শিশুশিল্পী হিসেবে ভারতীয় বাংলা সিনেমায় পা রাখেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার ৬ বছর পরই নায়িকা হিসেবে পর্দা কাঁপান। কেবল তাই নয়, মাত্র ১৬ বছর বয়সে মা হন। শ্রাবন্তীর জীবনে সবকিছুই যেন অতি দ্রুত ঘটেছে। ফলে বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন এই অভিনেত্রী।

অল্প বয়সে মা হয়েছেন, সংসার ভেঙেছে, তারপরও অভিনয় ছাড়েননি শ্রাবন্তী চ্যাটার্জি। স্বাভাবিক কারণে তার এই জার্নি সহজ নয়। তবে শ্রাবন্তী স্বাভাবিকভাবেই দেখেন। তার ভাষায়, “আমি তো ভাগ্যবান যে অল্প বয়সে মা হয়েছি। আমার ছেলের সঙ্গেই আমি বড় হয়েছি। ১৬ বছর বয়সে মা হয়েছি। তখন দশম থেকে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছি। আজ আমার ছেলে আর আমি বন্ধু, ভাইবোন। এখন ও আমার অভিভাবক। আমি ওকে ‘রয়েল বেঙ্গল টাইগার’ নাম দিয়েছি। এত শাসন করে আমাকে! আমাকে বলে, ‘তোমার মধ্যে কোনো দিন পরিণতবোধ আসবে না! শিশুই থেকে যাবে!’ আমি বলি, আমার এ রকমই ভালো লাগে।”

একাধিক বিয়ে, ছেলেকে বড় করা, পরিবারের দায়িত্ব, সমাজের কটাক্ষ— সব্যসাচীর মতো সব সামলে সামনে এগিয়ে যাচ্ছেন শ্রাবন্তী। এই লড়াইয়ের বিষয়ে তিনি বলেন, “আমি লড়াই করে এগিয়ে যাচ্ছি। লড়াই করতে আমার ভালো লাগে।”

আরো পড়ুন:

‘মেকআপ ছাড়া শ্রাবন্তীর মতো সুন্দরী ইন্ডাস্ট্রিতে খুবই কম’

নাইট ক্লাবে শ্রাবন্তী-স্বস্তিকা-সোহিনীর নাচ, ভিডিও ভাইরাল

মানুষের সহ্য ক্ষমতা নিয়ে বিরোধ থাকলেও কখনো কখনো ক্লান্ত হয়ে পড়েন। শ্রাবন্তী কী তার জীবন নিয়ে কখনো ক্লান্তি অনুভব করেন? সত্যিটা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “মাঝেমাঝে ভেঙে পড়ি, তবে তা কাছের মানুষদের সামনে। তারপর নিজেকে সামলে নিই। আমি ভীষণ অনুভূতিপ্রবণ মানুষ। ভেঙে পড়েও নিজেকেই বোঝাই, ‘উঠে দাঁড়াতেই হবে। নিজেকে শক্ত রাখতে হবে।’ না হলে এত বড় রাজত্ব চালাব কীভাবে! মা-বাবা রয়েছেন, আমিই তো খুঁটি আমার পরিবারের।”

গত কয়েক বছরে অনেকের সঙ্গে নাম জড়িয়েছে শ্রাবন্তী চ্যাটার্জির। এ নিয়ে সমালোচনা কম হয়নি। এখন কি কারো সঙ্গে সম্পর্কে রয়েছেন? শ্রাবন্তীর জবাব, “প্রেমে তো থাকিই। কিন্তু সমস্যাটা হচ্ছে, সবাই ভবিষ্যৎ ভাবতে শুরু করে দেয়। আমার একটু সময় লাগে সব কিছুতে। প্রত্যেকের বাঁচার অধিকার রয়েছে। সে কিসে ভালো থাকবে, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। তা না, তিন-চারটে বিয়ে, সমাজের কত চোখরাঙানি! আমার কিচ্ছু আসে-যায় না!”

শ্রাবন্তীর তৃতীয় বিয়ের আনুষ্ঠানিক বিচ্ছেদ এখনো হয়নি। তবে অনেক বছর ধরে আলাদা থাকছেন তারা। বিয়েবিচ্ছেদের মামলা আদালতে চলমান। ব্যক্তিগত জীবন নতুন করে গোছানোর পরিকল্পনা কি করেছেন? এ বিষয়ে ৩৪ বছরের শ্রাবন্তী বলেন, “আপাতত সে রকম কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে করব কি না বলতে পারছি না। জীবন উপভোগ করছি।”

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ র বন ত চ য ট র জ শ র বন ত র

এছাড়াও পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট ফান্ড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৩ থেকে ২৭ মার্চ) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্য মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় মিউচুয়াল ফান্ডটির ইউনিট ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (২৯ মার্চ) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে মিউচুয়াল ফান্ডটির ইউনিট দর বেড়েছে ১৮.৪২ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে ফান্ডটির ইউনিটের সমাপনী মূল্য ছিল ৩.৮০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে ফান্ডটির ইউনিটের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৪.৫০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফার্স্ট ফাইন্যান্সের ১৪.৭১ শতাংশ, বেক্সিমকো ফার্মার ১৩.৬৫ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ডের ১২.১২ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ১০.২৬ শতাংশ, শ্যামপুর সুগারের ১০.১৯ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৯.৫৭ শতাংশ, জনতা ব্যাংক ফার্স্ট ফান্ডের ৯.৩৮ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৯.৩১ শতাংশ ও সিভিও পেট্রো কেমিক্যালের ৯.০২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

ঢাকা/এনটি/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ