গ্যাস-সংকটে সুতার ব্যবসা ভারতের দিকে চলে যাচ্ছে
Published: 18th, February 2025 GMT
দেশে গ্যাস-সংকটের কারণে সুতার ব্যবসা ভারতে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, ‘গত বছর ভারত থেকে ২৭০ কোটি ডলারের সুতা এসেছে। এতে তাদের প্রায় দেড় লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। আমাদের সেদিকে কোনো মনোযোগ নেই।’
বাংলাদেশ বস্ত্রকল সমিতির (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, সুতা উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। তবে গ্যাস–সংকটের কারণে বস্ত্রকলগুলো অর্ধেক চলে, অর্ধেক চলে না। কিছু বন্ধও হয়েছে। এদিকে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলোতে আগামী ৩-৪ মাস ভালো ক্রয়াদেশ আছে। তবে গ্যাস–সংকটের কারণে তাদের প্রয়োজনীয় সুতা সরবরাহ করতে পারছে না দেশীয় বস্ত্রকলগুলো। সে জন্য ব্যবসা অন্য দেশে (ভারতে) চলে যাচ্ছে।
বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। বস্ত্র খাতের যন্ত্রপাতির সবচেয়ে বড় প্রদর্শনী ডিটিজি নিয়ে বিস্তারিত জানাতে আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক আবদুল্লাহ আল মামুন।
গ্যাসের দাম দ্বিগুণ করলে একটার পর একটা কারখানা বন্ধ হবে বলে মন্তব্য করেন বিটিএমএর সভাপতি। তিনি বলেন, গ্যাসের দাম দ্বিগুণ করলে বাংলাদেশে বস্ত্র খাত কোনো দিন টেকসই হবে না। একটার পর একটা কারখানা বন্ধ হবে। অনিশ্চয়তা থাকলে দেশি-বিদেশি বিনিয়োগ হবে না। গত ছয় মাসে কোনো নতুন বিনিয়োগ হয়নি। ব্যাংকগুলো নতুন কোনো প্রকল্পে বিনিয়োগ করতে পারেনি। উল্টো পুরোনো শিল্পকারখানা মেরে ফেলার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন তিনি।
প্রসঙ্গত, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের কথা বলে দুই বছর আগে শিল্পে ১৫০ থেকে ১৭৮ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছিল গ্যাসের। গত বছরও দাম কিছুটা বাড়ানো হয়েছিল। কিন্তু দুই বছর পরও শিল্পে গ্যাস-সংকট কাটেনি। জ্বালানি বিভাগের অনুমোদন নিয়ে দাম বাড়াতে গত মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে প্রস্তাব করেছে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। এতে প্রতি ইউনিট গ্যাসের দাম ৩০ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন সংযোগের ক্ষেত্রে পুরো গ্যাস বিল হবে নতুন দামে। তবে পুরোনোদের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকছে প্রস্তাবে।
শওকত আজিজ রাসেল বলেন, ‘জাতীয় নির্বাচন কবে হবে আমরা জানি না। তবে নির্বাচনের তারিখ জানা থাকলে আমাদের জন্য সুবিধা হয়; তা যখনই হোক। তাহলে আমাদের একটি প্রস্তুতি থাকে—বিনিয়োগ করব কি করব না।’ তিনি আরও বলেন, এখন যদি সরকার থেকে একটা ঘোষণা না আসে তাহলে বিনিয়োগ করব না। কারণ ঘুম থেকে উঠে যদি দেখি গ্যাসের ইউনিট ৭৫ টাকা তাহলে তো ব্যবসা টেকানো যাবে না।
বস্ত্র খাতে চলতি মূলধনের ঘাটতি নিয়েও অভিযোগ করেন বিটিএমএ সভাপতি। তিনি বলেন, ‘টাকার অবমূল্যায়নের কারণে আমাদের বস্ত্র খাতের ব্যবসায়ীদের পুঁজি অর্ধেক হয়ে গেছে। ব্যাংকে আবেদন করলেও তারা সেটি দিতে পারছে না। অথচ কিছু কিছু ব্যাংককে টাকা দিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেই টাকাটা কেন দিচ্ছে? কারণ সেসব ব্যাংকের টাকা চুরি হয়েছে। সেই চুরির টাকাটা ভর্তুকি দেওয়া হচ্ছে। লুট হওয়া ব্যাংক টিকিয়ে রাখতে অর্থ দিলেও ব্যবসায়ীদের যে তারল্যসংকট, সেটি আমলে নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক।
বিদেশি বিনিয়োগ আনার বিষয়ে শওকত আজিজ রাসেল বলেন, ‘চীনে কারখানা বন্ধ হচ্ছে। সেই বিনিয়োগ আসার ক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় ছিল বাংলাদেশ। তবে আমরা ডলার–সংকট, ব্যাংকের অর্থায়নের অপর্যাপ্ততাসহ বিভিন্ন সমস্যার মধ্যে আছি। এর মধ্যে যদি রাতারাতি গ্যাস-বিদ্যুতের দাম বাড়ে তাহলে বিদেশিরা আসবে না। সে জন্য সরকারকে পরিষ্কার করে বলতে হবে আগামী এত বছর গ্যাসের দাম এই থাকবে।’
বিটিএমএ ও হংকংয়ের ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানির যৌথ উদ্যোগে চার দিনব্যাপী ডিটিজি ঢাকার পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী বৃহস্পতিবার শুরু হবে। এবারের প্রদর্শনীতে চীন, জার্মানি, ভারত, ইতালি ও জাপানসহ ৩৩ দেশের ১ হাজার ১০০ ব্র্যান্ডের ১ হাজার ৬০০টি স্টল থাকবে।
প্রদর্শনীতে তৈরি পোশাক ও বস্ত্র খাতের যন্ত্রপাতি, কাপড়, ফিলামেন্ট, রাসায়নিক, ডাইং প্রযুক্তি ও সরঞ্জাম প্রদর্শন করা হবে। প্রদর্শনীতে ফ্যাশন শো থাকবে। প্রদর্শনীর উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গ্যাসের দাম দ্বিগুণ করা হলে অনেক কারখানা বন্ধ হবে: বিটিএমএ সভাপতি
গ্যাসের দাম দ্বিগুণ করা হলে একটার পর একটা কারখানা বন্ধ হবে বলে মন্তব্য করেন বস্ত্রমালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি শওকত আজিজ। সেটা হলে বাংলাদেশের বস্ত্র খাত কোনো দিন টেকসই হবে না। নতুন বিনিয়োগ আসবে না। কোনো ব্যাংক নতুন প্রকল্পে বিনিয়োগ করবে না।
বস্ত্র খাতের যন্ত্রপাতির সবচেয়ে বড় প্রদর্শনী ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) নিয়ে বিস্তারিত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন শওকত আজিজ। আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক আবদুল্লাহ আল মামুন।
সম্প্রতি শিল্প ও ক্যাপটিভের প্রতি ইউনিট গ্যাসের দাম যথাক্রমে ৩০ টাকা ও ৩১ টাকা ৫০ পয়সা থেকে ৭৫ টাকা ৭২ পয়সা বাড়িয়ে দ্বিগুণের বেশি করার প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। সেই পরিপ্রেক্ষিতে বিটিএমএ আজ এই সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী বৃহস্পতিবার চার দিনব্যাপী ডিটিজি শুরু হবে। এবার প্রদর্শনীতে ৩৩টি দেশের ১ হাজার ৬০০ স্টল থাকবে।
মেলায় টেক্সটাইল যন্ত্রপাতি, ফেব্রিক, ফিলামেন্ট, কেমিক্যালস, ডাইং প্রযুক্তি ও এক্সেসরিজ প্রদর্শিত হবে। এ ছাড়া থাকবে টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি নিয়ে অনুষ্ঠিত সেমিনার। থাকবে ডিটিজি ফ্যাশন শো। এই প্রদর্শনী হবে এক ছাদের নিচে দেশি-বিদেশি পেশাদার, উৎপাদক ও সরবরাহকারীদের একত্র হওয়ার সুযোগ।
প্রদর্শনীটির লক্ষ্য হলো, স্থানীয় উদ্যোক্তাদের সংশ্লিষ্ট শিল্পে আরও বিনিয়োগে আগ্রহী করে তোলা এবং অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় ঘটানো।