মেয়ের ধর্ষণচেষ্টার ঘটনা জেনে মায়ের বিষপান
Published: 19th, February 2025 GMT
শেরপুরের ঝিনাইগাতীতে কিশোরী (১৪) মেয়েকে ধর্ষণচেষ্টার ঘটনা জানতে পেরে তার মা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন স্বজনেরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাংশা ইউনিয়নে এই ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়। ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযুক্তের নাম মো.
পুলিশ ও ওই নারীর স্বামীর সঙ্গে কথা বলে জানা যায়, গত শুক্রবার দুপুরে কিশোরী তার ৩-৪ জন বান্ধবীর সঙ্গে ঝিনাইগাতীর গজনী অবকাশকেন্দ্রে বেড়াতে যায়। সেখানে ওই কিশোরীর সঙ্গে পূর্বপরিচিত মো. ইলিয়াছের দেখা হয়। একপর্যায়ে ইলিয়াছ তার দুই সহযোগীর সহায়তায় কিশোরীটিকে অবকাশকেন্দ্রের জঙ্গলের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে কিশোরীটিকে উদ্ধার করেন এবং বাড়িতে পৌঁছে দেন। গতকাল দুপুরে মেয়ের ধর্ষণচেষ্টার ঘটনা জানতে পারেন তার মা। বিকেলে সবার অগোচরে তিনি বাড়ির অদূরে গারো পাহাড়ে যান এবং সেখানে বিষপান করেন। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন এবং অচেতন অবস্থায় গারো পাহাড়ে পড়ে থাকতে দেখেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-আমিন বলেন, ‘‘কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রক্রিয়া চলছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। ইলিয়াছ ও তার সহযোগীদের আটকের চেষ্টা চলছে।’’
ঢাকা/তারিকুল/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহে ক্লাস বর্জন করে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, ‘কমপ্লিট শাটডাউনের’ হুঁশিয়ারি
ম্যাটস শিক্ষার্থীদের অযৌক্তিক চার দফা দাবির বিরুদ্ধে ময়মনসিংহে ক্লাস বর্জন করে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ চত্বরে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ও কমিউনিটি বেজড মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা জানান, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যা সমাধানে একটি মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন। পাঁচ দফা দাবি স্বাস্থ্য খাতে একটি বিপ্লব ঘটাতে পারে। দাবিগুলো বাস্তবায়িত হলে একদিকে যেমন স্বাস্থ্য খাতের অব্যবস্থা ও অনিশ্চয়তা দূর হবে, তেমনি অন্যদিকে রোগী ও সাধারণ মানুষ উপকৃত হবে।
আন্দোলনরত শিক্ষার্থী জুয়েল রানা বলেন, ‘পাঁচ দফা দাবিতে দেশের বেশ কিছু মেডিকেল কলেজে কয়েক দিন ধরে আন্দোলন চলছে। শান্তিপূর্ণভাবে আন্দোলন চললেও কর্তৃপক্ষ নির্বিকার রয়েছে। তারা আমাদের দাবি পূরণের কোনো লক্ষণ দেখাচ্ছে না। তাদের এই উদাসীনতায় আমরা ক্ষুব্ধ। আমরা মনে করি, তারা আমাদের দাবিগুলোতে গুরুত্ব দিচ্ছে না।’
শিক্ষার্থী শাওরিন ইসলাম বলেন, ‘আমরা এত কষ্ট করে পড়ছি; কিন্তু এসএসসি পাস করে ম্যাটসের শিক্ষার্থীরা ডাক্তার সেজে বসে। এসব নৈরাজ্য বন্ধ করতে হবে। আমাদের কেন কর্মসূচি দিতে হবে, রাষ্ট্র কেন অবিবেচকের মতো আজগুবি সিদ্ধান্ত নেয়।’
আরও পড়ুন৫ দফা দাবিতে রংপুরের মেডিকেল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’, সড়ক অবরোধ২২ ফেব্রুয়ারি ২০২৫ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী হারুন অর রশিদ বলেন, ‘দীর্ঘদিন ধরে বিভিন্ন মেডিকেলে ম্যাটসদের ডাক্তার পদবি ব্যবহার নিয়ে আন্দোলন সংগ্রাম করে এলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাই সারা বাংলাদেশের মেডিকেল কলেজগুলোর সঙ্গে একমত হয়ে আমরা আজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ প্রাঙ্গণে সমবেত হয়েছি। আমাদের যৌক্তিক পাঁচ দফা দাবি না মানা পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না। দাবি শিগগিরই না মানলে কাল থেকে হাসপাতাল ও ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন করতে বাধ্য হব।’
বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন।