ট্রাম্পের নির্দেশে বরখাস্ত হলেন বাইডেন আমলে নিয়োগ পাওয়া অ্যাটর্নিরা
Published: 19th, February 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে নিয়োগ পাওয়া ইউএস অ্যাটর্নিদের বরখাস্তের নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই সিদ্ধান্ত জানান।
ট্রাম্প বলেছেন, গত চার বছরে মার্কিন বিচার বিভাগ এতটাই রাজনীতিকরণ হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। এ কারণে আমি বাইডেন আমলে নিয়োগ পাওয়া বাকি সব অ্যাটর্নিকে বরখাস্তের নির্দেশ দিয়েছি।
তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের এ স্বর্ণযুগে অবশ্যই একটি স্বচ্ছ বিচারব্যবস্থা থাকতে হবে, যা আজ শুরু হলো।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কৌঁসুলিদের ইউএস অ্যাটর্নি বলা হয়, যারা কেন্দ্রীয় ডিস্ট্রিক্ট কোর্টে শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দেশজুড়ে ৯৪টি কেন্দ্রীয় ডিস্ট্রিক্ট কোর্টে মোট ৯৩ জন ইউএস অ্যাটর্নি আছেন। নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর সাধারণত আগের প্রশাসনের নিয়োগপ্রাপ্তদের সরিয়ে নতুন নিয়োগ দিয়ে থাকেন।
ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই বিচার বিভাগে ব্যাপক পরিবর্তন আনার উদ্যোগ নেন। উচ্চপদস্থ অনেক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, কিছুজনকে পদোন্নতি দেওয়া হয়েছে এবং নতুন নিয়োগও দেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে জ্যাক স্মিথের কার্যালয়ের সদস্যরাও রয়েছেন। জ্যাক স্মিথের নেতৃত্বে ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা হয়েছিল, যা পরবর্তীতে বাতিল হয়।
এদিকে, নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ভারপ্রাপ্ত ইউএস অ্যাটর্নি সম্প্রতি পদত্যাগ করেছেন। তিনি ট্রাম্প প্রশাসনের সময় নিয়োগ পেয়েছিলেন। জানা গেছে, নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাহারের জন্য বিচার বিভাগ থেকে অনুরোধ আসার পর তিনি পদত্যাগ করেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: বরখ স ত
এছাড়াও পড়ুন:
আওয়ামী লীগের প্রয়াত নেতা নাসিমের ছেলের নামে নিউইয়র্কে ১৪ অ্যাপার্টমেন্ট, দুদকের মামলা
আওয়ামী লীগের প্রয়াত নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ১৪টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে আজ বৃহস্পতিবার তমালের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। দুদক বলছে, নিউইয়র্কের ওই ১৪টি অ্যাপার্টমেন্টের বাজারমূল্য প্রায় ৬৩ কোটি টাকা।
আরও পড়ুনতখন ‘সাহস’ পায়নি, এখন তৎপর দুদক০৭ সেপ্টেম্বর ২০২৪এর পাশাপাশি তমাল মনসুরের বিরুদ্ধে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৩টি ব্যাংক হিসাবে ৩ কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৫৩৩ টাকার সন্দেহজনক অবৈধ লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
তমাল মনসুর প্রয়াত মোহাম্মদ নাসিমের মেজ ছেলে, তিনি যুক্তরাষ্ট্রে থাকেন।
আরও পড়ুনমনসুর আলী মেডিকেলের নিয়ন্ত্রণ চান স্বাচিপ নেতা০২ জুলাই ২০২৪