমুখো মানুষ
হাসপাতালে পৌঁছানো হলো না মা-ছেলের
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ‘‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/মাসুম/রাজীব