ছবি: প্রথম আলো

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের কোচ-অধিনায়ক চূড়ান্ত হবে সোমবার

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্সসহ সিনিয়র সহকারি কোচ মোহাম্মদ সালাউদ্দিনদের মেয়াদ ছিল চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। এ ছাড়া টি-টোয়েন্টি অধিনায়কের পদও এখনো ফাঁকা।

অবশেষে কোচ-অধিনায়কের পদ চূড়ান্ত হতে যাচ্ছে। সোমবার (২৪ মার্চ) বোর্ড সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত কোচিং প্যানেল এবং টি-টোয়েন্টি অধিনায়কের নাম চূড়ান্ত হবে।

চ্যাম্পিয়নস ট্রফির পরেই সিমন্সকে প্রস্তাব দিয়েছিল বিসিবি। জানা গেছে এই উইন্ডিজ কোচও রাজি। দুই পক্ষের মাঝে আলোচনা চলছিল চুক্তিপত্র নিয়ে। এ ছাড়া সালাউদ্দিনকে নিয়েও আশাবাদী ক্রিকেট বোর্ড।

আরো পড়ুন:

কেন্দ্রীয় চুক্তি থেকে মাহমুদউল্লাহর নাম প্রত্যাহার

তৃতীয় বিভাগ বাছাই লিগের ‘মেধাবী ক্রিকেটার’দের পরিচর্যায় বিসিবি

এদিকে টি-টোয়েন্টির নেতৃত্ব পেতে যাচ্ছেন লিটন দাস। এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। এখন দেখার বিষয় আসলে লিটন নেতৃত্বের ভার নেন কি না।

এবারের বোর্ড মিটিংয়ে ফিল্ডিং কোচ নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে। বিসিবি দুজন ফিল্ডিং কোচের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছে। একজন জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকবেন আরেকজন বয়সভিত্তিকসহ দেশীয় কোচদেরও ফিল্ডিংয়ের দীক্ষা দেবেন।

এ ছাড়া বিপিএলের লভ্যাংশ, পূর্বাচল স্টেডিয়াম, জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিসহ নানা বিষয় নিয়ে বোর্ড মিটিংয়ে আলোচনা হবে।

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ