Samakal:
2025-02-20@19:41:26 GMT

যুবদল নেতার ওপর হামলা

Published: 18th, February 2025 GMT

যুবদল নেতার ওপর হামলা

মানিকগঞ্জের সিংগাইরে যুবদল নেতা ইকবাল হোসেন শামীমের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার উপজেলার সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠুর নেতৃত্বে হামলা চালানো হয় বলে ভুক্তভোগী অভিযোগ করেছেন। জেলা কমিটির আহ্বায়ক আফরোজা খান রিতা এতে প্রধান অতিথি ছিলেন।
শামীম জেলা যুবদলের সাবেক সদস্য ও সিংগাইরের ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বলধারা ইউনিয়নের ভাষা শহীদ রফিক মঞ্চে একুশে আলোচনা সভায় এ ঘটনা ঘটে। 
দলীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদ রফিক স্মৃতি পরিষদের উদ্যোগে শহীদ রফিক মঞ্চে পাঁচ দিনব্যাপী একুশে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে শামীম ১৫টি মাইক্রোবাসে করে দলীয় নেতাকর্মী নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
শামীমকে দেখে ক্ষিপ্ত হন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু। প্রধান অতিথির বক্তব্য শেষ হতেই মিঠুর নেতৃত্বে তাঁর সমর্থকরা লাঠিসোটা নিয়ে শামীম ও তাঁর লোকজনের ওপর হামলা করেন।
মারামারি ঠেকাতে গিয়ে আহত হন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার ও ছাত্রদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম খান সজীবসহ কয়েকজন। শীর্ষ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। 
ইকবাল হোসেন শামীম বলেন, ‘ব্যবসা বাণিজ্য ও বিএনপির গ্রুপিং-লবিং নিয়ে মাহাবুবুর রহমান মিঠুর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জেলা বিএনপির আহ্বায়কের গ্রুপের রাজনীতি করায় মিঠু আমাকে কখনও সহ্য করতেন না। এ কারণে তিনি ও তাঁর লোকজন আমার ওপর হামলা করে।’
শামীমের ওপর হামলার ঘটনায় সম্পৃক্ত নন দাবি করে দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু বলেন, শামীম আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেছেন। এ কারণে বিএনপির কিছু লোক হামলা করেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম হ ব ব র রহম ন ম ঠ ব এনপ র

এছাড়াও পড়ুন:

বিশেষ দিনে নায়ক সোহেল রানার বিশেষদ খবর এলো

“অতীত নিয়ে স্মৃতিচারণ করতে আনন্দ লাগে। কিছু স্মৃতি আবার কষ্টেরও। এবার যা ভালো লেগেছে, তা হলো প্রথমবারের মতো পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের কথা বললাম।”— এভাবেই কথাগুলো বলেন চিত্রনায়ক সোহেল রানা।

১৯৪৭ সালের ২১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন সোহেল রানা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ৭৮ পূর্ণ করে ৭৯ বছরে পা দেবেন দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি ‘ড্যাশিং হিরো’খ্যাত এই অভিনেতা। বিশেষ দিনে প্রকাশিত হবে পডকাস্টের টিজার।

আজ রাত ৮টায় আইস অন পেজ ও আইস অন ইউটিউব চ্যানেলে ‘আমি সোহেল রানা’ শিরোনামে পডকাস্টটির টিজার উন্মুক্ত করা হবে। খুব দ্রুতই প্রচার শুরু হবে পডকাস্টটির।

গত বছর পরিচালক-অভিনেতা সোহেল রানার ক্যারিয়ারের ৫০ বছর পূর্তি উদযাপন করেন। তার অভিনীত ও নির্মিত ‘মাসুদ রানা’ চলচ্চিত্রটি ১৯৭৪ সালের ২৪ মে মুক্তি পায়। তবে ‘ওরা ১১ জন’ সিনেমা দিয়ে ১৯৭২ সালে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ