‘পেয়ালা’ ক্যাফের আগুন ছিল পরিকল্পিত: ব্যবস্থাপকের জবানবন্দি
Published: 18th, February 2025 GMT
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ‘পেয়ালা’ নামের ক্যাফেতে অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা ছিল না। ক্যাশ বাক্স থেকে টাকা সরানোর ঘটনা আড়াল করতে রেস্তোরাঁর ব্যবস্থাপক মেহেদী হাসান রিমন নিজেই আগুন ধরিয়ে দেন। তদন্তে এ তথ্য বেরিয়ে আসার পর সোমবার রাতে কারওয়ান বাজার থেকে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন সমকালকে বলেন, মেহেদী হাসান অনলাইন জুয়ায় আসক্ত। এ কারণে তিনি পেয়ালার ক্যাশ বাক্স থেকে ৮৫ হাজার টাকা চুরি করেন। পরে বিষয়টি চাপা দিতেই তিনি এ ঘটনার পরিকল্পনা করেন। এর আগেও তিনি নোয়াখালীর মাইজদীতে ‘কাচ্চি ডাইন’ রেস্তোরাঁয় কর্মরত অবস্থায় ১০ লাখ ৮০ হাজার টাকা চুরি করে পালিয়েছিলেন। ওই ঘটনায় নোয়াখালীর সুধারাম থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
তদন্ত সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ক্যাফেতে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। তবে কিছু বিষয়ে সন্দেহ হওয়ায় তদন্ত চালিয়ে যায় তেজগাঁও থানা পুলিশ। এক পর্যায়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, মেহেদী হাসান নিজেই টিস্যু ও পত্রিকা দিয়ে ক্যাশ কাউন্টারের নিচে আগুন ধরিয়ে দেন। কিছুক্ষণের মধ্যে আগুন পুরো রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে।
এর আগে ১৫ ফেব্রুয়ারি রাত সোয়া ৮টার দিকে কারওয়ান বাজার এলাকার জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় ‘পেয়ালা’ ক্যাফেতে অগ্নিকাণ্ড ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে রেস্তোরাঁর ভেতরে থাকা ক্যাশ কাউন্টার, কম্পিউটারসহ বিভিন্ন মালপত্র পুড়ে যায়। উধাও হয় ক্যাশবাক্সে থাকা ৮৫ হাজার টাকা। এ ঘটনায় রেস্তোরাঁর মালিক মঞ্জুরুল আলম খান বাদী হয়ে সোমবার তেজগাঁও থানায় মেহেদীর বিরুদ্ধে মামলা করেছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিবিসির সাংবাদিককে গ্রেপ্তারের পর ফেরত পাঠাল তুরস্ক
যুক্তরাজ্যের সরকারি সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) সাংবাদিক মার্ক লোয়েনকে গ্রেপ্তারের পর ফেরত পাঠিয়েছে তুরস্ক। তিনি দেশটিতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের খবর সংগ্রহ করছিলেন। লোয়েনকে ফেরত পাঠানোর ঘটনাকে বিবিসি অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছে।
বিবিসি বলেছে, লোয়েনকে বুধবার ইস্তাম্বুলে গ্রেপ্তার করা হয়। চলমান বিক্ষোভের খবর সংগ্রহে কয়েক দিন তিনি সেখানে অবস্থান করছিলেন। গত সপ্তাহে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের পর এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এক বিবৃতিতে বিবিসি বলেছে, ‘আজ (বুধবার) সকালে বিবিসি নিউজের প্রতিবেদক মার্ক লোয়েনকে ইস্তাম্বুল থেকে ফেরত পাঠিয়েছে তুরস্কের কর্তৃপক্ষ। যে হোটেলে তিনি অবস্থান করছিলেন, সেখান থেকে আগের দিন তুলে এনে তাঁকে ১৭ ঘণ্টা আটক রাখা হয়। সাম্প্রতিক বিক্ষোভের খবর সংগ্রহে মার্ক লোয়েন তুরস্কে অবস্থান করছিলেন। আইনশৃঙ্খলার জন্য হুমকি হওয়ায় তাঁকে তুরস্ক ছাড়তে বলা হয়।’
দেশজুড়ে চলা সাম্প্রতিক বিক্ষোভে ১ হাজার ৮৫০ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে তুরস্কের ১১ জন সাংবাদিকও রয়েছেন।
আরও পড়ুনতুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী কে এই একরেম ইমামোগলু২৬ মার্চ ২০২৫রোববার রাতে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ব্যাপকতা বাড়ে। এ সময় কিছু বিক্ষোভকারীকে লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এর আগে ২০ মার্চ বিক্ষোভ দমনে পিপার স্প্রে ও জলকামান ব্যবহার করা হয়।
ইমামোগলুকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। তাঁকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি। গ্রেপ্তারের পর ইমামোগলুকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)।