Samakal:
2025-03-29@07:01:30 GMT

লা লিগা জমিয়ে দিল বার্সা

Published: 19th, February 2025 GMT

লা লিগা জমিয়ে দিল বার্সা

প্রায় আট মাসের লম্বা আসর। প্রতিটি দলের ৩৮টি করে ম্যাচ। ম্যারাথনের মতোই এখানে সামনে- পেছনের লুকোচুরি চলে। যেমনটি চলছে বার্সেলোনার সঙ্গে। দু’মাস আগেও পয়েন্ট তালিকার তিন নম্বরের দলটিই এখন কিনা শীর্ষে।

শনিবার রাতে নিজেদের মাঠে রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে কাতালানরা। টানা চার জয়ে এখন তারা লা লিগায় ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে সমান পয়েন্ট পেয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয়তে। কেননা হেড টু হেডে তারা হেরেছিল বার্সার কাছে।

আর এই দু’দলের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ রয়েছে তিন নম্বরে। তিন দলের এই ইঁদুর-বিড়াল দৌড়ে জমে উঠেছে স্প্যানিশ লিগ লা লিগা। মাঠের এই লড়াইয়ের মতো বাইরেও লা লিগা নিয়ে চলছে জোর চর্চা।

ভিএআর সিদ্ধান্ত নিয়ে একের পর এক দল অভিযোগ করায় ক্ষেপেছেন সে দেশের রেফারিরা। এমনকি লিগ বয়কটের হুমকিও দিয়েছেন তারা। এদিনও বার্সা-ভায়েকানোর ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক হয়েছে। ম্যাচের ২৮ মিনিটে বার্সার ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ ফাউলের শিকার হন। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে লিগের ২০তম গোল করেন লেভানডস্কি।

একই ধরনের ফাউলের শিকার হয়েছিলেন ভায়েকানোর পাথি সিস। কিন্তু তাদের পেনাল্টি দেননি রেফারি– এমনই অভিযোগ দলটির ইংলিশ কোচ ইনিগো পেরেসের। ‘আজকের রেফারিং নিয়ে ভাবনা আমি নিজের কাছেই রাখতে চাই। হারের যন্ত্রণা তো সব সময়ই থাকে। তবে আজ যা হয়েছে, তাতে শান্ত হতে অনেক সময় লাগবে।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বরগুনায় খালার বাড়িতে ঈদের উপহার দিতে গিয়ে বাসচাপায় ৩ ভাই নিহত

বরগুনার পাথরঘাটায় বাসের চাপায় মোটরসাইকেলের আরোহী তিন ভাই নিহত হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে পাথরঘাটা উপজেলার সোনার বাংলা এলাকায় পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন ভাই হলেন মো. নাঈমুজ্জামান খান ওরফে শুভ (২২), মো. শান্ত খান (১৪) ও মো. নাদিম খান (৮)। তাঁরা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুরা গ্রামের মো. নাসির উদ্দিন খানের ছেলে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে করে তিন ভাই খালার বাড়িতে ঈদের উপহার নিয়ে যাচ্ছিলেন। তিন ভাই ঘটনাস্থলেই মারা যান। রাজীব পরিবহনের চালক পালিয়ে গেলেও ওই বাসের সুপারভাইজার সোহেল রানা ও সহযোগী চালককে পুলিশ আটক করেছে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত নিবন্ধ