প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম সই করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শফিকুল আলমকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব পদে তাঁর কর্মকালীন সরকারের জ্যেষ্ঠ সচিব পদমর্যাদা দেওয়া হলো।

এর আগে ২০২৪ সালের ১৩ আগস্ট প্রধান উপদেষ্টা ড.

মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে নিয়োগ পান বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান শফিকুল আলম। সে সময় প্রজ্ঞাপনে তাঁর পদমর্যাদা বলা হয়েছিল ‘সচিব’। সেখানে বলা হয়, শফিকুল আলমকে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা (নির্ধারিত) বেতন ও অন্যান্য সুবিধাদিসহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

উৎস: Samakal

কীওয়ার্ড: পদমর য দ

এছাড়াও পড়ুন:

সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম কারাগারে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আওয়ামী লীগ আমলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব পালন করা জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন (গালিব) তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মঙ্গলবার ভোরে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১৩ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার ৭৫০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

জাহাঙ্গীর আলম ২০২৩ সালের অক্টোবরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ২০ আগস্ট জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। ২৮ অক্টোবর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি বিসিএস একাদশ ব্যাচে প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে ১৯৯৩ সালে চাকরিতে যোগ দেন।

ঢাকা/মামুন/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাবির জাপানিজ স্টাডিজের চেয়ারম্যানকে পুনর্বহাল
  • সিনিয়র সচিবের মর্যাদা পেলেন প্রেস সচিব শফিকুল আলম    
  • সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
  • সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম কারাগারে
  • সিনিয়র সচিব পদে পদোন্নতি পেলেন শফিকুল আলম