অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করল পুলিশ
Published: 18th, February 2025 GMT
বিয়ানীবাজারে অশালীন আচরণসহ নানা অভিযোগে অবরুদ্ধ এক প্রধান শিক্ষককে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমানকে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কক্ষে ৮ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। সোমবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত তাঁকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। পরে বিয়ানীবাজার থানা পুলিশ তাঁকে উদ্ধার করে। শিক্ষার্থীরা জানায়, অশোভন আচরণের কারণে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁকে অবরুদ্ধ করে রেখেছিল।
এদিকে মঙ্গলবার প্রধান শিক্ষক জাহিদুর রহমানের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। শিক্ষক জাহিদুর রহমানের বিরুদ্ধে অসদাচরণ, শিক্ষার্থীদের সঙ্গে অশালীন ব্যবহার, বিদ্যালয়ের ব্যাপারে এখতিয়ারবহির্ভূত সিদ্ধান্ত নেওয়া ও এককভাবে প্রতিষ্ঠানে নিজের কর্তৃত্ব স্থাপনের কথা তুলে ধরেন স্থানীয়রা। এ সময় তারা বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক জাহিদুর রহমানের অপসারণ দাবি করেন।
এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসেও তাঁর বিরুদ্ধে ইউএনও বরাবর অভিযোগ করেছিলেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সে সময় ইউএনও অভিযোগ তদন্ত করে দেখার পাশাপাশি ও প্রধান শিক্ষক জাহিদকে আচরণগত ত্রুটি পরিবর্তনের নির্দেশনা দেন।
বিদ্যালয়ের শিক্ষার্থী, একাধিক শিক্ষক ও অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার দিন দুপুরে শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা এক পর্যায়ে প্রধান শিক্ষক জাহিদুর রহমানকে নিজ কার্যালয়ে অবরুব্ধ করে। এ সময় এলাকার মুরব্বি, অভিভাবক ও জনপ্রতিনিধিগণ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করলেও তারা নিজেদের সিদ্ধান্তে অটল থাকে।
খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ বিদ্যালয়ে গিয়ে অভিভাবক ও স্থানীয় মুরব্বিসহ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে। পরে রাত ৯টার দিকে প্রধান শিক্ষক জাহিদুর রহমানকে উদ্ধার করে ইউএনও কার্যালয়ে নিয়ে আসা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মুস্তফা মুন্না জানান, বিষয়টি আচরণগত। স্থানীয় কিছু বিষয়ের সঙ্গে প্রধান শিক্ষকের ইস্যুটি জড়িয়ে গেছে। আপাতত প্রধান শিক্ষককে ছুটি দেওয়া হয়েছে। মঙ্গলবার স্থানীয়রা লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: অবর দ ধ
এছাড়াও পড়ুন:
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে তোপের মুখে বীর মুক্তিযোদ্ধা
পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী) ২৫ মার্চের গণহত্যা দিবসের আলোচনা সভায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে তোপের মুখে পড়েছেন কাজী সাখাওয়াত হেসেন নামে এক বীর মুক্তিযোদ্ধা। আজ বুধবার সকালে উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনারসহ (ভূমি) উপস্থিত উপজেলা প্রশাসনের কর্মকর্তার সামনে এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।
বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন নেছারাবাদ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার।
জানা গেছে, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, উপজেলার বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন তার বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলেন। মুহূর্তে সেখানে উপস্থিত কয়েকজন এর বিরোধিতা করলে তখনই ক্ষমা চান সাখাওয়াত হোসেন। আজ বুধবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেনসহ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা উপজেলার নবাগত ইউএনও মো. জাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বিএনপি সমর্থিত স্থানীয় সাংবাদিক গোলাম মোস্তফা ২৫ মার্চের আলোচনা সভায় বলা ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে উত্তেজিত হয়ে ওঠেন। পরে ইউএনও মো. জাহিদুল ইসলাম বীর মুক্তিযোদ্ধাদের পুরস্কার দিয়ে অনুষ্ঠান শেষ করেন।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন বলেন, ‘২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলেছিলাম। এটা আমার ভুল হয়েছিল।’ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বলা কি আপনি অপরাধ মনে করেছেন, এমন প্রশ্ন করে আবারও জানতে চাইলে তিনি বলেন, ‘সব পরিবেশে ‘জয় বাংলা’ বলা ঠিক না। পরিবেশ বুঝে সবকিছু বলতে হয়। আমি ওই দিন ‘জয় বাংলা’ বলার কারণে বুধবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক গোলাম মোস্তফা আমার ওপর ক্ষুব্ধ হয়েছিল।’
নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘২৬ মার্চের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়নি। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে একটি আলোচনা সভার অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন ‘জয় বাংলা’ বলেছিলেন। তখন অনেকে তার বিরোধিতা করেন। তখনই ভুল বুঝতে পেরে তিনি ক্ষমা চেয়েছিলেন। আসলে বিষয়টি নিয়ে আমিও বিব্রত হয়েছি।’