ঢালাওভাবে মামলার অভিযোগে কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা অংশ নিচ্ছেন না। মঙ্গলবার মনোনয়নপত্র কেনার শেষ দিন আওয়ামী লীগ সমর্থিত কোনো আইনজীবী মনোনয়ন ফরম না কেনায় নির্বাচনে তাদের অংশ না নেওয়ায় বিষয়টি চূড়ান্ত হয়ে যায়। আওয়ামী লীগপন্থী আইনজীবীদের অভিযোগ ‘তাদের নির্বাচন থেকে বিরত রাখতেই আগাম মামলা দেওয়া হয়।’ 

এদিকে বুধবার বিকাল ৫টার মধ্যে কেনা মনোনয়ন ফরম জমা দেওয়ার কথা রয়েছে। যদিও আওয়ামী লীগের আইনজীবীরা বলছেন ‘গঠনতন্ত্রে ফরম কেনা ও জমা দিতে ৩ দিনের সময় দেওয়ার বিধান থাকলেও এবার রাখা হয়েছে একদিন। 

আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা অভিযোগ করেন, ৬ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা আদালত চত্বরে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেন। একই দিন তারা আইনজীবী সমিতির সভাপতি মোস্তফিজুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়ার কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে ১২ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের সংগঠক মো.

ইনজামুল হক রানা বাদী হয়ে সদর আসনের সাবেক এমপি বাহা উদ্দিনসহ ২৬১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্তত ৩২ আইনজীবীকে আসামি করা হয়। মামলায় অভিযুক্ত আইনজীবীরা জানান, নির্বাচনে তাদের বিরত রাখতেই ঢালাওভাবে আইনজীবীদের নামে এ মামলা দায়ের করা হয়।  

আইনজীবী সমিতির সভাপতি মোস্তফাফিজুর রহমান লিটন সমকালকে বলেন, এটা দেশের জেলা আইনজীবী সমিতির মধ্যে একটি রেকর্ড, যেখানে সভাপতি ও সেক্রেটারিসহ একসঙ্গে ৩২ জন আইনজীবীকে ৩ আগস্ট ছাত্রজনতার মিছিলে হামলার ঘটনায় আসামি করা হয়। তিনি বলেন, কৌশলে আমাদের নির্বাচন থেকে বিরত রাখতে এবারের তফসিল ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অমান্য করে মনোনয়ন ফরম কেনা ও জমার তিনদিনের সময় দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে একদিন। নির্বাচনের সময়ও এগিয়ে আনা হয়েছে এক সপ্তাহ। ওই আইনজীবী নেতার ভাষ্য ‘আমরা আদালত চত্বরে যাওয়ার পরিবেশ পাইনি, সেখানে মহড়া দেওয়া হয়েছে। আমাদের নিরাপত্তা নিয়েও সংশয় ছিল। তাই আমাদের কেউ ফরম আনতে যায়নি।’ 

তবে এসব অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী মফিজুল ইসলাম বলেন, এ মামলার সঙ্গে নির্বাচনের  সম্পর্ক নাই। যারা টাকা জমা দিয়েছেন ও বৈধ ভোটার তারাই মনোনয়ন ফরম নিয়েছেন। যারা ফরম নিয়েছেন তাদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত কোনো আইনজীবী নেই। তারা (আওয়ামী লীগ) আসলে মনোনয়ন ফরম নিতে পারতেন। মামলার ভয়ে হয়তো আসেননি। 

এর আগে, সোমবার নির্বাচনের তফসিল ঘোঘণা করা হয়। ঘোষিত তফসিল অনুসারে মঙ্গলবার ফরম বিক্রি করা হয়। জমা ১৯ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র যাচাই-বাছাইও একই দিন বিকেলে। প্রত্যাহার ২৩ এবং চূড়ান্ত তালিকা ২৪ ফেব্রুয়ারি এবং ৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ভোটার রয়েছেন ১ হাজার ২১০ জন। 

উৎস: Samakal

কীওয়ার্ড: আওয় ম ল গ আইনজ ব ল গ সমর থ ত আইনজ ব র আওয় ম ফরম ন

এছাড়াও পড়ুন:

বিচারিক আদালতের সাজা বহাল চাইলেন অ্যাটর্নি জেনারেল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ে দেওয়া সাজা বহাল রাখার আরজি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ বুধবার ওই মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিল শুনানিতে তিনি এ আরজি জানান।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন। আগামীকাল বৃহস্পতিবার শুনানির দিন রয়েছে।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, এ ধরনের হত্যাকাণ্ডে জাতির হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বিবেকবান মানুষ এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বিচারিক আদালতের রায়ে ভুল নেই। আর সাজা যদি বহাল না থাকে, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো মেধাবী শিক্ষার্থীকে তাঁর মা–বাবা পাঠাতে সাহস করবে না, নৈরাজ্যবাদের স্বর্গরাজ্যে পরিণত হবে। এ ঘটনার যথাযথ বিচার না হলে সমাজে ভুল বার্তা যাবে। সে কারণে বিচারিক আদালতের সাজা বহাল চান তিনি।

এর আগে ওই মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক। রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। অন্যদিকে বিচারিক আদালতের রায়ের পর কারাগারে থাকা দণ্ডিতরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল ও আপিল করেন। আসামিদের এই ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিলের ওপর হাইকোর্টে শুনানি চলছে। পেপারবুক থেকে উপস্থাপনের পর গতকাল রাষ্ট্রপক্ষ আপাতত যুক্তি উপস্থাপন শেষ করে।

আজ দিনের প্রথমার্ধে আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোর্শেদ অমর্ত্য ইসলামের পক্ষে আইনজীবী আজিজুর রহমান শুনানি করেন। মধ্যাহ্ন বিরতির পর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার ও নূর মুহাম্মদ আজমী উপস্থিত ছিলেন।

আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান বলেন, চারজন সাক্ষীর বরাত দিয়ে অমর্তে৵র বিরুদ্ধে বিচারিক আদালত রায় দিয়েছেন। অস্তিত্বহীন জবানবন্দি। কেননা, চার সাক্ষীর কেউই বলেনি যে অমর্ত্য হত্যাকাণ্ডে অংশগ্রহণ ও আঘাত করেছে। অথচ রায়ে বলা হয়েছে, অংশগ্রহণ করেছে, যা জালিয়াতির শামিল।

প্রত্যুত্তরে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, সাক্ষী যা বলেননি, তা বিচারিক আদালতের রায়ে আলোচনা করা হয়েছে বলে আসামিপক্ষের আইনজীবী বলেছেন। এখানে কোড–আনকোড উল্লেখ করা হয়নি। সাক্ষীর বক্তব্য সামারি করে বলা হয়েছে। সাক্ষীদের মধ্যে প্রত্যেকেই কোনো না কোনোভাবে প্রসিকিউশনের ঘটনাকে সমর্থন করেছেন। যে কারণে অন্যভাবে চিন্তা করার সুযোগ নেই। সাধারণ পরিবারের সদস্য আবরারের বিরুদ্ধে তখন বিরোধীপক্ষের একটি রাজনৈতিক দলের ট্যাগ দেওয়া হয়। এমন পরিস্থিতিতে ওই সময় সরকারি দলের ছাত্রসংগঠনের বিরুদ্ধে বাদীপক্ষ কোনো সাক্ষীকে প্রভাবিত করবে—এমন মনে করা হলে সে ক্ষেত্রে বক্তব্য হচ্ছে, এটি ভ্রান্ত ব্যাখ্যা। এটি বিভ্রান্ত করার জন্যই বলা হচ্ছে। এ মামলায় আটজন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবাবনবন্দি দিয়েছেন, যা একে অপরকে সমর্থন করে। এখানে পরিস্থিতিগত প্রমাণাদি এবং আবরারকে কীভাবে ধরে নিয়ে গিয়েছিল, কারা ধরে নিয়ে গিয়েছিল—সেগুলোও একটি অন্যটিকে সমর্থন করে।

ফৌজদারি কোনো মামলায় বিচারিক আদালতের রায়ে কারও মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে, যেটি ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত। অন্যদিকে দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিরা জেল আপিল, নিয়মিত আপিল করতে পারেন। সাধারণত ডেথ রেফারেন্স ও এসব আপিলের ওপর একসঙ্গে হাইকোর্টে শুনানি হয়ে থাকে।

ওই মামলায় বিচারিক আদালতের রায়ের পর কারাগারে থাকা দণ্ডিতরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল ও আপিল করেন। পৃথক জেল আপিল গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য ২০২২ সালের ২৬ জানুয়ারি হাইকোর্টে ওঠে। সেদিন হাইকোর্ট আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেন। পাশাপাশি নিয়মিত আপিল করেন কারাগারে থাকা দণ্ডিতরা। আসামিদের এই ডেথরেফারেন্স, জেল আপিল ও আপিলের ওপর হাইকোর্টে শুনানি চলছে। গত বছরের ২৮ নভেম্বর রাষ্ট্রপক্ষ পেপারবুক (মামলার বৃত্তান্ত) উপস্থাপনের মধ্য দিয়ে শুনানি শুরু করে। এরপর পেপারবুক থেকে উপস্থাপনের মাধ্যমে ১০ ফেব্রুয়ারি থেকে পুনরায় শুনানি হয়।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে ২০১৯ সালের ১৩ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। তা আমলে নিয়ে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আসামিদের মধ্যে ২২ জনকে রায়ের দিন আদালতে আনা হয়। পলাতক তিনজন। আসামিরা সবাই বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতা-কর্মী।

সম্পর্কিত নিবন্ধ

  • এক সপ্তাহে অর্থনীতি সমিতির কার্যালয়ে দুই দফা হামলা, থানায় জিডি
  • বিচারপ্রার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা বিচারকের
  • বিনা ভোটে জয়ের পথে প্রার্থীরা
  • ‘হয়রানি করতে’ খালেদা জিয়াকে আসামি
  • সব পদেই বিনা ভোটে জয়ী হতে যাচ্ছেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা
  • যুবকের সঙ্গে সম্পর্ক, আদালতে নারীর আত্মহত্যার চেষ্টা
  • বিচারিক আদালতের সাজা বহাল চাইলেন অ্যাটর্নি জেনারেল
  • কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে এবার লড়ছেন না আওয়ামী লীগপন্থীরা
  • ছাত্র সংসদ নির্বাচন ছাত্রদলে ‘আটকা’