নিউইয়র্কে পুলিশের গুলিতে ৭৯ বছরের বৃদ্ধ নিহত
Published: 19th, February 2025 GMT
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে ৭৯ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬:৪০ টার দিকে বেসাইডের ১১১তম প্রিসিঙ্কট সদর দফতরের সামনে এই ঘটনা ঘটে।
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (NYPD) চিফ অফ প্যাট্রোল ফিলিপ রিভেরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬:৪০ টার দিকে ৭৯ বছর বয়সী ওই ব্যক্তি তার গাড়ি থেকে নেমে ১১১তম প্রিসিঙ্কট সদর দফতর, ৪৫-০৬ ২১৫তম স্ট্রিটের দিকে এগিয়ে যান এবং অফিসারদের সঙ্গে কথা বলা শুরু করেন। কথোপকথনের সময় তিনি বিল্ডিংয়ের ঠিক বাইরে পুলিশের দিকে একটি আগ্নেয়াস্ত্র তাক করেন।
তিনি আরও বলেন, অফিসাররা তাকে অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দেন, তবে তিনি তা অমান্য করেন এবং পুলিশের দিকে বন্দুক তাক করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে চারজন অফিসার গুলি চালান।
পুলিশ জানিয়েছে, বৃদ্ধ ব্যক্তি বুকে একাধিক গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে নিউইয়র্ক-প্রেসবিটারিয়ান-কুইন্স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বৃদ্ধ ব্যক্তির বিরুদ্ধে ১৯৮০-এর দশকের গোড়ার দিকে একটি গ্রেপ্তারের রেকর্ড রয়েছে। তবে তার সাম্প্রতিক অপরাধের কোনো রেকর্ড নেই।
ঘটনাস্থল থেকে একটি লোডেড কোবরা .
এটি ১১১তম প্রিসিঙ্কট স্টেশনহাউসে ছয় বছরের মধ্যে এই দিয়ে দ্বিতীয়বার পুলিশের গুলির ঘটনা ঘটল। ২০১৯ সালের মার্চ মাসে এক ব্যক্তি গাড়ি দুর্ঘটনার পর পুলিশের দিকে ছুরি হাতে তেড়ে গেলে পুলিশ তাকে গুলি করেছিল।
এনওয়াইপিডি জানিয়েছে, এই ঘটনায় জড়িত অফিসারদের বিরুদ্ধে কোনো কর্তব্য লঙ্ঘনের অভিযোগ উঠেছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন উইয র ক ন উইয র ক অফ স র
এছাড়াও পড়ুন:
বাগেরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
বাগেরহাটে বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হয়।
নিহত সিয়াম গাজী মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে। আহতরা হলেন- নিহতের বাবা মজিবর গাজী (৫০), তাদের প্রতিবেশী রশিদ খান (৭৫) ও ইজিবাইক চালক বাপ্পি (৩০)।
স্থানীয়দের বরাত দিয়ে মহেষপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. তোমেজ উদ্দীন বলেন, সিয়াম ও তার বাবা তাদের একজন প্রতিবেশিকে নিয়ে ইজিবাইকে করে পিরোজপুর সদরে তাদের নিকট আত্মীয়ের মরদেহ দেখতে যাচ্ছিলেন। বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক অর্থাৎ পিরোজপুর থেকে বাগেরহাটের দিকে আশা একটি যাত্রীবাহী বাসের ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ চারজন গুরুতর আহত হয়। এর মধ্যে সিয়াম গাজী নামের একজনকে হাসপাতালে নেওয়ার পরে মারা যান। অন্যরা বাগেরহাট ২৫০ শয্যা জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা বলেন, রাস্তার পাশে একটি ট্রাক রাখা ছিল। যার ফলে ইজিবাইক এবং যাত্রীবাহী বাস কেউ কাউকে দেখতে পায়নি। যানবাহন দুটি ট্রাকটিকে পাশ কাটিয়ে সড়ক অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।