৮৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ২-১ গোলে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্লে-অফের প্রথম লেগে ইত্তিহাদ স্টেডিয়ামে এগিয়ে থাকা ম্যানচেস্টার সিটি ৩-২ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদের কাছে। সেরা ষোলোতে জায়গা নিশ্চিত করতে হলে সান্তিয়াগো বার্নাব্যুতে পাহাড় ডিঙাতে হবে ইংলিশ ক্লাবকে।

বুধবার প্লে-অফের দ্বিতীয় লেগে রিয়ালের বিপক্ষে ম্যাচে নিজেদের সম্ভাবনা ও বাস্তবতা নিয়ে বলতে গিয়ে আশার কথা শোনাননি সিটি কোচ পেপ গার্দিওলা।

‘এই অবস্থায় (৩-২ ব্যবধানে পিছিয়ে) বার্নাব্যুতে জয়ের ব্যবধান সবাই জানে। ম্যাচের আগে যদি জিজ্ঞেস করেন, পরের ধাপে যাওয়ার কত শতাংশ সম্ভাবনা আছে, বলব ১ শতাংশ অথবা জানি না কী বলব।’

গার্দিওলার আশা হারানোর আরেকটি কারণ হলো রিয়ালের মাঠে সিটির অতীত পরিসংখ্যান। চ্যাম্পিয়ন্স লিগে সাত ম্যাচ খেলে কেবল একটিতে জিতেছে ম্যানসিটি। ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে ২-১ গোলের জয় ছাড়া বার্নাব্যুতে ইংলিশ চ্যাম্পিয়নদের সুখকর কোনো স্মৃতি নেই।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোমা’ হামলায় বিএনপি নেতা আহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সন্ত্রাসীদের ‘বোমা’ হামলায় ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ (৩৫) আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার মির্জাপুর মোড়ে হামলাটি হয়।

বিজয়নগর থানার সেকেন্ড অফিসার মনির হোসেন বলেন, ‍“আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ চেক করা হবে। এ ঘটনায় অভিযোগ দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

আরো পড়ুন:

জমি নিয়ে বিরোধে চিত্রনায়িকা দিতির বাড়িতে হামলা, আহত ২

রাজশাহীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, নারী নিহত

আহত এনাম খাঁ ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। 

এনাম খাঁ বলেন, “রাতে মির্জাপুর মোড়ে দলীয় কয়েকজন নেতাকর্মীর সঙ্গে চা পান করছিলাম। এসময় সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে এসে আমাদের সামনে তিনটি বোমা নিক্ষেপ করে চলে যায়। হামলায় আমার হাতের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। বোমার আওয়াজে আমরাসহ আশপাশে থাকা সবাই আতঙ্কিত হয়ে পরি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।”

ঢাকা/মাইনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ