হিমিনেজের ইতিহাসও বাঁচাতে পারেনি এসি মিলানকে
Published: 19th, February 2025 GMT
সান সিরোতে যেমন শুরু দরকার ছিল, সেটাই পেয়েছিল এসি মিলান। ৩৬ সেকেন্ডে গোল করে গত সপ্তাহে ফেইনুর্ডের মাঠে প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকার হতাশা দূর করেন মিলান ফরোয়ার্ড সান্তিয়াগো হিমিনেজ। ডাচ ক্লাবটি ছেড়ে গত ৩ ফেব্রুয়ারি সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দেন হিমিনেজ। কী ভাগ্য, সাবেক ক্লাবের জালে গোল করে আনন্দে ভেসে যাওয়ার মতো উদ্যাপন করেননি, কিন্তু শেষ রক্ষাও হয়নি।
আরও পড়ুনচ্যাম্পিয়নস ট্রফির এক দিন আগে লকি ফার্গুসনকেও হারাল নিউজিল্যান্ড২০ ঘণ্টা আগেইউরোপিয়ান প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একই মৌসুমে হিমিনেজ যে দলের হয়ে লিগ পর্বে গোল করেছেন, ক্লাব পাল্টানোর পর সেই দলের বিপক্ষেই প্লে–অফের ফিরতি লেগে গোল করলেন ঠিকই, তবে জিতল তাঁর সাবেক ক্লাবই। দুই লাল কার্ডের এই ম্যাচে ৭৩ মিনিটে বদলি খেলোয়াড় হুলিয়ান কারানজার গোলে ফিরতি লেগে সমতায় ফেরে ফেইনুর্ড। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে ২-১ গোলের জয়ে শেষ ষোলোয় উঠেছে ডাচ ক্লাবটি।
হারের কষ্টে কাতর মিলানের খেলোয়াড়েরা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ ল কর
এছাড়াও পড়ুন:
নিজের সেরা ভার্সন হতে প্রিয়াঙ্কা চোপড়ার পরামর্শ জেনে নিন
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ‘মোটিভেশনাল স্পিকার’ হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। জীবন সম্পর্কে তার রয়েছে নিজস্ব দর্শন। এই অভিনেত্রী একটি সেমিনারে নিজের সেরা ভার্সন হওয়ার ১২টি উপায় জানিয়ে দিয়েছেন। আপনিও জেনে নিতে পারেন।
১. নিজেকে জানুন।
২. ভয় দূর করুন।
৩. কখনও মনে করবেন না যে আপনি গন্তব্যে পৌঁছে গেছেন। নতুন সুযোগ খুঁজতে থাকুন।
৪. স্বপ্ন পূরণে প্রতিজ্ঞাবদ্ধ হোন।
৫. আপোষ করবেন না। স্বপ্ন থামিয়ে দেবেন না।
৬. বার বার ব্যর্থ হওয়ার পরে ফিনিক্স পাখির মতো সামনে তাকান।
৭. সাহসী হোন এবং ঝুঁকি গ্রহণ করুন।
৮. এমন মানুষদের সঙ্গে চলাফেরা করুন যারা আপনাকে পেছনে টেনে ধরবে না।
৯. সবাইকে সময় দেবেন না।
১০. হাসিখুশি থাকুন।
১১. যারা আপনাকে সাফল্যের পথে এগিয়ে দিয়েছে আপনিও তাদেরকে সাধ্যমত ফিরিয়ে দিন।
১২. যেখান থেকে আপনা যাত্রা শুরু করেছেন অর্থাৎ অতীত ভুলে যাবেন না।
আরো পড়ুন:
ঠোঁটে কালো দাগ হওয়ার কারণ ও প্রতিকার
মন ভালো করার জাপানি উপায় ‘রুইকাতসু’
ঢাকা/লিপি