বরগুনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার
Published: 18th, February 2025 GMT
অপারেশন ডেভিল হান্টের চলমান অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে সদরের বাঁশবুনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানান, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ছাত্র সমন্বয়ক মীর নিলয়ের বাড়িতে হামলা ও সম্প্রতি আওয়ামী লীগের লিফলেট বিতরণ করে দেশে নৈরাজ্যের সৃষ্টির পাঁয়তারা করার দায়ে বিশেষ ক্ষমতা আইনের এজাহার ভুক্ত আসামি সাইফুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
ঢাকা/ইমরান/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৩নং ওয়ার্ড বিএনপি নেতা তাজুল ইসলাম আর নেই, মামুন মাহমুদ’র শোক
৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সম্পাদক, তাজুল ইসলাম (৫৪) ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহের রাজেউন।
সোমবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টায় সানারপাড় লন্ডন মার্কেটস্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপি নেতা তাজুল ইসলাম বিএনপির অত্যান্ত নিবেদিত নেতা ছিলেন। দীর্ঘদিন শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি যখনই সুযোগ পেতেন ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতেন।
তাজুল ইসলাম সামাজিকভাবে অত্যান্ত গ্রহনযোগ্য ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির একজন সৈনিককে হারালাম।
বিএনপি নেতা তাজুল ইসলামের মৃত্যুতে আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপি গভীর শোকা জানাচ্ছি। তার পরিবার পরিজনের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। তার রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাজুল ইসলামকে জান্নাতুল ফেরদাউস দান করুন।