Samakal:
2025-04-18@04:31:29 GMT

গানে গানে লালন স্মরণোৎসব

Published: 18th, February 2025 GMT

গানে গানে লালন স্মরণোৎসব

চাটমোহরে ২৫তম লালন স্মরণোৎসবের আয়োজন  করা হয়। সোমবার রাতে রেলবাজারে লালন দর্শন ভাব সাহিত্য ও সংগীত চর্চা কেন্দ্রের উদ্যোগে এ আয়োজন করা হয়। গানে গানে রাতব্যাপী মাতিয়ে তোলা হয় অনুষ্ঠানটি।
লালন দর্শন ভাব সাহিত্য ও সংগীত চর্চা কেন্দ্রের সভাপতি ইশারত ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম কালু, আব্দুল কুদ্দুস আলো, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা লিখন বিশ্বাস, মোন্তাজ উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি লিটন বিশ্বাস প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চেতন গুরু। রাতভর গান পরিবেশন করেন কুষ্টিয়া লালন একাডেমিসহ বিভিন্ন স্থান থেকে আসা বাউল শিল্পীরা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৫তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৮৯৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্যবৃন্দ মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান এবং মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলেন।

এছাড়া, সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ