বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের দুই ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়েছে বলে জানিয়েছে ভ্যাটিকান। তার শারীরিক অবস্থা এখনো জটিল।

৮৮ বছর বয়সী এই ধর্মগুরু এক সপ্তাহের বেশি সময় ধরে শ্বাসনালির প্রদাহে ভুগছিলেন। গত শুক্রবার তাঁকে রোমের জেমেল্লি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ভ্যাটিকান জানিয়েছে, গতকাল মঙ্গলবার বিকেলে পোপের বুকের সিটি স্ক্যানে দুই পাশেই নিউমোনিয়ার সূত্রপাত দেখা গেছে। এ জন্য তাঁর অতিরিক্ত ওষুধ থেরাপি প্রয়োজন। ল্যাব পরীক্ষা, বুকের এক্স-রে এবং পোপের স্বাস্থ্যের অবস্থা একটি জটিল চিত্র তুলে ধরেছে।

তবে পোপ মানসিকভাবে ভালো আছেন বলে জানিয়েছে ভ্যাটিকান। গতকাল তিনি বই পড়ে, প্রার্থনা করে ও বিশ্রাম নিয়ে দিন কাটিয়েছেন।

পোপ ফ্রান্সিস শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাঁর জন্য প্রার্থনা করতে বলেছেন।

গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেশ কয়েক দিন ধরে ব্রঙ্কাইটিসের লক্ষণ ছিল পোপের শরীরে। তিনি বিভিন্ন অনুষ্ঠানে তাঁর তৈরি করা বক্তব্য পড়ার জন্য কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছেন।

চলতি বছর ক্যাথলিক বর্ষের জন্য সপ্তাহান্তে বেশ কয়েকটি অনুষ্ঠানের নেতৃত্ব দেওয়ার কথা ছিল পোপের। ক্যাথলিক বর্ষ আগামী জানুয়ারি পর্যন্ত চলবে। তবে আগামী রোববার পর্যন্ত তাঁর সব পাবলিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালনকালে পোপ ফ্রান্সিস বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। ২১ বছর বয়সে তাঁর একটি ফুসফুসের অংশ কেটে ফেলতে হয়েছিল।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকের ধাক্কায় মহিউদ্দিন (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বলুহর মৎস্য হ্যাচারি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত মহিউদ্দিন রাজাপুর গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে। তিনি রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিউদ্দিন কোটচাঁদপুর বাজার থেকে মোটরসাইকেলে রাজাপুরের নিজ বাসায় ফিরছিলেন। বলুহর মৎস্য হ্যাচারি এলাকায় সাবদারপুর থেকে কোটচাঁদপুরগামী একটি কলা বোঝাই ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন মহিউদ্দিন। এলাকাবাসী তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

সাভারে ২টি সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ 

কাশিয়ানীতে দুই বাসের সংঘর্ষে নিহত ২

কোটচাঁদপুর মডেল থানার ওসি কবীর হোসেন মাতুব্বর বলেন, “ঘটনা শুনেছি। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ