এ সময়ের আলোচিত ব্যান্ড ও শিল্পীদের নিয়ে আয়োজন করা হচ্ছে ‘মেলোডি অব ম্যাভেরিক্স’ শিরোনামে এক কনসার্টের। যেখানে পারফর্ম করবেন নন্দিত কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার, তরুণ শিল্পী ও আলভী আমির,  আলোচিত সংগীতায়োজক একে রাহুল এবং ভিন্নধর্মী গানের তিন ব্যান্ড মেঘদল, কাকতাল ও সহজিয়া। আগামীকাল বিকেলে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হবে কনসার্টটি। এ আয়োজন করেছে ক্রো প্রোডাকশন।

 আয়োজকরা জানান, সংগীতপ্রেমীদের একেকজনের একেক রকম পছন্দ। কিন্তু বেশির ভাগ কনসার্টে দেখা যায়, কোনো একটি নির্দিষ্ট ঘরানার গান প্রাধান্য পাচ্ছে। সে কারণেই কনসার্ট আয়োজনে ভিন্নতা নিয়ে আসতেই ‘মেলোডি অব ম্যাভেরিক্স’-এর পরিকল্পনা। যেখানে অংশ নেওয়া প্রতিটি শিল্পী ও ব্যান্ডের সংগীতায়োজনে আছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। তাই নির্দিষ্ট কোনো ঘরানার গানের পরিবেশনা থাকছে না এতে। যার সুবাদে কনসার্টের দর্শক-শ্রোতা মেলোডির পাশাপাশি রক, ফিউশনসহ নানা ধরনের গান শোনার সুযোগ পাবেন। আয়োজকরা আরও জানান, আগামীকাল বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হবে এ কনসার্ট। তার আগে বিকেল সাড়ে ৩টায় দর্শকের জন্য অ্যাম্ফিথিয়েটার গেট খুলে দেওয়া হবে। কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত। দর্শক নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে এ আয়োজন উপভোগ করতে পারবেন। 

‘মেলোডি অব ম্যাভেরিক্স’ নিয়ে শিল্পী বাপ্পা মজুমদার বলেন, এ আয়োজনের পরিকল্পনা কিছুটা হলেও অন্যরকম মনে হবে দর্শকদের। কারণ একটাই, এ কনসার্টে থাকছে নানা ধরনের গানের পরিবেশনা। তরুণ আর প্রতিষ্ঠিত শিল্পী ও ব্যান্ডদের নিয়ে এমন আয়োজন কমই চোখে পড়ে। তাই আগামীকালের কনসার্টটি অনেকের প্রত্যাশা পূরণ করবে বলেই আশা করছি। বাপ্পার পাশাপাশি এ আয়োজন নিয়ে আশা প্রকাশ করেছেন  অন্যান্য শিল্পী ও ব্যান্ড সদস্যরা।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কনস র ট কনস র ট

এছাড়াও পড়ুন:

দেশে পাঁচটি রাজ্য সরকার চায় বিএমজেপি

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি দেশকে পাঁচটি রাজ্যে বিভক্ত করে রাজ্য সরকার ব্যবস্থা প্রচলনসহ পাঁচ দফা দাবি তুলে ধরেছে বাংলাদেশ মাইনরিটি পার্টি (বিএমজেপি)। দলটি বলেছে, বাংলাদেশ আয়তনে ছোট হলেও ভূ-রাজনীতির কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। পৃথিবীর কোনো পরাশক্তি বাংলাদেশকে ছোট করে দেখতে পারবে না। সেজন্য প্রতিবেশী দেশসহ সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্কের বিকল্প নেই। অবশ্যই সেই সম্পর্ক হবে সমমর্যাদা ও ন্যায্যতার ভিত্তিতে।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত বিএমজেপি এর সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করা হয়। 

দলটির পাঁচদফা দাবিতে আরও রয়েছে, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ আদর্শ প্রতিষ্ঠা; সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের মৌলিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা; জাতীয় শিক্ষাক্রমের সব পর্যায়ে আধুনিক প্রযুক্তিনির্ভর ও অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলনশীল পাঠ্যপুস্তক প্রণয়ন এবং পাঠদানের কার্যকর ব্যবস্থা গ্রহণ।

নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার পর দলটির পক্ষে আয়োজিত প্রথম এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিএমজেপি সভাপতি সুকৃতি কুমার মণ্ডল। দলকে নিবন্ধন দেওয়ায় অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন ও উচ্চ আদালতকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভয়কে জয় করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বিএমজেপি।

তিনি বলেন, ছাত্রদের গণ-আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে ড. ইউনূস নেতৃত্বাধীন সরকার দেশের সামগ্রিক পরিস্থিতিতে স্থিতিশীলতা নিয়ে এসেছে। এ কাজে সেনাবাহিনী ও পুলিশবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। ৫ আগস্ট পরবর্তী দেশের সার্বিক পরিস্থিতি উত্তরণে বড় রাজনৈতিক দল ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকাও প্রশংসনীয়।
  
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএমজেপি এর মহাসচিব দিলীপ রায়, যুগ্ম মহাসচিব ডা. ফাইজুর রহমান, অ্যাডভোকেট তারক চন্দ্র রায় ও অ্যাডভোকেট সুধীর কুমার সূত্রধর।  

সম্পর্কিত নিবন্ধ