১১দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ
Published: 18th, February 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে বিএসএফের নির্যাতনে মারা যাওয়া বাংলাদেশি মো. বারিকুল ইসলামের মরদেহ ১১দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
বারিকুল ইসলামের মরদেহ গ্রহণ করে তার চাচা মো.
বারিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের জিগরিপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. সেতাবুল ইসলাম।
চলতি বছরের ৭ ফেব্রুয়ারি সীমান্ত পিলার ১০/২ থেকে প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে বারিকুল ইসলাম। এসময় ভারতীয় বাজিতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বিএসফের হেফাজতে এতদিন মরদেহটি ছিল।
এ ঘটনার ১১দিন পর পরিবারের কাছে মরদেহ ফেরত দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
মরদেহ ফেরত পাবার তথ্যটি নিশ্চিত করে নিহতের চাচা ইকবাল হোসেন বলেন বলেন, “মঙ্গলবার বিকেলে ভাতিজার মরদেহ ফেরত পেয়েছি। এদিন রাত ৭টায় জামাজে জানাজা শেষে তাকে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।”
ঢাকা/শিয়াম/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব র ক ল ইসল ম র মরদ হ ব এসএফ বগঞ জ
এছাড়াও পড়ুন:
গজলডোবা, অনলাইন গেট পাস, স্টারলিংক, এআই সনদ, বিএসএফের অপস অ্যালার্ট কী—জানুন
১. বাংলা গানের প্রথিতযশা শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের বিখ্যাত গান ‘আমি বাংলায় গান গাই’ সর্বপ্রথম কোন অ্যালবামে প্রকাশিত হয়?
ক. পাথরে পাথরে নাচে আগুন
খ. যেতে হবে
গ. ওঠো হে, স্বপ্নের ফেরিওয়ালা
ঘ. তোমাকে দেখেছিলাম
উত্তর: খ. যেতে হবে
২. ‘পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা শিথিলকরণ’ শিরোনামে পরিপত্র জারি করা হয় —
ক. ১২ ফেব্রুয়ারি, ২০২৫
খ. ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
গ. ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
ঘ. ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
উত্তর: ঘ. ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
৩. তিস্তা নদীর উজানে ভারতীয় অংশে ‘গজলডোবা বাঁধ’ নির্মাণ করা হয়—
ক. ১৯৭৯ সালে
খ. ১৯৮৪ সালে
গ. ১৯৮৯ সালে
ঘ. ১৯৯৮ সালে
উত্তর: ঘ. ১৯৯৮ সালে
আরও পড়ুনডাক অধিদপ্তরে আবারও বড় নিয়োগ, পদ ২৫৫১২ ফেব্রুয়ারি ২০২৫৪. যমুনা রেলসেতুর দৈর্ঘ্য—
ক. ৪.৮ কিলোমিটার
খ. ৩.৭ কিলোমিটার
গ. ৫.৬ কিলোমিটার
ঘ. ৬.১৫ কিলোমিটার
উত্তর: ক. ৪.৮ কিলোমিটার
৫. পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির কততম আসর?
ক. সপ্তম
খ. নবম
গ. দশম
ঘ. দ্বাদশ
উত্তর: খ. নবম
৬. আমদানি ও রপ্তানি পণ্য পরিবহন সহজ করতে চট্টগ্রাম বন্দরে ‘অনলাইন গেট পাস’ ব্যবস্থা চালু করা হয়—
ক. ৭ ডিসেম্বর, ২০২৪
খ. ৩১ জানুয়ারি, ২০২৫
গ. ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
ঘ. ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
উত্তর: গ. ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
৭. বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তর: গ. ৪টি
আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৫-এর কোন পরীক্ষা কবে২ ঘণ্টা আগে৮. আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৫ এর জন্য মনোনীত প্রতিষ্ঠান—
ক. বাংলাদেশ দূতাবাস, প্যারিস
খ. ইউনেসকো
গ. বাংলাদেশ শিল্পকলা একাডেমি
ঘ. ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস অ্যাসোসিয়েশন
উত্তর: ক. বাংলাদেশ দূতাবাস, প্যারিস
৯. দক্ষিণ এশিয়ায় স্টারলিংকের কার্যক্রম প্রথম শুরু হয়েছে কোন দেশে?
ক. নেপাল
খ. ভুটান
গ. ভারত
ঘ. শ্রীলঙ্কা
উত্তর: খ. ভুটান
১০. বিশ্বে প্রথম ‘স্কিন ব্যাংক’ প্রতিষ্ঠা হয় কোন দেশে?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. জার্মানি
ঘ. অস্ট্রেলিয়া
উত্তর: ক. যুক্তরাষ্ট্র
১১. বাংলাদেশের প্রথম ‘স্কিন ব্যাংক’ চালু হয়েছে কোন হাসপাতালে?
ক. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
খ. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
গ. ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি
ঘ. বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল
উত্তর: গ. ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি (১৬ ফেব্রুয়ারি, ২০২৫)
১২. ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে ঘোষিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সনদে স্বাক্ষরকারী দেশের সংখ্যা—
ক. ৫৫
খ. ৬০
গ. ৬৬
ঘ. ৭০
উত্তর: খ. ৬০
আরও পড়ুনশক্তিশালী পাসপোর্টে বাংলাদেশ, নতুন স্থলবন্দর, সেরা বিমানবন্দর, দুর্নীতিগ্রস্ত দেশে বাংলাদেশ কত—জানুন১৩ ফেব্রুয়ারি ২০২৫১৩. NATO-র বর্তমান সদস্যদেশের সংখ্যা—
ক. ২৭
খ. ২৮
গ. ৩০
ঘ. ৩২
উত্তর: ঘ. ৩২; (সর্বশেষ সদস্য-সুইডেন)
১৪. ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র ‘অপস অ্যালার্ট’ মহড়ার সময়কাল—
ক. ২৩-৩১ জানুয়ারি, ২০২৫
খ. ১৫-২৫ জানুয়ারি, ২০২৫
গ. ১-৭ ফেব্রুয়ারি, ২০২৫
ঘ. ১১-১৬ ফেব্রুয়ারি, ২০২৫
উত্তর: ক. ২৩-৩১ জানুয়ারি, ২০২৫; (২৬ জানুয়ারি ভারতের ‘প্রজাতন্ত্র দিবস’ উপলক্ষে)
১৫. তিয়েনআনমেন স্কয়ার গণহত্যা সংঘটিত হয়—
ক. ১৯৮৯ সালে
খ. ১৯৮৬ সালে
গ. ১৯৯১ সালে
ঘ. ১৯৮৫ সালে
উত্তর: ক. ১৯৮৯ সালে
১৬. যুক্তরাষ্ট্রে জাতীয় পাখির আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে
ক. মিমিড
খ. আমেরিকান রবিন
গ. ডোভ
ঘ. ব্যাল্ড ইগল
উত্তর: ঘ. ব্যাল্ড ইগল
১৭. তিস্তা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
ক. লালমনিরহাট
খ. কুড়িগ্রাম
গ. নীলফামারী
ঘ. গাইবান্ধা
উত্তর: গ. নীলফামারী
১৮. রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘মিনস্ক চুক্তি’ স্বাক্ষরিত হয়—
ক. ২০১২ সালে
খ. ২০১৪ সালে
গ. ২০১৬ সালে
ঘ. ২০১৭ সালে
উত্তর: খ. ২০১৪ সালে
১৯. ইউরোপীয় কমিশনের প্রথম নারী প্রেসিডেন্ট—
ক. উরসুলা ভন ডার লেন
খ. অ্যাঞ্জেলা মার্কেল
গ. রবার্টা মেটসোলা
ঘ. জর্জিয়া মেলোনি
উত্তর: ক. উরসুলা ভন ডার লেন
২০. MPO-এর পূর্ণরূপ—
ক. Mandatory Pay Order
খ. Must Payment Obligation
গ. Monthly Pay Order
ঘ. Monetary Payment Order
উত্তর: গ. Monthly Pay Order