ওয়ানডে ক্রিকেটের পথ চলা শুরু ১৯৭১ সালের ৫ জানুয়ারি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মাঠে নেমেছিল ইংল‌্যান্ড ও অস্ট্রেলিয়া।

যুক্তরাষ্ট্র ও ওমান মঙ্গলবার ৪ হাজার ৮৪১তম ওয়ানডে খেলতে ওমানে মাঠে নেমেছিল। আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ডকাপ লিগ ২ এর খেলা চলছে। যে ম‌্যাচটায় কেবল নজর ছিল সংশ্লিষ্ট দুই দল ও আয়োজকদের, সেটাই এখন ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে।   

ফল বের হওয়া ৪ হাজার ৬৭১ ওয়ানডে ম‌্যাচে যা ঘটেনি, ওমান ও যুক্তরাষ্ট্রের খেলায় তা-ই ঘটেছে। ওয়ানডে ক্রিকেট নতুন কিছুর সাক্ষী হলো। ম‌্যাচে কোনো ফাস্ট বোলার বোলিং করেননি। অতীতে এমন ঘটনা কখনো ঘটেনি। ফল বের হওয়া ম‌্যাচে ছেলেদের ওয়ানডেতে সর্বনিম্ন রান করে জয়ের রেকর্ড ভেঙেছে যুক্তরাষ্ট্র।

আল আমেরাতে গতকাল যুক্তরাষ্ট্র ১২২ রান করার পর ওমানকে তারা ৫৭ রানে হারিয়েছে। যা ওয়ানডেতে সবচেয়ে কম রান করে জয় পাওয়ার নতুন বিশ্ব রেকর্ড। যুক্তরাষ্ট্র ভেঙেছে ভারতের ১৯৮৫ সালের রেকর্ড। সেবার ভারত পাকিস্তানের বিপক্ষে শারজাহতে মাত্র ১২৫ রান করেছিল। স্বল্প পুঁজি নিয়ে দারুণ লড়াই করে ভারত ম‌্যাচ জিতে নেয় ৩৮ রানে।

দুই দলই স্পিনে নিজেদের শক্তি দেখিয়েছে। ওমানের পাঁচ স্পিনার তুলে নেয় যুক্তরাষ্ট্রের নয় উইকেট। জবাবে যুক্তরাষ্ট্রের চার স্পিনার নেয় বদলা। যুক্তরাষ্ট্রের ১২২ রানে জবাবে ওমান করতে পারে কেবল ৬৫ রান। কোনো পেসার ছাড়া ওয়ানডে আন্তর্জাতিক ম‌্যাচ শেষ হওয়ার প্রথম বিরল ঘটনা এটি।

স্পিনাররা ১৯ উইকেট নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের রেকর্ডে ভাগ বসিয়েছেন। ২০১১ সালে চট্টগ্রামে বাংলাদেশ ও পাকিস্তানের ম‌্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন স্পিনাররা। একমাত্র পেসার হিসেবে ওই ম‌্যাচে উইকেট পেয়েছিলেন শফিউল ইসলাম।   

দুই দল মিলে ১৮৭ রান করে ৬১ ওভারে। যা ওয়ানডে ক্রিকেটে যৌথভাবে দ্বিতীয় সর্বনিম্ন রান। ২০১৪ সালে ভারত ও বাংলাদেশের একটি ওয়ানডে শেষ হয়েছিল মাত্র ৪১ ওভারে। দুই দলের মিলিত রান ছিল ১৬৩।   

যুক্তরাষ্ট্রের স্পিনার নস্তুশা প্রদীপ কেনজিগে ৭.

৩ ওভারে ১ মেডেনে ১১ রানে ৫ উইকেট নেন। বাঁহাতি স্পিনার ছিলেন দিনের সেরা স্পিনার। ওমান ধারাবাহিকভাবেই নিজেদের মাটিতে খারাপ পারফর্ম করছে। গত ম‌্যাচে নামিবিয়ার বিপক্ষে ৯৬ রান তাড়ায় তারা ৮ উইকেট হারিয়েছিল। ওই ম‌্যাচে সিমিট ছিলেন একমাত্র পেসার যিনি ২২ গজে হাত ঘুরিয়েছিলেন।

এক ম‌্যাচ পরই ক্রিকেট বিশ্ব এমন এক ম‌্যাচ দেখল যেখানে কোনো পেসার বোলিং করার সুযোগই পাননি।

ঢাকা/ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর র কর ড উইক ট

এছাড়াও পড়ুন:

গৃহকর্মীর অধিকার ও স্বীকৃতির জন্য দৌড় কর্মসূচি

দেশের প্রায় ৪০ লাখের বেশি গৃহকর্মীর অধিকার নিশ্চিত ও শ্রমিক হিসেবে স্বীকৃতির জন্য দৌড়ে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার ২ হাজারের বেশি মানুষ।

আজ শনিবার রাজধানীর হাতিরঝিলে অক্সফাম ইন বাংলাদেশ আয়োজিত ‘অক্সফাম রান’-এর মাধ্যমে গৃহশ্রমিকদের জন্য ন্যায্যতা নিশ্চিতের আহ্বান জানান অংশগ্রহণকারীরা। অক্সফামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায়, ‘সমতার লক্ষ্যে, চলো একসঙ্গে’ স্লোগানকে সামনে রেখে গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি ও শ্রম আইনে অন্তর্ভুক্তির লক্ষ্যে এ আয়োজন করা হয়। সাড়ে সাত কিলোমিটারের এই দৌড়ে প্রায় চার শতাধিক গৃহকর্মী অংশ নেন। তাঁদের পাশাপাশি বিভিন্ন সরকারি কর্মকর্তা, দূতাবাসের প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থা, গণমাধ্যমকর্মীরাও অংশ নেন।

দৌড়ে পুরুষ বিভাগে প্রথম হন হামিদুর রহমান। আমিনুল হাসান দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করেছেন আবুল হাসনাত কবির। নারীদের মধ্যে সুইটি আক্তার প্রথম হয়েছেন। তামান্না আফরিন ও তাসলিমা আক্তার যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন।

‘অক্সফাম রান’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, ‘আমরা শহরগুলোতে সবচেয়ে বেশি নির্ভরশীল থাকি আমাদের গৃহকর্মীদের ওপর। কিন্তু তাঁরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। ঘরে, সমাজে এবং সরকারি পর্যায়ে তাঁদের স্বীকৃতি আমাদের নিশ্চিত করতে হবে। তাঁদের অধিকার ও প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি ন্যায্যতার দেশ গড়তে পারব।’

বিশেষ অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান বলেন, ‘গৃহকর্মীদের গুরুত্ব অনুধাবন করে আমরা তাঁদের আনুষ্ঠানিক খাতে নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে তাঁদের মজুরি, দক্ষতা ও অন্য সুবিধাগুলোর অধিকার স্বীকৃতি পাবে।’

অক্সফাম রানের মাধ্যমে গৃহশ্রমিকদের জন্য অক্সফাম ২০১৫ সালের গৃহকর্মীদের সুরক্ষা ও কল্যাণ নীতির সঠিক বাস্তবায়ন, গৃহকর্মীদের জন্য সম্মানজনক কাজের আইএলও কনভেনশন ১৮৯–এর অনুমোদন এবং এই গুরুত্বপূর্ণ কর্মশক্তি রক্ষার জন্য শক্তিশালী পদক্ষেপ নিশ্চিতের বিষয়গুলো উঠে আসে।

অক্সফাম ইন বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মাহমুদা সুলতানা বলেন, অক্সফাম দীর্ঘদিন ধরে গৃহশ্রমিকের অধিকার নিয়ে কাজ করছে। লক্ষণীয় হলো, তাদের অধিকার রক্ষায় কেবল নীতিনির্ধারণী পর্যায়ে পরিবর্তনই যথেষ্ট নয়, মানসিকতার পরিবর্তন হতে হবে।

২০২২ সালে অক্সফামের এক গবেষণায় উঠে আসে, ৯৩ শতাংশ গৃহশ্রমিক কর্মক্ষেত্রে হয়রানির শিকার হন, যার মধ্যে ৬৭ শতাংশ মানসিক নির্যাতন, ৬১ শতাংশ মৌখিক এবং ২১ শতাংশ শারীরিক নির্যাতনের শিকার হন।

দেশের গৃহকর্মীদের শ্রম আইনে অন্তর্ভুক্তির লক্ষ্যে ২০২০ সালে সুনীতি প্রকল্পের মাধ্যমে কাজ করছে অক্সফাম ইন বাংলাদেশ। ইতিমধ্যে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রায় ১৮ হাজার নারী গৃহকর্মীর দক্ষতা উন্নয়নের মাধ্যমে সার্বিক জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে প্রকল্পটি।

সম্পর্কিত নিবন্ধ