জাতীয় সংসদ ভবনের এলডি হলসহ মাঠ প্রাঙ্গণে দলের বর্ধিত সভার স্থান চূড়ান্ত করেছে বিএনপি।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠি বর্ধিত সভায় অংশগ্রহণকারী নেতাদের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিএনপির দপ্তর।

এই চিঠিতে বলা হয়েছে যে, আগামী ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় রাজধানীর পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের আওতাধীন এলডি হলসহ মাঠে সকাল ১০টা থেকে দিনব্যাপী অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে নয়া পল্টনের দলীয় কার্যালয় থেকে নেতৃবৃন্দকে কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে।

আমন্ত্রিত অতিথি যারা বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন তাদেরকে নাম ও পদবীসহ এক কপি স্ট্যাম্প সাইজের ছবি আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি।

সর্বশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভাটি হয়েছিল রাজধানীর ‘লো মেরিডিয়ান’ হোটেলের মিলনায়তনে।

বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ জানান, দলের বর্ধিত সভার স্থান চূড়ান্ত হয়েছে। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের নেতৃত্বে বাস্তবায়ন কমিটি এই সভা অনুষ্ঠানের সবকিছু করছে।

বিএনপির বর্ধিত সভায় জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং জাতীয় নির্বাহী কমিটির সব কর্মকর্তা ও সদস্যরা, মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরা থাকবেন।

এছাড়া ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য যারা দলীয় চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন এবং মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পেয়েছিলেন তারাও বর্ধিত সভায় উপস্থিত থাকবেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ সদস য

এছাড়াও পড়ুন:

বান্দরবান জেলা আওয়ামী লীগের নেতা কারাগারে 

বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশকে কারাগারে পাঠানো হয়েছে। 

বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বান্দরবান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাতেমা-তুস জোহরা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জ থেকে লক্ষীপদ দাশকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সকালে তাকে বান্দরবানে আনা হয়। বান্দরবান সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এসময় গ্রেপ্তারকৃতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

আরো পড়ুন:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা
রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি শওকত গ্রেপ্তার

বিএনপি নেতার বাড়ি থেকে পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ৩

বান্দরবান জেলা কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, দোকান-বাড়িঘর হামলা ও চারটি নাশকতাসহ পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা/চাইমং/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ