চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ কোন দল? সবার আগে যে নামটা উঠে আসে—পাকিস্তান। কিন্তু ভারতের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান দিনেশ কার্তিক তা মনে করেন না। খেলা ছাড়ার পর ধারাভাষ্যে মনোযোগ দেওয়া কার্তিকের চোখে এবার চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে ভারতের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

আরও পড়ুন২৯ বছর আর ৫৬ আসর পর পাকিস্তানে আইসিসি টুর্নামেন্ট৩ ঘণ্টা আগে

চ্যাম্পিয়নস ট্রফিতে এবার ‘এ’ গ্রুপে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ভারতের হয়ে ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফিজয়ী কার্তিক মনে করেন, নিউজিল্যান্ড সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলছে। আর একাধিক দলের টুর্নামেন্টে নিউজিল্যান্ড সব সময়ই ভারতকে সমস্যায় ফেলেছে।

ক্রিকবাজের একটি শোতে কার্তিক এ নিয়ে বলেছেন, ‘আমার মনে হয় “এ” গ্রুপে ভারতের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড। তারা খুব ভালো ক্রিকেট খেলছে। আমরা এটাও জানি, একাধিক দলের টুর্নামেন্টে তারা ধারাবাহিকভাবে সমস্যা তৈরি করেছে।’ নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান কেইন উইলিয়ামসনকেই এই পথে সবচেয়ে বড় ‘কাঁটা’ বলে মনে করেন কার্তিক, ‘কেইন উইলিয়ামসনের উইকেটই নিউজিল্যান্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, সে চাপে সব সময় ভালো খেলে। তাই উইলিয়ামসনের উইকেটটাই হবে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ভারতের সাবেক ক্রিকেটার দিনেশ কার্তিক.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সবচ য়

এছাড়াও পড়ুন:

হাতিয়ায় হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে এসসিপির পাঁচ-ছয়জন সমর্থক আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। 

আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। 

হান্নান মাসউদের অভিযোগ, স্থানীয় বিএনপি নামধারী কিছু লোকের নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে রাত সাড়ে আটটা থেকে জাহাজমারা বাজারে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন এনসিপির কর্মী-সমর্থকেরা। রাত সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলছিল।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ