বাংলাদেশ ম্যাচের আগে রোহিতের পা ভাঙার চেষ্টা করলেন যে বোলার
Published: 18th, February 2025 GMT
চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের ম্যাচগুলো দুবাইয়ে খেলবে, তা সবার জানা।
টুর্নামেন্টে অংশ নিতে গত শনিবার মধ্যপ্রাচ্যের শহরটিতে পা রেখেছে ভারতীয় দল। আগামী বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান।
বাংলাদেশ ম্যাচ সামনে রেখে গত রবি ও সোমবার আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন করেছে ভারতীয় দল। যেহেতু নাজমুল–তাসকিন–মুশফিকদের বিপক্ষে ম্যাচটা দিবা–রাত্রির, তাই গতকালের অনুশীলন সেশন হয়েছে ফ্লাডলাইটের আলোয়।
সেই অনুশীলনে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে বেশ ভুগিয়েছেন অখ্যাত এক ফাস্ট বোলার। নাম তাঁর আওয়াইস খান। স্থানীয় এই বোলার নেটে রোহিতকে এতটাই ঝামেলায় ফেলেছেন যে রোহিত তাঁর গুণমুগ্ধ হয়ে গেছেন। কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় ভারতকে তৃতীয়বারের মতো নেতৃত্ব দিতে যাওয়া রোহিত এটাও মজা করে বলেছেন, আওয়াইস তাঁর পা ভেঙে ফেলার চেষ্টা করেছেন।
অনুশীলন শেষে আওয়াইসের সঙ্গে দেখা করে রোহিত বলেছেন, ‘দারুণ বোলার। তুমি তো ইনসুইংগিং ইয়র্কার দিয়ে আমার জুতা.
এ সময় আওয়াইস বলেন, ‘আপনার বিপক্ষে বল করে আমিও মজা পেয়েছি।’
বৈশ্বিক টুর্নামেন্টে ইনসুইংগিং ইয়র্কারে রোহিতকে অতীতেও বেগ পেতে হয়েছে। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের মোহাম্মদ আমিরের এ ধরনের ডেলিভারিতে এলবিডব্লু হন রোহিত। ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপেও শাহিন আফ্রিদির একই ধরনের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন।
দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলন করেছেন রোহিত শর্মাউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পদ্মা সেতুতে সর্বমোট টোল আদায় ২ হাজার ২৭৭ কোটি ৫৫ লাখ টাকা
পদ্মা সেতুর উদ্বোধনের পর থেকে শনিবার পর্যন্ত উভয় প্রান্তের টোল প্লাজায় সর্বমোট টোল আদায় হয়েছে ২ হাজার ২৭৭ কোটি ৫৫ লাখ ৯১ হাজার ৪৫৯ টাকা। আর ঈদযাত্রার পাঁচ দিনে শনিবার পর্যন্ত পদ্মা সেতু হয়ে ১ লাখ ৫২ হাজার ৩২৭টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে ১৭ কোটি ৪২ লাখ ২১ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
সেতু কর্তৃপক্ষের পরিচালক আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, শেষ মুহূর্তের ঈদযাত্রায় পদ্মা সেতু অতিক্রম করে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার লাখ লাখ মানুষ। তবে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহন ও যাত্রীদের চাপ নেই। কখনও কখনও একেবারেই ফাঁকা থাকছে টোল প্লাজা।
শনিবার পদ্মা সেতু দিয়ে ৩৬ হাজার ৯২৪ যান পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ৮ হাজার ৭৫০টি। টোল আদায় হয়েছে ৪ কোটি ৭ লাখ ৯২ হাজার ২০০ টাকা।
এছাড়া শনিবার পর্যন্ত ঈদযাত্রার পাঁচ দিনে পদ্মা সেতু হয়ে ১ লাখ ৫২ হাজার ৩২৭টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ১৭ কোটি ৪২ লাখ ২১ হাজার ৭০০ টাকা।
সেতু কর্তৃপক্ষের পরিচালক আলতাফ হোসেন আরও জানান, লম্বা ছুটির কারণে এবার ঈদযাত্রায় চাপ অপেক্ষাকৃত কম। রোববার ভোরেও টোল প্লাজা ঘিরে যানবাহনের লম্বা লাইন ছিল। কিন্তু বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা কমতে থাকে।
টোল আদায়ে সংশ্লিষ্টরা জানান, রাত পোহালেই ঈদ, কর্মজীবী ও ব্যবসায়ী অনেকে পরিবার পরিজন নিয়ে বাড়ি যাচ্ছেন। তাই রোববারও অস্থায়ী টোল বুথটি চালু রাখা হয়। এখন ৯টি লেনে টোল আদায় করা হচ্ছে। তবে অনেকেই গরম এবং যানজট এড়াতে সেহেরির পরপরই বেরিয়ে পড়েন। তাই সকালে কিছুটা চাপ থাকলেও বেলা গড়ানোর পর চাপ কমতে থাকে।
একই চিত্র দেখা গেছে জেলার অপর মহাসড়ক ঢাকা-চট্টগ্রামের পথেও। রোববার সকাল থেকে এ মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ১৩ কিলোমিটারে ছিল না কোনো যানজট।