আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডেপুটি চিফ ফিন্যান্সিয়াল অফিসার (এসভিপি-ইভিপি) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৮ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০১ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি

পদের নাম: ডেপুটি চিফ ফিন্যান্সিয়াল অফিসার (এসভিপি-ইভিপি)

পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: কর্পোরেট গভর্নেন্স এবং ইসলামিক শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং, আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান, আন্তর্জাতিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, কোম্পানি আইন, ব্যাংকিং কোম্পানি আইন, আয়কর অধ্যাদেশ, ভ্যাট আইন, বাংলাদেশ ব্যাংকের আইন ও নির্দেশিকা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশিকা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং অন্যান্য সংশ্লিষ্ট আইন সম্পর্কিত জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০১ মার্চ ২০২৫

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চ কর ইসল ম

এছাড়াও পড়ুন:

হবিগঞ্জে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত, আহত ৫

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনখর এলাকায় এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি ট্রাক মাধবপুর উপজেলার বাখরনখর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। গুরুতর আহত পাঁচজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠনো হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুলাহ আল মামুন আজ সকালে বলেন, পিকআপ ভ্যানে বাসাবাড়ির মালামালসহ ১০ থেকে ১২ জন যাত্রী ছিলেন। তাঁরাই হতাহত হয়েছেন। চারটি লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। আর দুর্ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে গেছেন চালক।

সম্পর্কিত নিবন্ধ