Prothomalo:
2025-04-02@09:45:15 GMT

বাংলা বানানের সংকট কোথায়

Published: 19th, February 2025 GMT

লিখতে গেলেই বানান নিয়ে সংকটে পড়তে হয়। ‘সংকট’ লিখব, নাকি ‘সঙ্কট’ লিখব দেখে নিতে হয়। ‘হলো’ লিখতে শেষে ও-কার হবে কি না, অভিধান খুঁজে দেখতে হয়। ‘তরী’ বা ‘তীর’ বানানে হ্রস্ব ই-কার হয়ে গেছে কি না, কাউকে জিজ্ঞাসা করতে হয়।

আসলে চারদিকে নানা রকম বানান দেখতে দেখতে কোনটা যে তার প্রমিত রূপ, তা নিয়ে দ্বিধায় পড়তে হয়। অথচ বানান নিয়ে এত সমস্যা হওয়ার কথা ছিল না। এই সংকট তৈরি হওয়ার পেছনে দায় রয়েছে বাংলা একাডেমির। বানান সংস্কারে যাঁরা কাজ করেছেন, তাঁরা বানানের ইতিহাস ও পরম্পরাকে বিবেচনায় নেননি। মোটাদাগে তাঁরা বানানের নিয়ম প্রতিষ্ঠা করতে চেয়েছেন, নিয়মের অধীনে বানানকে আনতে চেয়েছেন। যে কারণে বাংলা একাডেমির বানান-পুস্তিকার নাম দিয়েছেন প্রমিত বাংলা বানানের নিয়ম।

বানান যে কোনো নিয়ম মেনে চলে না, এটা কে কাকে বোঝাবে। এমনকি ভাষা ব্যবহারকারী নিয়ম মেনেও বানান লেখেন না। অথচ এই সূত্র ধরে বানানের নিয়মের ওপর অনেক বই বাজারে এসেছে। সেসব বই কিনে কৌতূহলী পাঠক বানানের নিয়মও মুখস্থ করেছেন; কিন্তু নিজের দ্বিধা কাটাতে পারেননি। বানানে নিয়ম প্রতিষ্ঠা করতে গেলেই যে সংকট তৈরি হয়, সেটি কেউ বুঝতেই চান না। ১৯৩৫ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে যে বানান সংস্কার কমিটি করা হয়েছিল, তার উদ্দেশ্য ছিল—বানানে বিকল্প বর্জন, বানানের নিয়ম প্রণয়ন করা নয়।

একই শব্দের একাধিক বানান থাকলে লিখতে গেলে সংকটে পড়তে হয়। তাই একটি রূপকে প্রামাণ্য হিসেবে নির্ধারণ করার দরকার হয়। এই কাজ করতে হয় পণ্ডিতদের নিয়ে। এটি জনমত জরিপের মতো সম্মিলিত কোনো কাজ নয়। তবে ভাষার অন্য ক্ষেত্রের মতো বানানের ক্ষেত্রেও বৃহত্তর মানুষের প্রবণতাকে অগ্রাহ্য করার উপায় নেই। ১৯৭৯ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় ‘ভাষার গতির স্বাভাবিক ধারার সঙ্গে সংগতি’ রেখে নতুন করে বানান সংস্কারের উদ্যোগ নিয়েছিল। তখন প্রায় ২০০ ব্যক্তির কাছে বানান বিষয়ে অভিমত জানার জন্য একটি প্রশ্নমালা পাঠানো হয়। সেই কাজ অবশ্য শেষ হতে পারেনি। হলেও যে বানান সুস্থির হতে পারত, তা নয়।

১৯৯২ সালে বাংলা একাডেমির উদ্যোগে যে বানান সংস্কার করা হয়, সেটি নানা কারণে জনপ্রিয় হয়। এর আগে পাঠ্যবইয়ের বানান একই রকম রাখার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ১৯৮৮ সালে বিদ্বজ্জনদের নিয়ে কর্মশালা করে সিদ্ধান্ত নিয়েছিল। পরে তারাও বাংলা একাডেমির বানান মান্য করার সিদ্ধান্ত নেয়। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান মূলত বাংলা একাডেমির বানানকেই অনুসরণ করে। বানানে সমরূপ বিধানের জন্য এটি না করে উপায়ও ছিল না।

কিন্তু গত এক-দেড় দশকের মধ্যে বাংলা একাডেমির উদ্যোগে এমন কিছু বানান প্রস্তাব করা হয়েছে, যা বিকল্প তৈরি করেছে। ফলস্বরূপ, জনমানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ ও আলোড়ন তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে লিখতে থাকা ‘ঈদ’ বানানটি হ্রস্ব-ই দিয়ে ‘ইদ’ করা হয়েছে। ‘গরু’ বানানে ও-কার যোগ করে ‘গোরু’ করা হয়েছে। বাংলা একাডেমি ‘ঈগল’, ‘ছোট’, ‘বড়’ থেকে শুরু করে এ রকম দুই শতাধিক বানানে পরিবর্তন এনেছে। এগুলোকে নিয়ম দিয়ে ব্যাখ্যা করার কারণে অভিধানের ভেতরে-বাইরে হাজারখানেক বানানে দ্বিধা তৈরি হয়েছে।

তাহলে বাংলা বানান কি সংকট নিয়েই চলতে থাকবে? এর সমাধানের কি কোনো উপায় নেই? উপায় আছে। সে ক্ষেত্রে প্রথমেই আমাদের বানান সংস্কারের নীতি ঠিক করতে হবে। দুটি ই, দুটি উ, দুটি জ, দুটি ন, তিনটি শ কেন দরকার এসব প্রশ্ন যাঁরা তোলেন, তাঁরা আসলে বানানের সঙ্গে ধ্বনির সম্পর্কসূত্র না জেনেই করেন। তাই প্রথম কথা হলো বাংলা বানান নিয়ে কোনো প্রস্তাব করতে হলে বিদ্যমান বর্ণমালাকে অগ্রাহ্য করা যাবে না। দ্বিতীয়ত, প্রচলিত বানানকে অগ্রাহ্য করে নতুন-পুরোনো কোনো নিয়ম দিয়েই বিকল্প তৈরি করা যাবে না। আর যেসব শব্দের বিকল্প তৈরি হয়েছে, সেগুলোর গ্রহণযোগ্য রূপটি নির্ধারণের জন্য একাডেমিকে নতুন করে বসতে হবে।

তারিক মনজুর: অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এক ড ম র র জন য ব কল প

এছাড়াও পড়ুন:

পৃথিবীর চারপাশে নতুন ধরনের বৈদ্যুতিক ক্ষেত্রের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা

অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে পৃথিবীর চারপাশে ভিন্ন ধরনের বৈদ্যুতিক ক্ষেত্রের সন্ধান করছিলেন বিজ্ঞানীরা। অবশেষে লুকানো সেই বৈদ্যুতিক শক্তির খোঁজ পাওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার একদল বিজ্ঞানী। বিজ্ঞানীদের তথ্যমতে, নতুন ধরনের এই বৈদ্যুতিক ক্ষেত্র পৃথিবীর ওপরের বায়ুমণ্ডল জুড়ে বিস্তৃত রয়েছে। শান্ত কিন্তু শক্তিশালী এই বৈদ্যুতিক ক্ষেত্র পৃথিবীর ওপরের বায়ুমণ্ডলকে প্রভাবিত করতে সক্ষম। পৃথিবীর বায়ু ও মহাকাশের সংযোগে প্রধান ভূমিকা পালনও করে থাকে এই শক্তি। নাসার এনডুরেন্স মিশনের মাধ্যমে এই ক্ষেত্রের খোঁজ মিলেছে।

পৃথিবীর অনেক ওপরে বায়ুমণ্ডল ধীরে ধীরে পাতলা হতে শুরু করে, এর ফলে সেখানে পরমাণু চার্জযুক্ত কণা ভেঙে হালকা ইলেকট্রন ও ভারী আয়নে পরিণত হয়। সাধারণভাবে মাধ্যাকর্ষণ শক্তি আয়নকে নিচে টেনে নিয়ে আসে আর ইলেকট্রন হালকা বলে ওপরে ভেসে থাকে। কিন্তু বৈদ্যুতিক চার্জ আলাদা থাকতে চায় না। ইলেকট্রন পালাতে শুরু করলে তার সঙ্গে আয়নকে একসঙ্গে ধরে রাখার জন্য একটি বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়। এই ক্ষেত্র আয়নকে ওপরে ঠেলে দেয় আর ইলেকট্রনকে ধীর করে দেয়। এই ভারসাম্যকে বিজ্ঞানীরা অ্যাম্বিপোলার বৈদ্যুতিক ক্ষেত্র বলেন। এটি একটি অদৃশ্য টানাটানির মতো কাজ করে। চার্জকে আলাদা হওয়া থেকে রক্ষা করে। পৃথিবী থেকে ২৫০ থেকে ৭৭০ কিলোমিটার ওপরে এই ক্ষেত্রের উপস্থিতি দেখা যায়। এর প্রভাব সূক্ষ্ম, কিন্তু বেশ শক্তিশালী।

নতুন ধরনের বৈদ্যুতিক ক্ষেত্রের বিষয়ে নাসার বিজ্ঞানী গ্লিন কলিনসন বলেন, অ্যাম্বিপোলার ক্ষেত্র কণাকে উত্তপ্ত করার পরিবর্তে শান্তভাবে কণাকে ওপরে নিয়ে যায়, যেখানে অন্যান্য শক্তি সেগুলোকে আরও ওপরের মহাকাশে নিয়ে যেতে পারে। বিজ্ঞানীরা দেখছেন, এই ক্ষেত্র হাইড্রোজেন আয়নকে সুপারসনিক গতিতে পৃথিবী থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী। মাধ্যাকর্ষণের ঊর্ধ্বমুখী শক্তির চেয়ে প্রায় ১০ গুণ বেশি শক্তিশালী এই শক্তি।

পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবাহিত চার্জযুক্ত কণার তথ্য জানতে ২০২২ সালের ১১ মে একটি রকেট উৎক্ষেপণ করেছিল নাসার এনডুরেন্স মিশন। রকেটটি পৃথিবীর ওপরে ৭৬৮ কিলোমিটার উচ্চতায় পৌঁছানোর আগে বায়ুমণ্ডলের বিস্তারিত তথ্য সংগ্রহ করে। সেসব তথ্য পর্যালোচনা করেই নতুন ধরনের বৈদ্যুতিক ক্ষেত্রের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা।

সূত্র: আর্থ ডটকম

সম্পর্কিত নিবন্ধ