খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মঙ্গলবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মুখোমুখি অবস্থান দেখা গেছে।

এ নিয়ে ক্যাম্পাসে উভয়পক্ষের মধ্যে চরম উত্তজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিচ্ছিলেন। এ সময় তাদের মিছিলের পাশ দিয়ে শাখা ছাত্রদল মিছিল নিয়ে আসলে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। পরে ছাত্রদলের মিছিলটি কাঁটাপাহাড় দিয়ে সামনে চলে যায় এবং শিক্ষার্থীরা জিরো পয়েন্ট থেকে আলাওল হল প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী মোড়ে এসে সমাবেশ করেন।

মিছিলে শিক্ষার্থীরা ‘সন্ত্রাসের ঠিকানা, এ বাংলায় হবে না’, ‘আমার ভাই আহত কেন, ইন্টেরিম জবাব দে’, ‘লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দেন।

এ সময় আইন বিভাগের শিক্ষার্থী রিয়াদ বলেন, “কুয়েটে শিক্ষার্থীদের উপর ছাত্রদল কর্তৃক বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা অপরাধী দ্রুত তাদের বিচার নিশ্চিত করতে হবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজুর রহমান বলেন, আজ কুয়েটে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানিয়ে আমরা বিক্ষোভ মিছিল করেছি। ছাত্রদলের যারা হামলা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এখন আমরা আমাদের কর্মসূচি সমাপ্ত করলাম।”

ঢাকা/মিজান/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল

এছাড়াও পড়ুন:

বিশেষ দিনে নায়ক সোহেল রানার বিশেষদ খবর এলো

“অতীত নিয়ে স্মৃতিচারণ করতে আনন্দ লাগে। কিছু স্মৃতি আবার কষ্টেরও। এবার যা ভালো লেগেছে, তা হলো প্রথমবারের মতো পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের কথা বললাম।”— এভাবেই কথাগুলো বলেন চিত্রনায়ক সোহেল রানা।

১৯৪৭ সালের ২১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন সোহেল রানা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ৭৮ পূর্ণ করে ৭৯ বছরে পা দেবেন দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি ‘ড্যাশিং হিরো’খ্যাত এই অভিনেতা। বিশেষ দিনে প্রকাশিত হবে পডকাস্টের টিজার।

আজ রাত ৮টায় আইস অন পেজ ও আইস অন ইউটিউব চ্যানেলে ‘আমি সোহেল রানা’ শিরোনামে পডকাস্টটির টিজার উন্মুক্ত করা হবে। খুব দ্রুতই প্রচার শুরু হবে পডকাস্টটির।

গত বছর পরিচালক-অভিনেতা সোহেল রানার ক্যারিয়ারের ৫০ বছর পূর্তি উদযাপন করেন। তার অভিনীত ও নির্মিত ‘মাসুদ রানা’ চলচ্চিত্রটি ১৯৭৪ সালের ২৪ মে মুক্তি পায়। তবে ‘ওরা ১১ জন’ সিনেমা দিয়ে ১৯৭২ সালে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ