কুমিল্লায় মনোনয়ন ফরম নিতে পারেনি আওয়ামীপন্থী আইনজীবীরা
Published: 18th, February 2025 GMT
কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে ছাত্র জনতার নানা বাধার মুখে মনোনয়ন ফরম কিনতে পারেননি আওয়ামী পন্থী আইনজীবীরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে তারা ফরম সংগ্রহ করতে পারেননি।
জেলা আইনজীবী সমিতির ম্যানেজিং কমিটির সূত্রে জানা যায়, ২০২৫-২৬ সেশনের নির্বাচনের তফসিল অনুযায়ী মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ তারিখ ঘোষণা করা হয়। মনোনয়ন ফরম জমা বুধবার (১৯ ফেব্রুয়ারি) এবং যাচাই বাছাইও একই তারিখে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, রবিবার (২৩ ফেব্রুয়ারি) মনোনয়ন পত্র প্রত্যাহার, সোমবার (২৪ ফেব্রুয়ারি) চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও আগামী বৃহস্পতিবার (৬ মার্চ) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
আইনজীবী সূত্রে জানা যায়, মঙ্গলবার ফরম সংগ্রহের (সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) শেষ দিনে ছাত্র জনতার নানা বাঁধার মুখে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেননি আওয়ামীপন্থী আইনবজীবীরা। এছাড়া বিএনপিপন্থী অনেকেও মনোনয়নপত্র কিনতে পারেনি বলে অভিযোগ আইনজীবীদের। তাদের পছন্দের প্রার্থীদের ফরম সংগ্রহের সুযোগ দেন।
নাম প্রকাশের অনিচ্ছুক বিএনপিপন্থী কয়েক জন আইনজীবী বলেন, “একটি প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করানোর জন্য এমনটি করা হয়েছে।”
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর আহ্বায়ক মো.
এ বিষয়ে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কাজী মফিজুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত কতজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার সঠিক সংখ্যা জানা নেই। তবে সকাল থেকে বিকাল পর্যন্ত সমিতির নির্বাচন কমিটির সকল সদস্যের উপস্থিতিতে ফরম বিক্রি করা হয়।”
ফরম সংগ্রহ করতে গেলে বাঁধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা। যে টাকা জমা দিয়ে ফরম নেয়ার জন্য আসছেন, তাকেই আমরা ফরম দিয়েছি।”
ঢাকা/রুবেল/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আইনজ ব আওয় ম
এছাড়াও পড়ুন:
তারেক রহমানের নির্দেশে সেই আশরাফুজ্জামানের বিরুদ্ধে প্রতারণার মামলা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আশরাফুজ্জামান ওরফে মিনহাজ নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আজ বৃহস্পতিবার এই নালিশি মামলাটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ইলতুৎমিশ সওদাগর। আদালত মামলাটি গ্রহণ করে আসামি আশরাফুজ্জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ইলতুৎমিশ সওদাগর।
আইনজীবী ইলতুৎমিশ সওদাগর প্রথম আলোকে বলেন, আশরাফুজ্জামান ওরফে মিনহাজ একজন প্রতারক। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা পরিচয় দিয়ে প্রতারণা করেছেন। বিএনপির নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কাছেও এই ব্যক্তি নিজেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা পরিচয় দিয়ে প্রতারণা করেছেন। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আশরাফুজ্জামানের বিরুদ্ধে নালিশি মামলা করেছেন তিনি (ইলতুৎমিশ সওদাগর)। আদালত মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
এর আগে ২৪ মার্চ জালিয়াতির মাধ্যমে ভুয়া সংগঠন তৈরির অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে দুটি মামলা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দুই নেতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাঁরা এসব মামলা করেন। ভুয়া সংগঠন দুটি হলো—‘জিয়া প্রজন্ম’ ও ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’।
অন্যদিকে ১০ মার্চ তারেক রহমানের নির্দেশে কথিত ‘জাতীয়তাবাদী চালক দল’–এর সাধারণ সম্পাদক জুয়েল খন্দকার ও তাঁর ছেলে শাকিল খন্দকারের বিরুদ্ধে মামলা করা হয়। সিএমএম আদালতে বাদী হয়ে এই মামলাটিও করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর। ‘অবৈধ অস্ত্র ও ছাত্র–জনতার হত্যাকারীরা’ লুকিয়ে আছে, এমন কথা রটিয়ে ‘মব’ সৃষ্টি করে ৪ মার্চ ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় লুট করার ঘটনার জেরে এ মামলাটি করা হয়।