রেকর্ড মুনাফা ও লভ্যাংশের পরও কমেছে রবির দর
Published: 18th, February 2025 GMT
বড় ধরনের প্রবৃদ্ধিসহ রেকর্ড নিট মুনাফা এবং লভ্যাংশ ঘোষণার পরও মোবাইল অপারেটর কোম্পানি রবির শেয়ারদর না বেড়ে উল্টো কমেছে। অন্যদিকে রুগ্ণ ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং বন্ধ থাকা এস আলম কোল্ড রোল্ড স্টিল কোম্পানির দর সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবির শেয়ারদর ১০ পয়সা কমে সর্বশেষ ২৯ টাকা ৩০ পয়সায় কেনাবেচা হয়েছে। সাড়ে ৩২ কোটি টাকার লেনদেন নিয়ে ছিল লেনদেন তালিকার দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে। অন্যদিকে পৌনে ১০ শতাংশ দর বেড়ে ওয়েস্টার্ন মেরিনের শেয়ার সর্বশেষ ১০ টাকা ১০ পয়সায় এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলের দর সাড়ে ৯ শতাংশ বেড়ে ১২ টাকা ৮০ পয়সায় কেনাবেচা হয়েছে।
লেনদেন পর্যবেক্ষণে দেখা যায়, সকাল ১০টায় সোমবারের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বেড়ে ৩০ টাকা ৮০ পয়সায় রবির শেয়ার কেনাবেচা শুরু হয়, যা ছিল সোমবারের তুলনায় পৌনে ৫ শতাংশ বেশি। লেনদেনের প্রথম ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত বিক্রির চাপের তুলনায় ক্রেতাদের আগ্রহও বেশি ছিল। তবে শুরুর ওই দরে আর ফেরেনি শেয়ারটি। বরং লেনদেন সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রির চাপ বৃদ্ধি পেলে দর কমতে থাকে। লেনদেনের দ্বিতীয়ার্ধে ছোট ছোট অঙ্কের শেয়ার ক্রয় বেশি হলেও তুলনামূলক বড় অঙ্কের শেয়ার বিক্রি বেশি দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্রোকারেজ হাউসের এমডি সমকালকে বলেন, গত বছর রবি ভালো মুনাফা করেছে, ভালো লভ্যাংশও ঘোষণা করবে– এমন গুঞ্জন গত কয়েক সপ্তাহ ধরে শোনা যাচ্ছিল। এ কারণে রবির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল, কয়েক সপ্তাহ ধরে শেয়ারটি লেনদেনের শীর্ষ ২০ কোম্পানির তালিকায় ছিল। সোমবারের লভ্যাংশ ঘোষণার মধ্য দিয়ে আগের ধারণা সত্যি হয়েছে। তবে এর প্রতিফলন শেয়ারদরে নেই।
পর্যালোচনায় দেখা গেছে, গত নভেম্বরের শুরুতে রবির শেয়ার ২৩ টাকা থেকে বেড়ে সর্বশেষ ৩০ টাকায় উঠেছিল। গতকাল সাকল্যে ১ কোটি ৮ লাখের বেশি শেয়ার কেনাবেচা হয়েছে, যার বাজারমূল্য ছিল সাড়ে ৩২ কোটি টাকা। এ লেনদেনে গত আগস্টের পর সর্বোচ্চ।
এদিকে গতকাল বেশির ভাগ কোম্পানি শেয়ার দর হারিয়েছে। ১৮ মেয়াদি মিউচুয়াল ফান্ডের দরবৃদ্ধির বিপরীতে ছয়টির দর কমলেও ১১৭ শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে ১৯২টির দর কমেছে। এতে ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট হারিয়ে ৫২০৩ পয়েন্টে নেমেছে। টাকার অঙ্কে লেনদেন ১৫৬ কোটি টাকা বেড়ে ৫৯৯ কোটি টাকা ছাড়িয়েছে, যা গত ৬ নভেম্বর বা প্রায় সাড়ে তিন মাসের সর্বোচ্চ।
উৎস: Samakal
কীওয়ার্ড: শ য় রব জ র পয়স য়
এছাড়াও পড়ুন:
প্রকাশিত প্রতিবদেন নিয়ে ঢাকা জেলা পুলিশের ব্যাখা
'পুলিশকে বাঁচাতে প্রশ্নবিদ্ধ প্রতিবেদন, শিক্ষার্থীরা ক্ষুব্ধ' শিরোনামে বৃহস্পতিবার সমকালে প্রকাশিত প্রতিবেদনের একটি অংশের ব্যাখা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খায়রুল আলম স্বাক্ষরিত পত্রে গতকাল বলা হয়-বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও হত্যার ঘটনার মামলাসমূহ পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে। ঘটনার সঙ্গে সম্পৃক্তদের গ্রেপ্তারে পুলিশ সচেষ্ট। মামলার তদন্ত কার্যক্রম চলমান। তদন্তে যাদেরই সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর।
‘পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বাঁচাতে এমন বিতর্কিত প্রতিবেদন দেওয়া হয়েছে’–এই উদ্ধৃতির প্রতিবাদ জানানো হয়। সংশ্লিষ্ট ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এরই মধ্যে তিনজন পুলিশ সদস্যের সম্পৃক্ততার তথ্য থাকায় তাদেরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছেন। অন্যদের বিরুদ্ধে তদন্তের কাজ চলমান।
বাংলাদেশ পুলিশ জনাকাঙ্খা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশ সদস্যরা নিজেরা নির্ঘুম থেকে জনগণের শান্তির ঘুম নিশ্চিত করে, ঈদ-পূজা-পার্বনের আনন্দ উপভোগ করা থেকে পরিবার-পরিজনকে বঞ্চিত করে জনগণের আনন্দ উপভোগ নিশ্চিত করে। করোনাকালে মানবিক বিপর্যয়ের সময় পুলিশ নিজের জীবন বিপন্ন করে মানুষের পাশে দাঁড়িয়েছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এরকম অজস্র উদাহরণ রয়েছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অগ্রগতির বিষয়ে পুলিশ পরিদর্শক মোঃ হেলাল উদ্দিন কোনও কথা বলেননি।