টস জিতে বোলিংয়ে পাকিস্তান, একাদশে যারা
Published: 19th, February 2025 GMT
করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করবে নিউজিল্যান্ড।
শুরুতে বোলিং করা পাকিস্তানের অধিনায়ক রিজওয়ানের জন্য ছিল সহজ সিদ্ধান্ত। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলেছেন তারা। সেখানেই প্রমাণ হয়েছে করাচিতে রান তাড়া করা সহজ। কারণ দ্বিতীয় ইনিংসে থাকবে শিশিরের প্রভাব।
বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে ওটাকেই কারণ হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের অধিনায়ক। নিউজিল্যান্ডের অধিনায়ক মিশেল স্যান্টনার জানিয়েছেন, দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাব থাকবে। যা করার ব্যাট হাতে প্রথম ইনিংসেই তাই করতে হবে।
পাকিস্তানের একাদশ: ফখর জামান, বাবর আজম, সূদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আঘা, তাইয়িব তাহির, খুলদীল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ, আবরার আহমেদ।
নিউজিল্যান্ডের একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়ং, কেন উইলিয়ামসন, ড্যারেল মিশেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিশেল স্যান্টনার, নাথান স্মিথ, ম্যাট হেনরি, উইলিয়ামস ওরোরকি।
উৎস: Samakal
কীওয়ার্ড: প ক স ত ন ক র ক ট দল
এছাড়াও পড়ুন:
গাজীপুরে শতাধিক শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় একটি কারখানার শতাধিক শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
শনিবার স্ট্যান্ডার্ড ইস্টিস ওভেন (এফ এফ টাওয়ার) কারখানা শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কোনাবাড়ীর বাইমাইল এলাকায় স্ট্যান্ডার্ড ইস্টিস ওভেন কারখানার শতাধিক শ্রমিক ছাঁটাই করা হয়। এর প্রতিবাদে ওই কারখানার শ্রমিকরা শনিবার সকালে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় আধাঘণ্টা ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ওই কারখানার শতাধিক শ্রমিক ছাঁটাই করার প্রতিবাদে বিক্ষোভ করে শুরু করে শ্রমিকরা। একপর্যায়ে কিছু সময় তারা মহাসড়ক অবরোধ করে। পরে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।