চিত্রনায়িকা পরীমনির সঙ্গে তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের গুঞ্জনের মধ্যে নতুন করে ‘ঘি ঢাললেন’ নায়িকা নিজেই।        

সোমবার প্রকাশ পেয়েছে শেখ সাদীর গাওয়া নতুন গান ‘মনে নাই দয়া’। এই গানটি পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন। ভালোবাসার ইমোজি দিয়ে ছোট একটি ক্যাপশনও দিয়েছেন।

পরীমনির সেই ফেসবুক পোস্টে একজন মন্তব্য করেছেন, এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’টা না দিলেও হতো, পরী। সেই মন্তব্যের উত্তরে পরীমনি লিখেছেন, ‘কেবল তো শুরু। সারাজীবনই দেব।’ 

পরীমনির পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দিয়েছেন শেখ সাদী। এমন ইমোজিতে সন্তুষ্ট হননি পরীমনি, তা মন্তব্যে বোঝা গেছে। পাল্টা মন্তব্যে তিনি লিখেছেন, ‘লাল লাগবে আমার।’

ছয় বছর আগে ‘ললনা’ শিরোনামের গান প্রকাশ করে নিজের কথা জানান দিয়েছিলেন তরুণ গায়ক শেখ সাদী। এরপর যথা বিরতিতে নিজের ইউটিউব প্ল্যাটফর্মে গান প্রকাশ করতে থাকেন। 

শেখ সাদী সম্প্রতি পরীমনির মামলায় জামিনদার হয়ে নতুন করে আলোচনায় এসেছেন। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ 

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। মূল ভর্তি পরীক্ষা ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা রুয়েট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইট থেকে জানা গেছে, আগামী ৮ মার্চ থেকে ১৫ মার্চের মধ্যে ভর্তি সংক্রান্ত ফর্ম অনলাইনে পুরণ ও বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে। আগামী ১৯ মার্চ রুয়েটে সশরীরে উপস্থিত হয়ে ভর্তির প্রাথমিক কার্যাদি সম্পন্ন করতে হবে।

ফলাফলসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে বলেছে রুয়েট প্রশাসন।

রুয়েট ভর্তি পরিক্ষায় আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১৯ হাজার ৯১৫ জন শিক্ষার্থী গত ৮ ফেব্রুয়ারি  তিন শিফটে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করেন। গত ১০ ফেব্রুয়ারি ভর্তির প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রাক্‌-নির্বাচনী পরীক্ষায় তিন শিফটে ৮ হাজার ২ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়।

নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ৭ হাজার ৯৩০ জন ভর্তি-ইচ্ছুক চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়টি প্রকৌশল গুচ্ছের অধীনে পরীক্ষা নিলেও এবার নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়া হয়েছে। রুয়েটের ভর্তি পরীক্ষায় এবার রেকর্ড পরিমাণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ বছর রুয়েটে ১ হাজার ২৩৫ আসনের বিপরীতে লড়েছেন ১৯ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে লড়েছেন ১৭ জন শিক্ষার্থী।

ঢাকা/মাহাফুজ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ