বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড একাধিক পদে জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ৬ ক্যাটাগরির পদে ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: অপস অ্যাসিস্ট্যান্ট রুট অ্যান্ড ফুয়েল

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার ফলাফলে প্রতিটিতে কমপক্ষে জিপিএ–৫ (৫-এর মধ্যে) থাকতে হবে। স্নাতক ডিগ্রির ক্ষেত্রে কমপক্ষে সিজিপিএ–২.

৫ (৪-এর মধ্যে) থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। ইংরেজি কথোপকথনে পারদর্শী হতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বয়স: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর

বেতন স্কেল: ১৫,‍৯০০-৩৮,৪০০ টাকা

২. পদের নাম: ওয়ার্ক সুপারভাইজার (সিভিল)

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলে কমপক্ষে জিপিএ–৩ (৫-এর মধ্যে) এবং ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে কমপক্ষে সিজিপিএ–২.৮ (৪–এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে ‘সি’ থাকতে হবে। কম্পিউটারে জ্ঞান অবশ্যই থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বয়স: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর

বেতন স্কেল: ১৫,‍৯০০-৩৮,৪০০ টাকা

৩. পদের নাম: সিনিয়র ফার্মাসিস্ট/স্টোর/বিল সহকারী

পদসংখ্যা: ১

যোগ্যতা: কমপক্ষে এসএসসি (বিজ্ঞান) পাস। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে ফার্মাসিতে ন্যূনতম তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে।

বয়স: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর

বেতন স্কেল: ১৫,‍৯০০-৩৮,৪০০ টাকা

৪. পদের নাম: জুনিয়র ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা:

যোগ্যতা: এসএসসি পাস। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যালে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিশিয়ান হিসেবে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৫. পদের নাম: প্লাম্বার

পদসংখ্যা:

যোগ্যতা: এসএসসি পাস। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্লাম্বিংয়ের সনদ থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে প্লাম্বার হিসেবে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

আরও পড়ুনবিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, পদ ১৫২০১ ফেব্রুয়ারি ২০২৫৬. পদের নাম: কার্পেন্টার

পদসংখ্যা: ১

যোগ্যতা: এসএসসি পাস। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কার্পেন্টারের সনদ থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে কার্পেন্টার হিসেবে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

চাকরির ধরন

নির্বাচিত প্রার্থীরা প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিক্তিক নিয়োগ প্রাপ্ত হবেন। সন্তোষজনক তিন বছর চুক্তিভিক্তিক চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। নিয়োগ বিজ্ঞপ্তি সূত্র: ৩০.৩৪.০০০০.০৭৩.২৯.০০০.২৩/৯৪ তারিখ ১৭ এপ্রিল ২০২৩–এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে এসব পদে যেসব প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছিলেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

আরও পড়ুনপিএসসির নন-ক্যাডারে আবার বিশাল নিয়োগ, ৯ম, ১০ম ও ১২তম গ্রেডে পদ ১,৭২২১৫ ফেব্রুয়ারি ২০২৫আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ৪ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, বিকেল পাঁচটা পর্যন্ত।

আরও পড়ুনপ্রাণিসম্পদ অধিদপ্তরে পুন:নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ৬৩৮১০ ফেব্রুয়ারি ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ১৮ ফ ব র য় র ২০২৫ ত র খ ত ন বছর র পদ র ন ম পদস খ য কমপক ষ য গ যত

এছাড়াও পড়ুন:

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন, লাশ রেখে এসএসসি পরীক্ষার কেন্দ্রে মেয়ে

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা ও মারধরে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে নগরের তালাইমারী শহীদ মিনার এলাকায় তাঁর ওপর হামলা হয়। মেয়েটি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। বাবার লাশ রেখে আজ বৃহস্পতিবার সকালে সে পরীক্ষার কেন্দ্রে যায়।

নিহত আকরাম আলী (৪৫) নগরের তালাইমারী শহীদ মিনার এলাকার মৃত আজদার আলীর ছেলে। তিনি পেশায় বাসচালক এবং রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সদস্য। ওই ঘটনায় আজ বৃহস্পতিবার নগরের বোয়ালিয়া মডেল থানায় তাঁর ছেলে হাসান ইমাম হত্যা মামলা করেছেন। এতে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার–পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন তালাইমারী শহীদ মিনার এলাকার কালু মিয়ার ছেলে মো. নান্টু (২৮), মৃত রতন মিয়ার ছেলে মো. বিশাল (২৮), মৃত আবদুস সাত্তারের ছেলে খোকন মিয়া (২৮), মো. শাহীনের ছেলে তাসিন হোসেন (২৫), মো. অমি (২০), মো. নাহিদ (২৫) ও মো. শিশির (২০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি আসামি নান্টু তাঁর স্ত্রীকে মারধর করেন। এর প্রতিবাদ করেছিলেন আকরাম। ওই নারী আকরামের স্ত্রীর আত্মীয়। এতে ক্ষিপ্ত হন নান্টু। তিনি আকরামের মেয়ে ও ছেলেকে ক্ষতি করার হুমকি দেন। এর পর থেকে নান্টু বখাটেদের দিয়ে আকরাম আলীর মেয়ে রাকিয়াকে উত্ত্যক্ত করাতেন। গতকাল নান্টু নিজেই তাকে গালিগালাজ করেন। আকরাম এ বিষয়ে নান্টুর মা–বাবার কাছে নালিশ করেন। পরে রাত ১০টার দিকে নান্টু ও তাঁর সহযোগীরা নগরের তালাইমারী শহীদ মিনার এলাকায় আকরাম ও তাঁর ছেলে হাসান ইমামের ওপর হামলা করেন। ইটের আঘাতে গুরুতর জখম হন আকরাম। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ১১টার দিকে তিনি সেখানে মারা যান।

১০ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। আজ ছিল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। নিহত আকরাম আলীর মেয়ে রাকিয়া আলফি রাজশাহী শিরোইল উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। সে রাজশাহীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাঁদের শিক্ষার্থী রাকিয়া আলফির বাবাকে মারধর করে মেরে ফেলা হয়েছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

নিহত আকরাম আলীর স্ত্রী মুক্তি বেগম বলেন, নান্টু মাঝেমধ্যেই স্ত্রীকে প্রকাশ্যে মারধর করেন। কিছুদিন আগে মারধর করার সময় তাঁর স্বামী ওই গৃহবধূকে রক্ষা করতে যান। এতে নান্টুর গায়ে সামান্য আঘাত লাগে। তখন থেকে সে ক্ষিপ্ত ছিল, মেয়েকে উক্ত্যক্ত করত। এর প্রতিবাদ করায় তাঁর স্বামীকে খুন করা হয়েছে।

মুক্তি বেগম কান্নারত অবস্থায় বলেন, ‘বাবার লাশ রেখে কেউ পরীক্ষা দিতে যেতে চায়? মেয়েটা কান্নাকাটি করে পরীক্ষা দিতে গেল। হত্যাকারীদের যেন ফাঁসি হয়।’

এ ব্যাপারে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন বলেন, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা করেছেন। দ্রুতই আসামিদের গ্রেপ্তার করা হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • ফেনীতে কালবৈশাখীতে লন্ডভন্ড লোকজ মেলার মাঠ
  • দুচোখ ভরা স্বপ্ন নিয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে দৃষ্টিহীন মহির
  • তিন দাবি পূরণ হলেই আগামী রোজার আগে নির্বাচন হতে পারে: জামায়াতের আমির
  • উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন, লাশ রেখে এসএসসি পরীক্ষার কেন্দ্রে মেয়ে
  • বিএসএমএমইউয়ে নার্সিং ভর্তি, হতে হবে অবিবাহিত, ২০২১–এ এসএসসি হলেও আবেদন
  • ডিএনসিসিতে ১৫৮ পদে নিয়োগে আবার বিজ্ঞপ্তি
  • মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার ইঙ্গিত এনসিপির 
  • নির্বাচনের সময়সীমা নিয়ে অস্পষ্টতা কতটা কাটল
  • গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়ালো
  • গাজায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত