বৃদ্ধার বসতভিটা ভাঙচুর করে উচ্ছেদ
Published: 18th, February 2025 GMT
নড়াইলে এক বৃদ্ধার বসতভিটা ভাঙচুর করে তাঁকে উচ্ছেদ করেছে প্রতিপক্ষ। স্বামীর ভিটা হারিয়ে তিনি আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে। নিজ ভিটায় ফিরতে তাই ঘুরছেন দ্বারে দ্বারে।
ঘটনাটি নড়াইল সদরের চণ্ডিবরপুর ইউনিয়নের রতডাঙ্গা গ্রামের। এ ঘটনায় ভুক্তভোগী শুভা রানী বিশ্বাস ১২ ফেব্রুয়ারি নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন একই গ্রামের মৃত গোবিন্দ অধিকারীর ছেলে শুসান অধিকারী ও সমীর অধিকারী।
অভিযোগে উল্লেখ করা হয়, শুসান ও তাঁর ভাই সমীর ভূমিহীন। ২০-২২ বছর আগে থেকে তারা শুভা রানীদের বাড়িতে থেকে তাদের জমিতে কাজকর্ম করতেন। কয়েক বছর আগে তারা বাড়ি ছেড়ে চলে যান। বছরখানেক আগে শুভার স্বামী গৌর বিশ্বাস মারা যান। শুভার দুই সন্তান দেশে না থাকায় তিনি একাই ওই বাড়িতে থাকেন। ১২ ফেব্রুয়ারি শুসান ও সমীর হঠাৎ লোকজন নিয়ে তাঁর বাড়িতে এসে টিনের এক চালা ঘর ভেঙে ফেলেন।
শুভা রানী জানান, বসতঘর ভাঙতে এলে তিনি বাধা দিয়েছিলেন, কিন্তু তারা শোনেনি। পরে বাধ্য হয়ে ওই দিনই সদর থানায় অভিযোগ দিয়ে বাড়িতে ফিরে দেখেন ঘর ভেঙে ফেলে মেঝের মাটি পর্যন্ত কেটে নিয়ে গেছে তারা। ছয়-সাতটি ফলদ ও বনজ গাছ কেটে ফেলেছে। তারা তাঁর জমিতে ঘরের নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। তিনি পাশের এক বাড়িতে আশ্রয় নিয়েছেন। তিনি আরও বলেন, তাঁর স্বামী কাউকে জমি লিখে দিলে তিনি জানতেন। অভিযুক্তরা এ জমির জাল দলিল করায় তিনি চার বছর আগে আদালতে মামলা করেন।
অভিযুক্ত শুসান অধিকারী বলেন, শুভার স্বামীর কাছ থেকে পাঁচ বছর আগে বাড়িসহ ৯ শতাংশ জমি কিনেছেন তিনি। তাঁকে জমিতে উঠতে না দেওয়ার জন্য তারা মিথ্যা মামলা করেছেন। আদালত তাঁকে জমিতে উঠতে নিষেধ করেননি। তাই তিনি শুভার বাড়ি ভেঙেছেন।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, এ জমি নিয়ে আদালতে মামলা রয়েছে। (আজ) বুধবার দু’পক্ষকে থানায় ডাকা করা হয়েছে। তাদের কাগজপত্র দেখে পদক্ষেপ নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব ড় দখল
এছাড়াও পড়ুন:
এই কঠিন সময়ে ঐক্য ধরে রাখা প্রয়োজন: ঢাবি উপাচার্য
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির ঐক্য রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নিয়াজ আহমেদ খান।
উপাচার্য বলেন, ‘আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছি। এক অর্থে জাতির জন্য এটি একটি ক্রান্তিকাল। এই সময়ে আমাদের ঐক্য ধরে রাখা একান্তই প্রয়োজন।’
আজ রোববার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে নিয়াজ আহমেদ খান এ কথা বলেন।
ঢাবি উপাচার্য বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির জন্য পরম শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও মমতার দিন। এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, চিন্তাবিদ ও বুদ্ধিজীবীরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। তাঁদের সেই চূড়ান্ত আত্মত্যাগ ইতিহাসে চিরভাস্বর হয়ে আছে।
নিয়াজ আহমেদ খান বলেন, যুগে যুগে ও প্রজন্ম থেকে প্রজন্মে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এ জাতিকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে ঐক্যবদ্ধ করেছে এবং সাহস জুগিয়েছে। সেই ধারাবাহিকতায় জাতি ১৯৯০ ও ২০২৪ সালের আন্দোলনের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে।
উপাচার্য আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আজও জাতির ঐক্য ধরে রাখার পথে একটি গুরুত্বপূর্ণ আলোকবর্তিকা। একই সঙ্গে ১৯৫২, ১৯৬৮, ১৯৬৯, মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন–সংগ্রামে যাঁরা রক্ত ও জীবন দিয়ে দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করেছেন, তাঁদের সবার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
নিয়াজ আহমেদ খান বলেন, ১৯৫২ থেকে ২০২৪—এর প্রতিটি দিন ও ঘটনাপ্রবাহ জাতির মৌলিক পরিচয়ের মাইলফলক। এর কোনো অংশ বাদ দেওয়ার সুযোগ নেই। এ ইতিহাসই যুগে যুগে জাতিকে ঐক্যবদ্ধ রেখেছে, আর বর্তমান সময়ে সেই ঐক্য ধরে রাখাই সবচেয়ে বড় প্রয়োজন।