গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহাদ মারা গেছেন। 

বুধবার রাজধানীর ধানমন্ডিতে পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মাশরিক হাসান এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক ড. মাশরিক হাসান জানান, আহাদ পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানকার চিকিৎসক তাকে দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, আহাদ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রাম জেলায়।

এর আগে গত সোমবার রাতে তিনি সূত্রাপুর এলাকায় নিজ ভাড়া মেস বাসায় গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

পরে তাকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নেয় মেসের বন্ধুরা। পরে ম্যাক্সওয়েল প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তাকে আইসিইউতে অক্সিজেন দেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়।

তার বিভাগের শিক্ষক ও সহপাঠীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন এবং গত কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া-দাওয়া করেননি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মেহজাবীনের গায়েহলুদ, ছবি তোলায় কড়াকড়ি

ঢাকার অদূরে একটি রিসোর্টে গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে লাক্স তারকা অভিনয়শিল্পী মেহজাবীনের। আজ রোববার বেলা ১১টা থেকে এই গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে। চলবে সন্ধ্যা পর্যন্ত। মেহজাবীনের বর প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব। তাঁদের দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জন ছিল। সেই গুঞ্জন সত্যি হলো তাঁদের আনুষ্ঠানিক বিয়ের ঘোষণার মধ্য দিয়ে।

আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী

সম্পর্কিত নিবন্ধ