কারাবন্দী নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তি ও দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবিতে সারা দেশে বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব কর্মসূচিতে বক্তারা এ টি এম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে লড়াই করার হুঁশিয়ারি দেওয়া হয়।

খুলনা
বিকেলে খুলনার ঐতিহাসিক শহীদ হাদিস পার্কে খুলনা মহানগর ও জেলা জামায়াত আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মহনগর জামায়াতে ইসলামীর আমির মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।

জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান ও মহানগর সহকারী সেক্রেটারি  শেখ জাহাঙ্গীর আলমের সঞ্চালনা বক্তৃতা করেন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, জেলা নায়েবে আমির  মাওলানা কবিরুল ইসলাম, মহানগর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হোসাইন, বটিয়াঘাটা উপজেলা আমির মাওলানা শেখ মো.

আবু ইউসুফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সভাপতি অধ্যক্ষ গাউসুল আজম, মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, ছাত্রশিবিরের খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন, খুলনা জেলা উত্তর সভাপতি আবু ইউসুফ ফকির ও জেলা দক্ষিণ সভাপতি আবু জার আল গিফারী।

সমাবেশের প্রধান অতিথি কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন তুলে বলেন, আয়নাঘরসহ সব নিষ্ঠুরতার মাস্টারমাইন্ড শেখ হাসিনার ১৭ বছরের কালোযুগে দেওয়া সব মিথ্যা মামলা ও কথিত রায়ে অনেকেই মুক্তি পেলেও জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম কেন এখনো কারাবন্দি।
ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিচারিক কার্যক্রম সারা বিশ্বে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ ও প্রত্যাখ্যাত উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বৈরাচারের আমলে গ্রেপ্তার এ টি এম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তাঁর প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়। দেশবাসী স্বৈরাচারের কবল থেকে পরিপূর্ণভাবে মুক্তি চায় উল্লেখ করে তিনি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের শহীদ পার্ক থেকে শুরু হয়ে পিকচার প্যালেস মোড়, ডাকবাংলো মোড়, ফেরিঘাট, পাওয়ার হাউস মোড় হয়ে শিববাড়ী মোড়ে গিয়ে শেষ হয়।

সিলেট নগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা ও মহানগর শাখা। আজ নগরের কোর্টপয়েন্টে

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজনীতিতে আবারও কালো মেঘ দেখতে পাচ্ছি: গোলাম পরওয়ার

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ