বগুড়ায় শেষ হলো দুই দিনব্যাপী পদার্থ বিজ্ঞান মেলা
Published: 18th, February 2025 GMT
বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ এলাকায় দুই দিনব্যাপী পদার্থ বিজ্ঞান মেলা শেষ হয়েছে। ব্যতিক্রম এ মেলার শেষ দিনে মঙ্গলবার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তাদের তৈরি উদ্ভাবন প্রদর্শন করে। মেলায় ২২টি উদ্ভাবন প্রদর্শন করা হয়।
এতে জুনিয়র গ্রুপে দাড়িদহ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ‘নিদিষ্ট দুরত্বে বিদ্যুৎ প্রেরনের জন্য তারের ব্যাস নির্নয়’ উদ্ভাবন করে প্রথম স্থান অর্জন করে। সিনিয়র গ্রুপে দাড়িদহ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘রেকটিফিকেশন’ উদ্ভাবন করে দ্বিতীয় হয়েছে। আর ‘আবেশক নির্মাণ’ উদ্ভাবন করে তৃতীয় হয়েছে বিশেষ গ্রুপ।
মঙ্গলবার বিকেলে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসনিমুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ, দাড়িদহ ইউপির সাবেক চেয়ারম্যান মাহাবুব আলম মানিক, দাড়িদহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান মেলার উদ্যোক্তা ফরিদুল ইসলাম।
ফরিদুল ইসলাম জানান, তিনি এলাকার স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে পদার্থ বিজ্ঞান শেখান। তার বাড়িতে একটি পদার্থ বিজ্ঞান বিষয়ে ল্যাব তৈরি করেছেন। সেখানে হাতে-কলমে শিক্ষার্থীদের শেখানো হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: পদ র থ ব জ ঞ ন উপজ ল
এছাড়াও পড়ুন:
বৈষম্যবিরোধী আন্দোলন আয়োজিত উন্মুক্ত কনসার্ট স্থগিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হতে যাওয়া ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টটি হঠাৎ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থগিতের বিষয়টি আয়োজকরা নিশ্চিত করেছেন।
তবে হঠাৎ করেই একদিন আগে কেন আলোচিত এ কনসার্টটি স্থগিত করা হলো সে বিষয়টি দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে আয়োজকদের একজন জানিয়েছেন নিরাপত্তা ইস্যুতে আপাতত স্থগিত করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
আগামী ২২ ফেব্রুয়ারি রাজধানীর পুরোনো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আয়োজকরা জানান, নিরাপত্তার কারণে কনসার্টটি স্থগিত করা হয়েছে। তবে কখন কনসার্টটি হবে তা নিয়ে বিস্তারিত জানা যায়নি।
আয়োজকদের পক্ষ থেকে এর আগে বলা হয়, ‘এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্ট ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে।
‘তাদের সামনে দেশের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। আমরা দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজিয়েছি; যারা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।’
প্রসঙ্গত, এই কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে গান গাওয়ার কথা ছিল নগর বাউল জেমস। আরও গান শোনানোর কথা ছিল ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকে।