বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, মানুষের জন্যই রাজনীতি করে: শহীদ উদ্দীন চৌধুরী
Published: 18th, February 2025 GMT
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী বলেছেন, গত ১৭ বছরে জ্বলেপুড়ে বিএনপি খাঁটি সোনায় পরিণত হয়েছে। স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের নির্যাতন, হামলা-মামলা কোনো কিছুতেই বিএনপি রাজপথ থেকে পালিয়ে যায়নি। কারণ, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, মানুষের জন্যই রাজনীতি করে।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় শহীদ উদ্দীন চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে যেভাবে গুলি করে মানুষ মারা হয়েছে; এ সময় যদি আমরা ইস্পাতদৃঢ় ঐক্যবদ্ধ না থাকতাম, তাহলে এ দেশের মানুষ নতুন করে এ দেশ গড়ার স্বপ্ন দেখতে পেত না। বিএনপি এ দেশের মানুষের জন্য ১৭ বছর যে ত্যাগ স্বীকার করেছে, প্রয়োজনে আরও ১৭ বছর ত্যাগ করতে রাজি। তবুও দেশের মানুষ যাতে শান্তিতে থাকে।’
শহীদ উদ্দীন চৌধুরী বলেন, বিএনপিকে এখন আদর্শভিত্তিক রাজনীতি করতে হবে। নেতাদের বড় বড় ছবির সঙ্গে নিজের ছবি যুক্ত করে নেতা হওয়া যায় না। নেতা হতে হলে কাজের ফল দেখিয়ে নেতৃত্বে আসতে হবে।
আজ বিকেল চারটায় হবিগঞ্জ পৌরসভার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাখাওয়াত হাসান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (মধ্যপ্রাচ্য) আহমেদ আলী মুকিব। দুপুর থেকে জেলা বিএনপির নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। সরকার পরিবর্তনের পর এই প্রথম হবিগঞ্জে জেলা বিএনপির নেতা-কর্মী বড় সমাবেশে মিলিত হন।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি কে গউছের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রকাশিত প্রতিবদেন নিয়ে ঢাকা জেলা পুলিশের ব্যাখা
'পুলিশকে বাঁচাতে প্রশ্নবিদ্ধ প্রতিবেদন, শিক্ষার্থীরা ক্ষুব্ধ' শিরোনামে বৃহস্পতিবার সমকালে প্রকাশিত প্রতিবেদনের একটি অংশের ব্যাখা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খায়রুল আলম স্বাক্ষরিত পত্রে গতকাল বলা হয়-বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও হত্যার ঘটনার মামলাসমূহ পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে। ঘটনার সঙ্গে সম্পৃক্তদের গ্রেপ্তারে পুলিশ সচেষ্ট। মামলার তদন্ত কার্যক্রম চলমান। তদন্তে যাদেরই সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর।
‘পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বাঁচাতে এমন বিতর্কিত প্রতিবেদন দেওয়া হয়েছে’–এই উদ্ধৃতির প্রতিবাদ জানানো হয়। সংশ্লিষ্ট ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এরই মধ্যে তিনজন পুলিশ সদস্যের সম্পৃক্ততার তথ্য থাকায় তাদেরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছেন। অন্যদের বিরুদ্ধে তদন্তের কাজ চলমান।
বাংলাদেশ পুলিশ জনাকাঙ্খা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশ সদস্যরা নিজেরা নির্ঘুম থেকে জনগণের শান্তির ঘুম নিশ্চিত করে, ঈদ-পূজা-পার্বনের আনন্দ উপভোগ করা থেকে পরিবার-পরিজনকে বঞ্চিত করে জনগণের আনন্দ উপভোগ নিশ্চিত করে। করোনাকালে মানবিক বিপর্যয়ের সময় পুলিশ নিজের জীবন বিপন্ন করে মানুষের পাশে দাঁড়িয়েছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এরকম অজস্র উদাহরণ রয়েছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অগ্রগতির বিষয়ে পুলিশ পরিদর্শক মোঃ হেলাল উদ্দিন কোনও কথা বলেননি।