আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে: আসিফ মাহমুদ
Published: 19th, February 2025 GMT
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছেন, আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে।
বুধবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
ফেসবুকে উপদেষ্টা বলেন, এটাই আমার ব্যক্তিগত অবস্থান। এখন সেটা করার প্রসেস কি হবে তা নিয়ে আলোচনা হতে পারে। পৃথিবীতে বিভিন্ন দেশে এমন নজির আছে। আমার চোখের সামনে তাদের গুলিতে ভাইদের শহীদ হতে দেখেছি। গুমের শিকার হয়েছি, মৃত্যুকে কাছ থেকে দেখেছি। আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের চিন্তাও আসা অসম্ভব। বিস্তারিত না বলায় আমিও ঠিকভাবে বুঝাতে পারিনি। কিছু কিছু মিডিয়াতেও বক্তব্য ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। এখানে আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার কথা বলা হয়নি। বিচারের পূর্বে এই প্রশ্নই অবান্তর।
তিনি বলেন, তবে এই প্রশ্নের একটা স্থায়ী সমাধানে পৌঁছাতে হবে। তা যদি না হয় তবে আজ বা কাল আওয়ামী লীগ আবার ফিরে আসার সুযোগ পাবে। আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করেছিল, তাতে কি জামাতের রাজনীতি করা আটকাতে পেরেছে? এটা যদি ইন্টিগ্রেটেড প্রসেসের মধ্য দিয়ে না হয় তাহলে সম্ভব হবে কি না প্রশ্ন থেকে যায়। ১৬ বছরে সরাসরি রাজনীতিতে যুক্ত না হয়েও আওয়ামী লীগের সুবিধাভোগীর সংখ্যা অনেক।
উপদেষ্টা আরও বলেন, অনেকেই বলছেন অন্যায় না করলে ক্ষমা চাইবে কেন? অবশ্যই ক্ষমা চাইতে হবে, আওয়ামী লীগের সঙ্গে যেকোনো ফরম্যাটে জড়িত থাকার কারণে, ফ্যাসিস্ট অ্যানাবলার কিংবা সুবিধাভোগী হিসেবেই ক্ষমা চাইতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্বচ্ছ, উন্মুক্তভাবে এবং ধাপে ধাপে। নিষিদ্ধ করার মাধ্যমে লিগ্যালি এবং সোশ্যালি (ট্রুথ কমিশন কিংবা বিশ্বের যেসব স্থানে এমন নজির আছে তাদের প্রক্রিয়া অনুসরণ করে) আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: আওয় ম ল গ র জন ত আওয় ম
এছাড়াও পড়ুন:
সোনারগাঁও ফরেষ্ট স্টেশনে ২০০ ঘনফুট রদ্দা কাঠ জব্দ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে অবৈধভাবে পাচারের সময় সোনারগাঁও ফরেস্ট চেক স্টেশনে ২০০ ঘনফুট আকাশমনি রদ্দা কাঠ বোঝাই একটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ।
বুধবার (২৩ এপ্রিল) সকালে সোনারগাঁও স্টেশনের স্টেশন কর্মকর্তা আবু তাহেরের নেতৃত্বে চালানো বিশেষ অভিযানে এই কাঠ জব্দ হয়।
সোনারগাঁও স্টেশনের স্টেশন কর্মকর্তা আবু তাহের বলেন, “সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত টহল দেওয়ার সময় একটি ট্রাককে সন্দেহ হয়। ত্রিপল দিয়ে পেছনের অংশ ঢেকে রাখা ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হয়। এই সময় ট্রাকটি থেকে ২০০ ঘনফুট আকাশমনি রদ্দা কাঠ জব্দ করা হয়। এই কাঠের কোনো বৈধ কাগজপত্র ছিলো না।”
আরো পড়ুন:
সুনামগঞ্জে ভারতীয় কসমেটিক্স ও বিস্কুট জব্দ
পেটের ভেতর ৩৪ পোটলা ইয়াবা
তিনি আরো বলেন, “ট্রাকটি কাঠসহ আটক করে সোনারগাঁও ফরেস্ট স্টেশনে নেওয়া হয়। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। এই ঘটনায় বন মামলা দায়ের প্রক্রিয়াধীন। অবৈধ কাঠ পাচার প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ঢাকা/রেজাউল/মাসুদ