সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের গোপন সম্পদের তথ্য সংবলিত দুই বস্তা নথি হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ নথি উদ্ধার করা হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দুদক সূত্রে জানা গেছে, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের বিরুদ্ধে অসাধু উপায়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধান কার্যক্রমের এক পর্যায়ে দুদক গোয়েন্দা তথ্য পায় যে, শহিদুল হক তার অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্বলিত নথিপত্র তার একজন নিকট আত্মীয়ের কাছে দুটি বস্তায় ভরে পাঠিয়েছেন। গোয়েন্দা তথ্যে আরও জানা যায় যে, নথিপত্রসমূহ গোপন রাখার জন্য এক আত্মীয়ের কাছ থেকে আরেক আত্মীয়ের বাসায় পাঠানো হয়। এ সব নথিপত্রে শহিদুল হকের বেআইনিভাবে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো.

আকতারুল ইসলাম বলেন, মঙ্গলবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অনুসন্ধানকারী ও কর্মকর্তা সহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম শহীদুল হকের এক আত্মীয়ের বাসায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।

তিনি আরও বলেন, তল্লাশি চলাকালে দুইটি বস্তায় মোট ৩৮ প্রকৃতির ৪৮টি আলামত পাওয়া যায়। যার মধ্যে রয়েছে বিপুল সম্পদের দলিল, বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অব এগ্রিমেন্ট, পাওয়ার অব অ্যাটর্নি, বন্ড, এফডিআর, সংঘ স্মারক, অফার লেটার, ব্যাংক হিসাব বিবরণী ইত্যাদি।

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে সাবেক আইজিপি শহীদুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

বিএইচ

উৎস: SunBD 24

কীওয়ার্ড: আইজ প

এছাড়াও পড়ুন:

বিসিআইসি নেবে ১০২ জন, আবেদন করুন দ্রুত

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন বাফার গুদামগুলোতে নিয়োগের জন্য আবেদন চলছে। ৯ম ও ১০ম গ্রেডে ৬টি ক্যাটাগরির পদে ১০২ জনকে নিয়োগ পাবেন বিসিআইসিতে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)

পদসংখ্যা: ১২

যোগ্যতা: স্নাতক, স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)

২. পদের নাম: হিসাব কর্মকর্তা

পদসংখ্যা: ১০

যোগ্যতা: বাণিজ্যে (অ্যাকাউন্টিং) স্নাতকোত্তর/এমবিএ (অ্যাকাউন্টিং) ডিগ্রি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)

আরও পড়ুনবিসিআইসিতে বড় নিয়োগ, পদ ৬৮৯২১ মার্চ ২০২৫৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক)

পদসংখ্যা: ১২

যোগ্যতা: স্নাতক, স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)

৪. পদের নাম: সহকারী প্রশাসনিক কর্মকর্তা

পদসংখ্যা: ২২

যোগ্যতা: স্নাতকোত্তর অথবা তিন বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)

আরও পড়ুনইউনিভার্সিটি অব লুক্সেমবার্গের বৃত্তি, স্নাতক–স্নাতকোত্তরে প্রয়োজন নেই আইইএলটিএস২৫ মার্চ ২০২৫৫. পদের নাম: সহকারী হিসাব কর্মকর্তা

পদসংখ্যা: ২৩

যোগ্যতা: এম কম অথবা তিন বছরের অভিজ্ঞতাসহ বি কম ডিগ্রি অথবা বাণিজ্যে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)

৬. পদের নাম: সহকারী বাণিজ্যিক কর্মকর্তা

পদসংখ্যা: ২৩

যোগ্যতা: স্নাতকোত্তর অথবা তিন বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)

আরও পড়ুনপ্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, পদ ২৫৫২৩ মার্চ ২০২৫

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত জানা যাবে এই লিংকে।

আবেদন ফি

সাধারণ প্রার্থীদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা। অনগ্রসর নাগরিকদের জন্য ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা: ২৭ মার্চ পর্যন্ত।

সম্পর্কিত নিবন্ধ