দিনাজপুরের খানসামায় পোল্ট্রি মুরগির খামারে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে খামারে থাকা প্রায় তিন হাজার মুরগিসহ স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ১ নম্বর আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী বটতলা বাজারের পাশে এ ঘটনা ঘটে। এসময় মুরগিসহ সকল স্থাপনা পুড়ে যায়।

বেলাল ইসলাম, রশিদ ইসলাম ও হাচান নামের তিন ব্যক্তি এই খামারের মালিক।

খামারের মালিকরা জানান, আজ সকালে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই আগুন ছড়িয়ে পড়লে খামারে থাকা ১৫ দিন বয়সী তিন হাজার মুরগি ও সকল স্থাপনা পুড়ে ছাই হয়ে যায়। 

পরবর্তী খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্য ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খামার মালিকরা দাবি করেন, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

খানসামা ফায়ার সার্ভিস ইনচার্জ আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্র হয়েছে।

ঢাকা/মোসলেম/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ডিএসই ও সিএসইতে নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা নতুন ১০ বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে।

সোমবার (২৪ মার্চ) থেকে ডিএসই ও সিএসইতে ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তথ্য মতে, নতুন বন্ডটির নাম হলো- ‘‘10Y BGTB 19/03/2035’’। ডিএসইতে বন্ডটির লেনদেন কোড- ''TB10Y0335'' এবং ডিএসইতে স্ক্রিপ্ট কোড- "88531"। একইভাবে সিএসইতে বন্ডটির লেনদেন কোড- ''TB10Y0335'' এবং সিএসইতে ট্রেডিং আইডি- "50297"।

তথ্য মতে, ‘এ’ ক্যাটাগরিতে ডিএসই ও সিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০৩৫ সালের ১৯ মার্চ শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০২.৫০৫৪ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১২.০৫ শতাংশ হারে বছরে ২ বার কুপন প্রদান করবে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ