উপজেলা পর্যায়ে সরকার নতুন করে ২১৪টি মডেল মসজিদ নির্মাণ করবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষদিনের একাদশ অধিবেশন শেষে সাংবাদিকদের তি‌নি এ কথা ব‌লেন।

সরকার এরই মধ্যে সাড়ে ৩০০ মডেল মসজিদ কাম ইসলামিক সেন্টার নির্মাণকাজ সম্পন্ন করেছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, আমি গতকাল কক্সবাজারের পেকুয়ায় একটি মডেল মসজিদ উদ্বোধন করে এসেছি। আমার সচিব আরো ৪৯টি করবেন, আমিও থাকব কিছুতে।

‘‘আমরা উপজেলা পর্যায়ে ২১৪টি নতুন মডেল মসজিদ নির্মাণ করব। এগুলোর ক্ষেত্রে যেন সাইট সিলেকশন ভালোমতো হয়, সাইট সিলেকশন কমিটির সভাপতি হচ্ছেন জেলা প্রশাসকরা। সাইটটা যেন সঠিকভাবে নির্বাচন হয়, নির্মাণসামগ্রী যেন উন্নত হয়, এ ব্যাপারে কঠোর মনিটরিং ও নিবিড় পর্যবেক্ষণের জন্য ওনাদের বলেছি’’ জানান তি‌নি।

সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রক্ষার জন্য জেলা প্রশাসকদের সতর্ক থাকার নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে জা‌নি‌য়ে খালিদ হোসেন বলেন, ‘‘কোনো দুর্বৃত্ত যেন মন্দির, মাজার, মসজিদ, প্যাগোডা অথবা চার্চে অপবিত্রতা করতে না পারে। আমি ওনাদের এ ব্যাপারে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছি। অতীতে ওনারা এভাবে সহযোগিতা করেছেন, আগামী দিনেও যেন সাম্প্রদায়িক সম্প্রীতির যে আবহ ভোগ করছি, সেটা বহাল থাকে। আগামী দিনে যেন এ সম্প্রীতির ভ্রাতৃত্বের ধারাবাহিকতা আরো বেগবান হয়, এ ব্যাপারে ওনাদের পরামর্শ দিয়েছি।’’

‘‘অপরাধী ধরা পড়লে সঙ্গে সঙ্গে আইনের আওতায় এনে তাদের বিচারের সম্মুখীন করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি।’’ সরকারি ব্যবস্থাপনায় হাজিদের সংখ্যা বাড়ানোর জন্য ওনাদের উদ্যোগী হওয়ার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন তি‌নি।

বেসরকারি হজ ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য আছে জা‌নি‌য়ে উপ‌দেষ্টা ব‌লেন, ‘‘বিভিন্ন জায়গা থেকে তারা হাজি সংগ্রহ করে, এজেন্সিকে দেয়। এজেন্সির মালিকের সঙ্গে ওই হাজির যোগাযোগ নেই। আমাদের ধর্ম মন্ত্রণালয়ের একটা নির্দেশনা আছে, হাজিদের সঙ্গে এজেন্সির চুক্তি থাকতে হবে। এজেন্সি কোন মানের বাড়িতে রাখবে, ক্যাটারিং সার্ভিস কীভাবে দেবে, পরিবহন সুবিধা কতটুকু দেবে- এসব বিষয়ে চুক্তি। ওনারা মালিকদের চেনেনও না, চুক্তিও করেন না। ফলে অনেক সময় বিপর্যয় দেখা দেয়, ভুল বোঝাবুঝি হয়, আমাদের কাছে বিচার আসে।

ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য সরক র

এছাড়াও পড়ুন:

ব্রাজিল কোচ হওয়ার বিষয়ে যা বললেন আনচেলোত্তি

আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বুধবার সকালে ৪-১ ব্যবধানে হার মানে ব্রাজিল। এরপর থেকেই গুঞ্জন চলছে কোচ ডোরিভাল জুনিয়রকে ছাটাই করবে ব্রাজিল। তার জায়গায় রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তিকে নেওয়া হবে।

তবে আজ শুক্রবার (২৮ মার্চ) এই বিষয়টি পরিস্কার করতে কথা বলেছেন আনচেলোত্তি। সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার বিষয়ে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। এছাড়া, কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো নাজারিওর দাবি নিয়েও তিনি দ্বিমত প্রকাশ করেছেন। আনচেলোত্তি আবারও নিশ্চিত করেছেন যে তিনি রিয়াল মাদ্রিদেই থাকতে চান।

সম্প্রতি রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রোনাল্ডো নাজারিও দাবি করেছিলেন যে, আনচেলোত্তির সঙ্গে ব্রাজিল দলের কোচ হওয়ার বিষয়ে অতীতে আলোচনা হয়েছিল এবং তিনি নিজেও সেই আলোচনায় যুক্ত ছিলেন। তবে আনচেলোত্তি এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

আরো পড়ুন:

তবে কি আনচেলত্তিই হতে যাচ্ছেন ব্রাজিলের কোচ?

৬৬ বছর পর আর্জেন্টিনার কাছে এতো বড় ব্যবধানে হারল ব্রাজিল

“আমি এটা নিয়ে তার (রোনাল্ডো) সঙ্গে কথা বলেছি বলে মনে নেই। আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, তবে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কিনা আমার মনে নেই,” — সাংবাদিকদের জানান আনচেলোত্তি।

তিনি আরও বলেন, “আমার চুক্তি খুবই স্পষ্ট, এর বাইরে কিছু বলার নেই। আমি ব্রাজিল জাতীয় দল, তাদের খেলোয়াড় এবং সমর্থকদের অনেক ভালোবাসি। তবে আমি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ। এই চুক্তি একদম পরিষ্কার।”

আনচেলোত্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই সপ্তাহে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন থেকে আবারও কোনো যোগাযোগ করা হয়েছে কিনা। উত্তরে তিনি সোজাসাপ্টা বলেন, “না।”  

তার ভবিষ্যৎ নিয়ে যেসব গুঞ্জন চলছে, সেগুলো নিয়ে তিনি কীভাবে সামলাচ্ছেন জানতে চাইলে আনচেলোত্তি মজার ভঙ্গিতে উত্তর দেন, “আমি দারুণ সময় কাটিয়েছি। কারণ আমি ইতালিতে আমার দাদা-দাদী, নানা-নানীদেরসহ পূর্বপুরুষদের দেখতে গিয়েছিলাম... এবং সত্যিই ভালো সময় কেটেছে।’’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ