প্রায় আট মাসের লম্বা আসর। প্রতিটি দলের ৩৮টি করে ম্যাচ। ম্যারাথনের মতোই এখানে সামনে- পেছনের লুকোচুরি চলে। যেমনটি চলছে বার্সেলোনার সঙ্গে। দু’মাস আগেও পয়েন্ট তালিকার তিন নম্বরের দলটিই এখন কিনা শীর্ষে।
শনিবার রাতে নিজেদের মাঠে রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে কাতালানরা। টানা চার জয়ে এখন তারা লা লিগায় ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে সমান পয়েন্ট পেয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয়তে। কেননা হেড টু হেডে তারা হেরেছিল বার্সার কাছে।
আর এই দু’দলের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ রয়েছে তিন নম্বরে। তিন দলের এই ইঁদুর-বিড়াল দৌড়ে জমে উঠেছে স্প্যানিশ লিগ লা লিগা। মাঠের এই লড়াইয়ের মতো বাইরেও লা লিগা নিয়ে চলছে জোর চর্চা।
ভিএআর সিদ্ধান্ত নিয়ে একের পর এক দল অভিযোগ করায় ক্ষেপেছেন সে দেশের রেফারিরা। এমনকি লিগ বয়কটের হুমকিও দিয়েছেন তারা। এদিনও বার্সা-ভায়েকানোর ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক হয়েছে। ম্যাচের ২৮ মিনিটে বার্সার ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ ফাউলের শিকার হন। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে লিগের ২০তম গোল করেন লেভানডস্কি।
একই ধরনের ফাউলের শিকার হয়েছিলেন ভায়েকানোর পাথি সিস। কিন্তু তাদের পেনাল্টি দেননি রেফারি– এমনই অভিযোগ দলটির ইংলিশ কোচ ইনিগো পেরেসের। ‘আজকের রেফারিং নিয়ে ভাবনা আমি নিজের কাছেই রাখতে চাই। হারের যন্ত্রণা তো সব সময়ই থাকে। তবে আজ যা হয়েছে, তাতে শান্ত হতে অনেক সময় লাগবে।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ছোট্ট শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় কোলের ছোট্ট শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় জাকারিয়া প্রকাশ নয়ন (৩০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও র্যাব-৮। বৃহস্পতিবার রাতে বরিশাল জেলার কোতয়ালী থানাধীন নাজির মহল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার বিকেলে র্যাব-১১ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তার জাকারিয়া প্রকাশ নয়ন মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার মধ্যপাড়ার মো. ফারুকের ছেলে। র্যাব জানায়, ভিকটিমের বিয়ের পূর্বে মামলায় অভিযুক্ত মাহিমের সঙ্গে ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল। ভিকটিমের অন্যত্র বিয়ের পর বিভিন্ন সময় রাস্তা ঘাটে অভিযুক্ত মাহিম বিভিন্ন ভাবে উত্যক্ত করতেন ও কু-প্রস্তাব দিতেন। এরই ধারাবাহিকাতায় গত ৭ এপ্রিল নারায়ণগঞ্জের সদর উপজেলার গাবতলী এলাকায় কোলের শিশুকে জিম্মি করে ভিকটিমকে দফায় দফায় ধর্ষণ করা হয়। ধর্ষণের ভিডিও ধারণ করে ও ভয়-ভীতি দেখিয়ে প্রায় এক মাস ধরে অভিযুক্ত মাহিম এজাহারনামীয় অন্যান্য আসামির সহায়তায় দফায় দফায় ভিকটিমকে ধর্ষণ করছিল। গত ৭ এপ্রিল সর্বশেষ ধর্ষণের পর ভিকটিম অসুস্থ হয়ে পড়েন।
ভিকটিমের স্বামী র্যাবকে জানান, রমজান শুরু হওয়ার আগে তার স্ত্রী সন্তানকে নিয়ে ইসদাইর-গাবতলী লিংক রোড দিয়ে যাওয়ার সময় ইসদাইর বটতলা এলাকার সজিব ওরফে বদনা সজিব, গাবতলী মাজার এলাকার রাকিব ওরফে মাইন, জাকারিয়া প্রকাশ নয়ন ও নজরুলসহ অজ্ঞাত দুজন সহযোগী তার সন্তানকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণ করে। এ সময় অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে আরও কয়েক দফা ধর্ষণ করে। সর্বশেষ গত ৭ এপ্রিল তাকে পুনরায় ফতুল্লা মডেল থানাধীন গাবতলী প্রাইমারী স্কুলের পাশের পাঁচ তলা বাড়ির নিচ তলার রুমের ভেতরে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।