জমকালো আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সেক্রেটারী কাপ ব্যাটমিন্টন (ডাবল) টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত ২০ জানুয়ারী থেকে এই টুর্নামেন্ট শুরু হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় জেলা আইনজীবী সমিতির সংলগ্ন মাঠে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানের সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

ফাইনাল খেলায় মুখোমুখী হবেন অ্যাডভোকেট শেখ আনজুম আহমেদ রিফাত ও অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বনাম অ্যাডভোকেট সোয়েব আহমেদ শুভু ও অ্যাডভোকেট কাজী মোহাম্মদ সুমন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ।


জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মো: রবিউল ইসলাম, জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মাসুম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: হায়দার আলী সহ বিচারকগণ উপস্থিত থাকার কথা রয়েছে।

এ ছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভুঁইয়া, জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, জেলা আদালতের জিপি অ্যাডভোকেট খন্দকার আবুল কালাম আজাদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা। এছাড়াও আরও উপস্থিত থাকবেন আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।

টুর্নামেন্টের আয়োজনে পরিচালনায় ও সহযোগীতায় ছিলেন জেলা আইনজীবী সমিতির ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল প্রধান এবং সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসমা হেলেন বিথি।

টুর্নামেন্টে বিজয়ী টিমকে ৩২ ইঞ্চি স্মার্ট টিভি ও রানার আপ টিমকে ২৮ ইঞ্চি স্মার্ট টিভি পুরস্কৃত করা হবে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল ফ ইন ল খ ল আইনজ ব ম আজ দ অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

বন্দরে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামী ইফতার মাহফিল  

বন্দরে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) বিকেলে বন্দর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর উপজেলা শাখার আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর উপজেলা শাখার আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারী আবু সাঈদ মোঃ মুন্না, ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর থানা সাবেক আমীর ডাঃ শহিদুল ইসলাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর উপজেলা সেক্রেটারী আরিফুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও বিএনপি নেতা মোস্তাকুর রহমান, রুহুল আমীন, মো: সাখাওয়াত হোসেন, মো: জয়নাল আবেদীন ও মো: ইস্রাফিল ফরার্য়েজী প্রমুখ।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা মো. কবির হোসেন, বন্দর প্রেসক্লাবের সহ সভাপতি মেহেবুব হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সহ সাধারন সম্পাদক জি.এম. সুমন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, প্রচার সম্পাদক শাহ জামাল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, ক্রিড়া সম্পাদক দ্বীন ইসলাম দীপু, বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি নূর জ্জামান মোল্লা, সাবেক সহ সাধারণ সম্পাদক হাজী নাসির উদ্দিন, বন্দর প্রেসক্লাবের স্থায়ী সদস্য লতিফ রানা, আরিফ হোসেন কনক, ইকবাল হোসেন, দৈনিক সময়ের কাগজের জেলা প্রতিনিধি মো. ইব্রাহীম, সিএনএন বাংলা জেলা প্রতিনিধি এস.এম শাহীন, দৈনিক সংগ্রাম পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মো. জয়নাল আবেদীন, দৈনিক আজকের  নীর বাংলা পত্রিকার প্রতিনিধি
বিল্লাল হোসেন ।  
 

সম্পর্কিত নিবন্ধ

  • রিমান্ড মঞ্জুরের পর কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বললেন, ‘ঈদ মোবারক’
  • রিমান্ড শুনানি শেষে পলকের আইনজীবী বললেন, ভাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন
  • ঈদে ব্যস্ততা বেড়েছে নারায়ণগঞ্জের হোসিয়ারিপল্লিতে, ৫০০ কোটি টাকা বিক্রির আশা
  • ঈদে লম্বা ছুটি ঢাকা ছাড়বে পৌনে দুই কোটি মানুষ
  • ভুয়া সংগঠন ‘জিয়া প্রজন্ম’ ও ‘জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদের’ তিন নেতার বিরুদ্ধে মামলা
  • বাসসের এমডি মাহবুব মোর্শেদসহ তিনজনের বিরুদ্ধে মানহানির মামলা
  • শহরের তিন স্থানে মিলছে সুলভ মূল্যে ডিম, দুধ, মাংস
  • আরও দুই আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম পরিবর্তন
  • বন্দরে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামী ইফতার মাহফিল  
  • ভারত সরকারের বিরুদ্ধে ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সের মামলা, অভিযোগ তথ্য নিয়ন্ত্রণের