হিমিনেজের ইতিহাসও বাঁচাতে পারেনি এসি মিলানকে
Published: 19th, February 2025 GMT
সান সিরোতে যেমন শুরু দরকার ছিল, সেটাই পেয়েছিল এসি মিলান। ৩৬ সেকেন্ডে গোল করে গত সপ্তাহে ফেইনুর্ডের মাঠে প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকার হতাশা দূর করেন মিলান ফরোয়ার্ড সান্তিয়াগো হিমিনেজ। ডাচ ক্লাবটি ছেড়ে গত ৩ ফেব্রুয়ারি সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দেন হিমিনেজ। কী ভাগ্য, সাবেক ক্লাবের জালে গোল করে আনন্দে ভেসে যাওয়ার মতো উদ্যাপন করেননি, কিন্তু শেষ রক্ষাও হয়নি।
আরও পড়ুনচ্যাম্পিয়নস ট্রফির এক দিন আগে লকি ফার্গুসনকেও হারাল নিউজিল্যান্ড২০ ঘণ্টা আগেইউরোপিয়ান প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একই মৌসুমে হিমিনেজ যে দলের হয়ে লিগ পর্বে গোল করেছেন, ক্লাব পাল্টানোর পর সেই দলের বিপক্ষেই প্লে–অফের ফিরতি লেগে গোল করলেন ঠিকই, তবে জিতল তাঁর সাবেক ক্লাবই। দুই লাল কার্ডের এই ম্যাচে ৭৩ মিনিটে বদলি খেলোয়াড় হুলিয়ান কারানজার গোলে ফিরতি লেগে সমতায় ফেরে ফেইনুর্ড। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে ২-১ গোলের জয়ে শেষ ষোলোয় উঠেছে ডাচ ক্লাবটি।
হারের কষ্টে কাতর মিলানের খেলোয়াড়েরা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ ল কর
এছাড়াও পড়ুন:
আরএফএল গ্রুপে বড় নিয়োগ, পদ ২০০
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। দেশের অন্যতম এই শিল্পপ্রতিষ্ঠানে অপারেটর/ সুপারভাইজারের শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। সুইং মেশিন অপারেটর/সুইং মেশিন লাইন সুপারভাইজার পদে আরএফএল গ্রুপ নেবে ২০০টি।
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডিসি/৮ম শ্রেণি পাস।
অন্যান্য যোগ্যতা: ইলেকট্রিক সেলাই মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
কাজের অভিজ্ঞতা: পোশাকশিল্প খাতে সেলাই মেশিনে ন্যূনতম দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সুপারভাইজার পদের জন্য পোশাকশিল্প খাতে কমপক্ষে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: পূর্ণকালীন।
কর্মক্ষেত্র: অফিসে।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: রাজশাহী (রাজশাহী সদর)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আরও পড়ুনপিএসসির নন-ক্যাডারে সংশোধিত বিজ্ঞপ্তি, পদ কমে ১,৭০৭০৬ মার্চ ২০২৫অন্য সুবিধা: মাসের ১ তারিখে বেতন প্রদান, ডিউটি চলাকালীন খাবার প্রদান, ওভারটাইম সুবিধা, প্রতিবছর বেতন বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি, বছরে ২টি উৎসব বোনাস, হাজিরা বোনাস।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের বিস্তারিত ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ২৩ এপ্রিল, ২০২৫
আরও পড়ুনখাদ্য অধিদপ্তরে বিশাল নিয়োগ, ১৩ থেকে ১৯তম গ্রেডে পদ ১৭৯১১১ মার্চ ২০২৫