স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে স্ত্রী সড়কে, ট্রাকের চাপায় মৃত্যু
Published: 19th, February 2025 GMT
স্বামী অনুপ কুমার সান্যালের সঙ্গে মোটরসাইকেলে রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিলেন শিউলি সান্যাল (৪৫)। পথে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন শিউলি। গতকাল মঙ্গলবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার প্রেমের বটতলা এলাকায় বালিয়াকান্দি-রাজবাড়ী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শিউলি কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের হাটগ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বলেন, গতকাল বিকেল ৪টার দিকে হাটগ্রামের বাড়ি থেকে অনুপের সঙ্গে মোটরসাইকেলে রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিলেন শিউলি। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালিয়াকান্দিগামী পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে সড়কের ওপর পড়েন শিউলি। ট্রাকের পেছনের একটি চাকা তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। পরে স্থানীয় কয়েকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান অনুপ।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান আজ বুধবার সকালে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ সময় ট্রাকটিকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় গতকাল রাতেই সদর হাসপাতাল থেকে স্বজনদের কাছে শিউলির লাশ বুঝিয়ে দেওয়া হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ
নির্বাচনি রোডম্যাপের দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হবে। এতে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট করে জানতে চাওয়া হবে, কবে নাগাদ নির্বাচন হবে এবং নির্বাচনের রোডম্যাপ বা পথনকশা কবে ঘোষণা করা হবে। উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট হতে না পারলে বিএনপি রাজপথের কর্মসূচিতে যেতে পারে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। সেখানে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নির্বাচন নিয়ে অধ্যাপক ইউনূস একাধিকবার বলেছেন, আগামী নির্বাচন এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে বিএনপি জোর দিয়ে বলছে, সরকারকে আরো সুনির্দিষ্ট করে বলতে হবে।
ফেব্রুয়ারির শুরুতে বিএনপি নেতারা বলেছিলেন, প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তবে দলটির নেতারা এখন মনে করছেন, সরকার তার অবস্থান পরিবর্তন করেছে।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি।
বিএনপির মিত্র রাজনৈতিক দলগুলোও দ্রুত নির্বাচনের পক্ষে। তবে, জামায়াতে ইসলামী প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন চায়।
আর জুলাই-অগাস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চায় জাতীয় সংসদ নির্বাচনের আগে সংস্কারের রোডম্যাপ ও গণপরিষদ নির্বাচন।
ঢাকা/হাসান/ইভা