নরসিংদীর বেলাব উপজেলায় একটি সেতুর নিচ থেকে কাদামাখা অবস্থায় এক নারীর (৫৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার খামারের চর সেতুর নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ওই নারী রায়পুরার বাসিন্দা। স্বজনদের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ও মৃগীরোগে আক্রান্ত ছিলেন। প্রায় ২০ বছর ধরে বাড়িতে না থেকে পথে পথে ঘুরে বেড়াতেন।

পুলিশ, স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ঘটনাস্থলে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় তাঁর শরীরে কোনো কাপড়চোপড় ছিল না এবং কাদামাখা ছিল। পরে খবর পেয়ে সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ওই নারীকে শনাক্ত করেন স্থানীয় ব্যক্তিরা। পরে তাঁর ভাই ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। রাতেই সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওই নারীর ভাইয়ের ভাষ্য, ছোটবেলা থেকেই তাঁর বোন মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় ২০ বছর ধরে বাড়িতে থাকতেন না, পথে পথে ঘুরে বেড়াতেন। তাঁর মৃগীরোগ ছিল। ধারণা করা হচ্ছে, কাদাপানিতে নেমে তাঁর বোন মৃগীরোগে আক্রান্ত হন। এরপর আর ওপরে উঠে আসতে পারেননি।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে, ওই নারী হত্যাকাণ্ডের শিকার হননি। প্রাথমিকভাবে তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ নেই। মৃত্যুর কারণ ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ওই ন র

এছাড়াও পড়ুন:

বালু লুট ও সালিশের নামে অন্যায় করতে দেওয়া হবে না: বাবুল

ফরিদপুরের সদরপুরবাসীদের উদ্দেশে কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আমি আপনাদের সঙ্গে কমিটমেন্ট করলাম, আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আপনাদের পাশে থাকব। বালু লুট, সালিশের নামে টাকা হরিলুট, অন্যায়-অত্যাচার-জুলুম করতে দেওয়া হবে না। আমি এখানে জোর করে আসি নাই, দলের সিদ্ধান্তে এসেছি।

শনিবার বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা মাঠে কৃষক দলের আয়োজিত ‘কৃষক সমাবেশে’ এসব কথা বলেন তিনি।

বাবুল বলেন, সদরপুরের সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক। সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পাশেই আমার বাড়ি। আমি রাজনীতি করি আটত্রিশ বছর ধরে। অনেক চড়াই উতরাই করে একটা গেরস্ত মধ্যবিত্ত পরিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে ছাত্রদল করে করে জীবনের ঝুঁকি নিয়ে আজ এ পর্যন্ত এসেছি।

তিনি বলেন, ১৩৮টি মামলা, রক্ত ঝরাইছি বার বার, কারাগারে গেছি বহুবার। আমি এইখানে বানরের নাচ খেলাইতে আসি নাই।  

সদরপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. ফজলুর রহমান বাবুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। 

তিনি বলেন, দলের সিদ্ধান্তে আমি (ফরিদপুর-৪)আপনাদের হাতে শহিদুল ইসলাম বাবুলকে তুলে দিলাম। তিনি আপনার এলাকায় কাজ করবেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিশেষ অতিথি মহিলা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিম, সদরপুর উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুজ্জামান বদু, সদরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (কমিটি স্থগিত) তরিকুল ইসলাম কবির মোল্যা, সদরপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আসাদ মৃধা, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

সম্পর্কিত নিবন্ধ