বিতর্কের মধ্যেই সাময়িক স্বস্তিতে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। গতকাল মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, ‘সঙ্গম’ বিতর্কে রণবীরের মন্তব্যের জন্য তাঁকে এখনই গ্রেপ্তার করা যাবে না। খবর হিন্দুস্তান টাইমসের।

নিজের নিরাপত্তার কথা জানিয়ে ভারতের শীর্ষ আদালতের দ্বারস্থ হন রণবীর। তাঁর আইনজীবী অভিনব চন্দ্রচূড় আদালতে জানান, দেশের একাধিক রাজ্যে রণবীরের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি তাঁর মক্কেলকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে বিচারপতি সূর্যকান্ত ও এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ জানিয়ে দেন, ভবিষ্যতে এ ঘটনায় রণবীরের বিরুদ্ধে আর কোনো অভিযোগ গ্রহণ করা যাবে না। একই সঙ্গে পুলিশি নিরাপত্তার জন্য রণবীর মহারাষ্ট্র বা আসাম পুলিশের দ্বারস্থ হতে পারেন বলেও নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল আদালত রণবীরকে পুলিশি তদন্তে সাহায্য করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ইউটিবারের এ মুহূর্তে দেশের বাইরে যাওয়ার স্বাধীনতাও খর্ব করা হয়েছে।

রণবীর এলাহাবাদিয়া। ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: রণব র

এছাড়াও পড়ুন:

তিন বছর পর সেভেনটিনের পূর্ণাঙ্গ অ্যালবাম

কে–পপ বয় ব্যান্ড সেভেনটিনের এক দশক পূর্তি হবে আগামী ২৬ মে। একই দিনে পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘হ্যাপি বার্স্টডে’ প্রকাশ করবে ব্যান্ডটি।

প্রায় তিন বছর পর সেভেনটিনের পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশিত হবে। সবশেষ ২০২২ সালে ‘ফেস দ্য সান’ শিরোনামে একটি অ্যালবাম এনেছিল ব্যান্ডটি।

‘হ্যাপি বার্থডে’ ও ‘বার্স্ট’ শব্দ মিলিয়ে অ্যালবামের নামকরণ করা হয়েছে। গ্রুপের এজেন্সি প্লেডিস এন্টারটেইনমেন্ট বলেছে, ‘দশক পূর্তিতে অ্যালবামের পাশাপাশি বিভিন্ন পরিবেশনা দিয়ে ভক্তদের সঙ্গে যুক্ত থাকবে সেভেনটিন।’

এপ্রিলে জাপানের ওসাকায় ও মে মাসে সাইতামাতে ফ্যান মিট করবে সেভেনটিন। ১৩ সদস্যের ব্যান্ডটি গঠিত হয়েছে ২০১৫ সালের ২৬ মে। এদিন ব্যান্ডের প্রথম ইপি ‘১৭ ক্যার‍াট’ প্রকাশিত হয়েছে।

২০১৬ সালে প্রথম স্টুডিও অ্যালবাম ‘লাভ অ্যান্ড লেটার’ প্রকাশ করেছে সেভেনটিন। এরপর ‘টিন, এজ’, ‘অ্যান ওড’ ও ‘ফেস দ্য সান’ নিয়ে এসেছে ব্যান্ডটি।

আরও পড়ুনকে পপ অ্যালবামের ইতিহাসে সবচেয়ে বেশি কপি বিক্রির রেকর্ড০৫ জুলাই ২০২৩

সম্পর্কিত নিবন্ধ