ট্রেনের ধাক্কায় ক্ষেতে ছিটকে পড়ল বিয়ের গাড়ি
Published: 18th, February 2025 GMT
ফেঞ্চুগঞ্জ রেলস্টেশন-সংলগ্ন শাহ মালুম (র.) মাজারের পাশের রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ধানক্ষেতে ছিটকে পড়েছে বিয়ের অনুষ্ঠানের একটি প্রাইভেটকার। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
এ সময় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনের ধাক্কায় কারটি দুমড়েমুচড়ে যায় ও ছিটকে গিয়ে ধানক্ষেতে পড়ে। কারটিতে চালক ছাড়া অন্য কোনো যাত্রী ছিলেন না। চালক হোসেন আহমদ একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট রেলস্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনটি ওই এলাকা পার হওয়ার কয়েক মিনিট আগে প্রাইভেটকারটি রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করে। কারটি রেললাইনে ওঠার পর স্টার্ট বন্ধ হয়ে যায়। চালক বারবার সেটিকে সচল করার চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়।
এ ঘটনায় আহত চালককে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা।
জিআরপি থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, রেলক্রসিংয়ে গেটম্যান নেই। দুর্ঘটনায় প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। চালক আহত হয়েছেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বৈষম্যবিরোধী আন্দোলন আয়োজিত উন্মুক্ত কনসার্ট স্থগিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হতে যাওয়া ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টটি হঠাৎ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থগিতের বিষয়টি আয়োজকরা নিশ্চিত করেছেন।
তবে হঠাৎ করেই একদিন আগে কেন আলোচিত এ কনসার্টটি স্থগিত করা হলো সে বিষয়টি দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে আয়োজকদের একজন জানিয়েছেন নিরাপত্তা ইস্যুতে আপাতত স্থগিত করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
আগামী ২২ ফেব্রুয়ারি রাজধানীর পুরোনো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আয়োজকরা জানান, নিরাপত্তার কারণে কনসার্টটি স্থগিত করা হয়েছে। তবে কখন কনসার্টটি হবে তা নিয়ে বিস্তারিত জানা যায়নি।
আয়োজকদের পক্ষ থেকে এর আগে বলা হয়, ‘এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্ট ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে।
‘তাদের সামনে দেশের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। আমরা দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজিয়েছি; যারা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।’
প্রসঙ্গত, এই কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে গান গাওয়ার কথা ছিল নগর বাউল জেমস। আরও গান শোনানোর কথা ছিল ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকে।