টানা বাজে খেলার ফল হিসেবে ভারতের ক্রিকেটারদের জন্য নেমে এসেছে বিসিসিআইয়ের কড়া বিধিনিষেধ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর তাঁদের ১০টি শর্ত দিয়ে দিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ন্যূনতম ৪৫ দিনের সফরে পরিবারের সঙ্গে সর্বোচ্চ দুই সপ্তাহ সময় কাটাতে পারবেন ভারতের খেলোয়াড়েরা।

আরও পড়ুনচ্যাম্পিয়নস ট্রফিতে কার্তিকের ‘ডার্ক হর্স’ বাংলাদেশ১ ঘণ্টা আগে

আগামীকাল থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি, যা শেষ হতে এক মাসের কম সময় লাগবে। ‘১০ দফা’র অন্যতম শর্ত হিসেবে পরিবার ছাড়া চ্যাম্পিয়নস ট্রফি খেলতে হবে রোহিত শর্মাদের, এমন তথ্য পিটিআইকে জানিয়েছিল বিসিসিআইয়ের একটি সূত্র। এমনকি একজন ক্রিকেটার এই নিয়ম শিথিল করার অনুরোধ করলেও তা রাখা হয়নি।
তবে এবার জানা গেছে, চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বের তিন ম্যাচ ও সেমিফাইনাল–ফাইনালের একটিতে চাইলে পরিবারকে নিয়ে যেতে পারবেন ভারতের ক্রিকেটাররা। সবগুলো ম্যাচই তাঁদের খেলার কথা রয়েছে দুবাইতে।

ভারতের সংবাদমাধ্যম ‘জাগরণ’ জানিয়েছে, নিজেদের কড়া সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিসিআই। পত্রিকাটির দাবি বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে খেলোয়াড়েরা চাইলে এক ম্যাচের জন্য পরিবার সঙ্গে রাখতে পারবেন।

আরও পড়ুনকেন ১ কোটি ৩২ লাখ টাকার টিকিট বিক্রি করে দিলেন পিসিবি চেয়ারম্যান২ ঘণ্টা আগে

এর আগে অস্ট্রেলিয়া সিরিজের সময় এক ক্রিকেটার ২৭টি লাগেজ নিয়ে গেছেন বলে খবর ছড়ায়। তাঁর ব্যক্তিগত সহকারী ও পরিবারের সদস্যদের লাগেজ ছিল এর মধ্যে। এরপর বিসিসিআই নিয়ম করে দেয় কোনো ক্রিকেটার দেড় শ কেজির বেশি মালামাল নিলে বাড়তি অর্থ খরচ করতে হবে তাদেরই।

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে একই গ্রুপে আছে পাকিস্তান। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। তিন দিন পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে নামবে তারা, ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ভারত।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব র

এছাড়াও পড়ুন:

গাইবান্ধায় ট্রাক্টর-পিকআপ সংঘর্ষে নিহত ১

গাইবান্ধার সাদুল্যাপুরে ট্রাক্টর ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। শনিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মুসা মিয়া (২০)। তার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি পিকআপের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই পিকআপের যাত্রী মুসা মিয়া নিহত হন। আহত হন আরো চারজন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’

আরো পড়ুন:

খোলা ট্রাক-পিকআপে ছুটছে ঘরমুখো মানুষ

হাসপাতালে পৌঁছানো হলো না মা-ছেলের

সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ‘‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/মাসুম/রাজীব

সম্পর্কিত নিবন্ধ