রাজধানীর উত্তরায় এক দম্পতিকে কুপিয়ে জখম করার ঘটনায় আরেক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া এই যুবকের নাম আলফাজ। পুলিশ বলছে এই আলফাজ ওই দম্পতিকে সরাসরি কোপ দিয়েছিলেন। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার রাতে ঘটনার পরপরই রবি রায় (২২) ও মো. মোবারক হোসেন (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘‘এ ঘটনায় জড়িত আরো তিনজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’’ 

তিনি বলেন, “ওই দম্পতিকে যে দুজন সরাসরি কোপ দিয়েছে তাদের মধ্যে আলফাজ একজন, আরেকজন পলাতক রয়েছে। গ্রেপ্তাররা প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছে।”

সোমবার রাত সাড়ে নয়টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে ‘বেপরোয়া’ চালিয়ে যাওয়া একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। সেখানে আরেকটি মোটরসাইকেলে থাকা মেহেবুল ও নাসরিন দম্পতি এর প্রতিবাদ জানান।

এরপর রিকশায় ধাক্কা দেওয়া বাইকের আরোহীরা ওই দম্পতিকে হুমকি দেয় ও একপর্যায়ে কিল-ঘুসি মারে। পরে তারা ফোন করে আরো কয়েকজনকে ডেকে আনলে তারা অস্ত্রসহ ওই দম্পতির ওপর চড়াও হয়।

ওসি হাফিজুর বলেন, ‘‘আহত দম্পতি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তারা শঙ্কামুক্ত। এ ঘটনায় ভুক্তভোগী নাসরিন আক্তার ইপ্তি সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছেন।’’

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই দম্পতি রাত ৯টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন আমির কমপ্লেক্স থেকে কেনাকাটা করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের ১০ নম্বর বাসার সামনে পৌঁছালে দেখতে পান, তিন ব্যক্তি দুটি মোটরসাইকেল নিয়ে বিকট শব্দ করে দ্রুত গতিতে এলোমেলোভাবে চালিয়ে যাচ্ছেন। এ সময় একটি মোটরসাইকেল সামনে থাকা একটি রিকশাকে ধাক্কা দিলে ওই রিকশার যাত্রীর সঙ্গে মোটরসাইকেল চালক গ্রেপ্তার মোবারক হোসেনের বাগবিতন্ডা শুরু হয়।

এ সময় রিকশার পেছনে থাকা মেহেবুল ও নাসরিন দম্পতি তাদের ‘ঝামেলা করতে নিষেধ’ করলে একপর্যায়ে ‘সন্ত্রাসীরা’ তাদের মারপিট করতে থাকে এবং ঘটনাস্থলে উপস্থিত সজিব মোবাইলে ফোন করে তার সহযোগিদের ঘটনাস্থলে আসতে বলে।

এর প্রায় ১০ মিনিট পর ৪/৫ জন ‘সন্ত্রাসী’ দেশীয় অস্ত্র রামদাসহ ঘটনাস্থলে এসে মেহেবুল হাসানকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় নাসরিন আক্তার ইপ্তি তার স্বামীকে বাঁচানোর জন্য চেষ্টা করলে ‘সন্ত্রাসীরা’ তাকেও রামদা দিয়ে আঘাত করে। 

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় রবি ও মোবারককে গ্রেপ্তার করলেও বাকিরা পালিয়ে যায়। এরপর পুলিশ আহত দম্পতিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়, তারা বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার একটি ভিডিও রাতেই ফেইসবুকে ছড়িয়ে পড়লে ব্যপক সমালোচনা শুরু হয়। মাত্র ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সড়কে একটি বাড়ির দেওয়াল ঘেঁষে ফুটপাতে পাশাপাশি থাকা এক নারী ও এক পুরুষকে আঘাত করছেন দুই যুবক। একপর্যায়ে হামলাকারী দুই যুবককে রামদা হাতে নিয়ে ফুটপাত ধরে সামনের দিকে চলে যেতে দেখা যায়।

ঢাকা/মাকসুদ/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর ঘটন য়

এছাড়াও পড়ুন:

শাহরুখের জমকালো উপস্থাপনায় আইপিএলের উদ্বোধন

প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো আইপিএলের ১৮তম আসর। উদ্বোধনী দিনেই কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে পর্দা উঠল এবারের আসরের। ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত হয় বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে মঞ্চ মাতান বলিউডের তারকারা।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার পর মঞ্চে আসেন বলিউড কিং শাহরুখ খান। নিজের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত আসরের শিরোপাজয়ী এই তারকা ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক। মঞ্চে উঠে ইডেন গার্ডেন্সের দর্শকদের প্রশংসা করে শুরু করেন অনুষ্ঠান, এরপর একে একে ১০টি দলের নাম উচ্চারণ করে আইপিএলের সূচনার ঘোষণা দেন তিনি।

এরপর শুরু হয় সংগীত ও নৃত্য পরিবেশনা। বিখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল পারফর্ম করেন জনপ্রিয় গান ‘তুমি যে আমার’, ‘কর ময়দান ফতে’, ‘স্বামী’, ‘ঢোল বাজে’ ও ‘বন্দে মাতারাম’-এর মতো গানগুলোর মাধ্যমে। ১৫ মিনিটের পরিবেশনায় শ্রেয়া মঞ্চে ছড়ান সুরের জাদু।

আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিরাট কোহলি। শাহরুখ মঞ্চে ডেকে এনে ‘ঝুমে জো পাঠান’ গানে নাচতে বলেন তাকে। কোহলিও শাহরুখের সঙ্গে তাল মিলিয়ে নাচে অংশ নেন। পাশে দাঁড়িয়ে থাকা রিঙ্কু সিং উপভোগ করেন সেই মুহূর্ত।

উদ্বোধনী মঞ্চে শাহরুখ ও শ্রেয়ার সঙ্গে দর্শকদের মাতিয়েছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানিও। এই জমকালো আয়োজনে আইপিএলের শুরুর দিন রঙিন হয়ে উঠেছিল ইডেন গার্ডেন্স।

সম্পর্কিত নিবন্ধ

  • এল ক্লাসিকো জিতে রিয়ালের ইতিহাস, মানসিকভাবে বিপর্যস্ত বার্সা
  • ‘যথাযথ সম্মান’ না পেয়ে ক্ষোভ, এরপর বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি
  • ‘অভিষেকে’ আইপিএলে প্রথম সেঞ্চুরি ঈশানের, রান পাহাড়ে চড়ে জিতল হায়দরাবাদ
  • নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, কোমরে বাঁধা ছিল বালুর বস্তা
  • জিকে শামীম ও তার মায়ের রায় ২৭ মার্চ
  • এক হাতির মৃত্যুর পর চলে এল একপাল হাতি, ফসল মাড়িয়ে-চিৎকার করে যেন প্রতিবাদ জানাল
  • কল মার্জিং প্রতারণা কী, নিরাপদ থাকবেন যেভাবে
  • সল্ট–কোহলির ব্যাটে উড়ে গেল চ্যাম্পিয়ন কলকাতা
  • যুদ্ধবিরতি ভেঙে এবার লেবাননে হামলা ইসরায়েলের, নিহত ৮
  • শাহরুখের জমকালো উপস্থাপনায় আইপিএলের উদ্বোধন