কর্মবিরতির ডাক আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের
Published: 18th, February 2025 GMT
২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে ২৫টি ক্যাডারের সংগঠন ‘আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’। মঙ্গলবার পরিষদের সমন্বয়ক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, অর্থাৎ ক্যাডার যার মন্ত্রণালয় তার; জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক ডিএস পুলে কোটা পদ্ধতি বাতিল করে ১৯৭৯ সালের এসএসপি পুনর্বহাল করে মেধাভিত্তিক নিয়োগ পদ্ধতি চালু এবং সব ক্যাডারের সমতা নিশ্চিত করতে সুপারিশ করেছে ২৫টি ক্যাডার। কিন্তু প্রশাসন ক্যাডারের সদস্যদের মাধ্যমে গঠিত পক্ষপাতদুষ্ট জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে এসব দাবির কোনো প্রতিফলন ঘটেনি।
পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে, স্বল্প সময়ের মধ্যেই এ বিষয়ে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে এবং সংশ্লিষ্টদের লিখিতভাবে অবহিত করাসহ ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রাখা হবে। বৈষম্যহীন, জনবান্ধব সিভিল সার্ভিস না হওয়া পর্যন্ত পরিষদের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মসূচির মধ্যে রয়েছে, ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সারা দেশের সব দপ্তরে অর্ধদিবস কর্মবিরতি। ওই দিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সামনে কালো ব্যাজ পরে ব্যানারসহ অবস্থান করবেন। ২৭ ফেব্রুয়ারির মধ্যে আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে ১ মার্চ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও পক্ষপাতদুষ্ট এই আদেশ প্রত্যাহার না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
হাসপাতালের জরুরি বিভাগসহ অন্যান্য জরুরি সেবা দেওয়া কার্যক্রম এ কর্মবিরতির আওতার বাইরে থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গাজীপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, খালা-ভাগনীর মৃত্যু, আহত ৪
গাজীপুর শহরের শিববাড়ি এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশায় বাসের ধাক্কায় খালা ও ভাগনীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা যাত্রীবাহী বাসটিতে অগ্নিসংযোগ করে।
সোমবার (৩১ মার্চ) সকাল ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন চার জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
নিহতরা হলেন- নরসিংদীর রায়পুরা থানার কালিকাপুর মধ্যপাড়া রহিদ উদ্দিনের স্ত্রী শিউলি বেগম (৫১) ও তাঁর বোন লিজা বেগমের মেয়ে তাবাসসুম (৫)। তারা স্বপরিবারে গাজীপুর মহানগরীর নলজানি এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে পরিবারটি একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে গাজীপুর শহর হয়ে নরসিংদীতে আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। পথে সিএনজিটি গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস সিএনজিকে ধাক্কা দেয়।
এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজিতে থাকা শিউলি বেগম (৫১) ও তার বোনের মেয়ে তাবাসসুমের মৃত্যু হয়। সেসময় বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সর্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম বলেন, “নিহত তাবাসসুমের নানা আজ সকালে মারা যান। মৃত্যুর খবর পেয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা নিয়ে নরসিংদী যাচ্ছিলেন তারা। পথে দুর্ঘটনাটি ঘটে।”
তিনি আরো বলেন, “আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও গুরুতর। ঘাতক বাসটি আটক করা হয়েছে।”
ঢাকা/রেজাউল/এস